‘আমার বাংলা ব্লগ’-সাপ্তাহিক হ্যাংআউট রিপোর্ট-৭ (Weekly Hangout -7 Report)
ভূমিকাঃ
“আমার বাংলা ব্লগ”-শুধুমাত্র বাংলায় ব্লগিং করার জন্য, পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংঙালিদের জন্য একটি ব্যতিক্রম উদ্যোগ। কারন স্টিম ব্লকচেইন এ ভাষা উপর নির্ভর করে বহু কমিউনিটি থাকলেও, বাংঙালিদের জন্য বাংলা ভাষায় ব্লগিং করার সুযোগ না থাকার কারনে বাংলা ভাষা নির্ভর ‘আমার বাংলা ব্লগ’ কমিউনিটিটি তৈরী করা হয়। সুতরাং আমার বাংলা ব্লগ বাংলা ভাষার উপস্থিতি সুনিশ্চিত করার সাথে সাথে বাংঙালিদের সকল ধরনের অনুভূতি বাংলা ভাষায় প্রকাশের সুযোগ তৈরী করেছে। ইতিমধ্যে আমার বাংলা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, কমিউনিটিতে ৪২৫ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ১২০।
আমরা পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংঙালীদের নিজের মাতৃভাষায় আবেগ, অনুভূতি ও জীবনের গল্পগুলোকে ভাগ নেয়ার সুযোগ করে দিতে চাই। কারন তথ্য প্রযুক্তির এই যুগে ব্লকচেইন সবার মাঝে একটি সেতু বন্ধন তৈরী করতে সক্ষম হয়েছে। আমরা এই সুযোগটির পূর্ণ ব্যবহার এবং বাংঙালি কমিউনিটির একটি নির্দিষ্ট অবস্থান নিশ্চিত করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময় সহজসাধ্য করতে চাই।
হ্যাংআউট-৭
যথা সময়ে যথারীতি এই সপ্তাহের হ্যাংআউটটি শুরু হয়, কিন্তু সদস্যদের আগ্রহ এবং সময়ের পূর্বে উপস্থিত হওয়াটা আমাদের বেশ উৎসাহ যুগিয়েছে। আমাদের মডারেটর @shuvo35 হ্যাংআউটটি শুরু করেন পূর্বের নিয়মে। তবে সময়ের পূর্বেই তিনি উপস্থিত সকলের সাথে কৌশল বিনিয়ম করেন এবং সকলের খোঁজ খবর নেন।
তারপর নির্দিষ্ট সময় হলে শুভ ভাই সবাইকে স্বাগতম জানান এবং কমিউনিটির প্রতিষ্ঠাতা এ্যাডমিন @rme দাদার অনুমতি স্বাপেক্ষে পুরো কার্যক্রম শুরু করেন। কমিউনিটির এ্যাডমিন সকলকে অবহিত করেন যে, আমাদের ডিসকর্ড চ্যানেলটি ইতিমধ্যে বোষ্ট করা হয়েছে। কমিউনিটির স্বার্থে তিনি সব কিছু করতে প্রস্তুত আছেন, যে কোন বিষয়ে পরামর্শ ও আইডিয়া শেয়ার করার অনুরোধ জানান সবাইকে।
শুভ ভাই প্রথমে সবাইকে শুরুতেই সবাইকে অনুরোধ করেন অযথা কিংবা গুরুত্বপূর্ণ কারন ছাড়া কেউ যেন মডারেটর কিংবা এ্যাডমিনকে ডিস্টার্ব না করেন। যদিও অনেকেই কোন কারন ছাড়া এ্যাডমিনসহ কমিউনিটির মডারেটরদের মেনশন দিয়ে থাকেন, এতে অনেক সময় গুরুত্বপূর্ণ কিছু চেক করা হয়ে উঠে না। সুতরাং সবাইকে এ বিষয়ে আরো বেশী সতর্ক ও সচেতন হওয়ার অনুরোধ জানান। যদিও শুভ ভাই মেনশন দেয়ার বিষয়টিকে খুব বেশী নিরুৎসাহিত করছেন না। কিন্তু এই কথা স্মরন করিয়ে দিয়েছেন যে, আমরা যথাসাধ্য চেষ্টা করি সকলের পোষ্ট পড়ার এবং চেক করার। তবুও সকলের একটা বিষয় মনে রাখা উচিত যে, আমরা রোবট না।
এরপর কমিউনিটির এ্যাডমিন্ট ও কোয়ালিটি কন্ট্রোরাল @rex-sumon ভাই নিজের মতামত তুলে ধরেন। বিশেষ করে কেউ কেউ সাপোর্ট না পাওয়ার বিষয়ে অভিযোগ করলে, তিনি সেটা যুক্তির মাধ্যমে খন্ডন করেন এবং সবাইকে আশ্বস্ত করেন যে, গুনগত মান সম্পন্ন কনটেন্টে পে আউট হওয়ার আগ পর্যন্ত সাপোর্ট দেয়ার সুযোগ থাকে। এই ক্ষেত্রে আমাদের এ্যাডমিন সব সময় সচেষ্ট রয়েছেন এবং তিনিও চেষ্টা করেন গুনগতমান সম্পন্ন কনটেন্টে সাপোর্ট নিশ্চিত করার। সুমন ভাই আরো বলেন গতানুগতিক কিছু না করে বরং ব্যতিক্রম এবং ইউনিক কিছু শেয়ার করার আহবান জানান। প্রয়োজনে মডারেটরদের সাথে যোগাযোগ করুন, আমরা সব সময় আপনাদের গাইড করার জন্য প্রস্তুত রয়েছি।
কমিউনিটির প্রতিষ্ঠাতা এ্যাডমিন @rme দাদা সকলকে উদ্দেশ্য করে বলেন যে, আমাদের সাপোর্ট আনলিমিটেড না, কিছু বিষয়ের প্রতি লক্ষ্য রেখে আমাদের সাপোর্ট দিতে হয়, কারন কমিউনিটির পাওয়ার মানে ম্যানা গ্রো করার সুযোগ দিতে হবে। আমরা প্রতিদিন সবোর্চ্চ দশটি ফুল ভোট দিতে পারবো এর বেশী না। তাই আমরা শতকরা হার বেশী করে মোট ২৫-৩০টি ভোট দেয়ার চেষ্টা করি। এ বিষয়ে সকলকে প্রতিদিনের কিউরেশন রিপোর্ট চেক করার অনুরোধ করেন। তাহলে সেখান হতে অনেক তথ্য সহজেই জানা যাবে। দাদা আরো বলেন আমাদের কোন পৃষ্ঠপোষক নেই, পুরো পাওয়ার আমার নিজস্ব কিন্তু তবুও আমি চেষ্টা করি সবাইকে যথাসাধ্য সাপোর্ট দেয়ার।
এরপর শুভ ভাই উপস্থিত কারো কোন প্রশ্ন থাকলে সেটা শেয়ার করার সুযোগ দেন। তারপর কমিউনিটির এ্যাডমিন্ট ও কোয়ালিটি কন্ট্রোরাল @rex-sumon ভাই সকলের দৃষ্টি আকর্ষন করেন বিশেষ করে যারা ইদানিং নানা বিষয় নিয়ে রিভিউ দেয়া শুরু করেছেন তাদেরকে উদ্দেশ্য করেন বলেন, রিভিউ দেয়ার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট বিষয়ে প্রতি লক্ষ্য রাখা উচিত, যেমন মুভির ক্ষেত্রে পরিচালকের নাম, মুভির লিংক ও সোর্স, এই ক্ষেত্রে কেউ যদি ডাউনলোড করে মুভি দেখেন এবং তারপর রিভিউ করেন তবুও সেখানে সোর্স উল্লেখ্য করতে হবে। স্প্যামিং ও লেখা চুরির ব্যাপারে সতর্ক হওয়ার পাশাপাশি ক্রেডিটযুক্ত ছবি শেয়ার না করার অনুরোধ করেন, এই ক্ষেত্রে সোর্স দিলেও কাজ হবে না।
তারপর শুরু হয় কাংখিত পর্ব মানে কমিউনিটির প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পর্ব। হ্যাংআউটে সবচেয়ে বেশী আকর্ষণ থাকে এই পুরস্কার বিতরণী পর্বের দিকে। শুভ ভাই নীচ হতে এক এক করে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং তাদের অনুভূতি প্রকাশের সুযোগ দেন, যাতে অন্যরা তাদের অনুভূতি শুনে আরো বেশী অনুপ্রাণীত হতে পারেন। পোষ্ট এবং পুরস্কার জেতার পরের অনুভূতি, বেশ দারুন একটা আবহ তৈরী করে সকলের মাঝে।
পুরস্কার বিতরণী পর্ব শেষ হলে @isha.ish আপু সুমিষ্ট কণ্ঠে সবাইকে সুন্দর একটি গান গেয়ে শুনান, সবাই বেশ উপভোগ করেন তার গানটি। সত্যি তার কণ্ঠটি বেশ সুন্দর এবং গানটি বেশ ভালো ছিলো। যদিও শরুতে আমাদের গান গেয়ে শুনিয়েছিলেন @rajib833 ভাই, তার কণ্ঠের বিষয়টি সবাই ইতিমধ্যে জেনে গেছেন। তিনিও সুন্দর গান করেন।
প্রতিযোগিতার বিষয় নিয়ে কমিউনিটির মডারেটর @moh.arif ভাই কথা বলেন, কারন এবারের প্রতিযোগিতায় মোট ৩৫ জনের অংশগ্রহন ছিলো, কিন্তু গুনগত মানের দিক হতে অনেকের মাঝে অনেক ক্রটি লক্ষ্য করা গেছে, যদিও ইতিপূর্বে আমরা এই বিষয়গুলোর প্রতি সবাইকে সতর্ক করেছিলাম কিন্তু তবুও অনেকেই সেই বিষয়গুলোর প্রতি যত্নশীল ছিলেন না, এটা আমাদের জন্য দুঃখজনক। বিশেষ W3W বিষয়টি তিনি উল্লেখ করে বলেন যে, সবাই নানা ধরনের ফটোগ্রাফি শেয়ার করেছেন কিন্তু কেউ W3W এর কোড ব্যবহার করেন নাই। তিনি ডিএম এবং মডারেটরদের পোষ্টে ট্যাগ দেয়ার বিষয়টি উল্লেখ্য করেন, তিনি আরো বলেন মেনশন কিংবা ট্যাগ না দিয়ে বরং পোষ্টের গুনগতমান বৃদ্ধির ব্যাপারে যত্নশীল হওয়া উচিত।
এরপর গত হ্যাংআউটে রিপোর্ট এ সুন্দর ও কাংখিত মন্তব্য করার জন্য পাঁচজনের নাম ঘোষণা করা হয়, @rasel72 @green015 @brishti @roy.sajib @isha.ish ভালো মন্তব্য করার কারনে এই পাঁচজন ৩তিন স্টিম করে পাবেন। আর এই সুযোগটি এই হ্যাংআউট রিপোর্টের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তারপর কথা প্রসঙ্গে উঠে আসে কপিরাইটের বিষয়টি, সকলকে আবারও অনুরোধ করা হয় নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার। তা না হলে মিউট করা হবে কিন্তু আপিল করার সুযোগ পাবে। পাওয়ার আপ এবং একাধিক ইভেন্টের বিষয়ে সবাইকে বলা হয়।
এরপর @priyanarc আপু কথা বলেন এবং নিজের অনুভুতি ভাগ করে নেন সকলের সাথে। তারপর কথা বলেন @alokroy647, নিজের অনুভূতি প্রকাশ করেন। ডিসকর্ডে তার যাত্রা শুরুর কথা সকলের সাথে শেয়ার করে নেন। তারপর সবাই আবারও মুগ্ধ হয়ে @selinasathi1 কবি আপুর কবিতা আবৃত্তি শুনেন, প্রতিটি হ্যাংআউটে আমরা তার কবিতা আবৃত্তি শুনি।
ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারনে শেষ মুহুর্তের কিছু সময় আমি অনুপস্থিত ছিলাম। যথা নিয়মে সবাইকে শুভেচ্ছা জানিয়ে হ্যাংআউটের সমাপ্ত ঘোষণা করা হয়।
বিশেষ আকর্ষনঃ
হ্যাংআউট সম্পর্কে যারা মানসম্মত কমেন্ট করবেন, তাদের মাঝ হতে পাঁচজনকে তিন স্টিম করে মোট ১৫ স্টিম পুরস্কার দেয়া হবে পরবর্তী হ্যাংআউটের দিন।
বিগত হ্যাংআউটে বিজয়ীদের পুরস্কার বিতরণঃ
Community TEAM
@rme ADMIN ♚Founder♔
@blacks ADMIN Executive Admin ♛🇮🇳
@rex-sumon ADMIN Admin+Mentor+Quality Controller
@amarbanglablog ADMIN Community Admin+Curator ♛♝
@royalmacro MOD Community Curator ♝
@winkles MOD Community Moderator 🇮🇳 🏁
@endingplagiarism MOD Steem Watcher 🔍
@moh.arif MOD Community Moderator 🇧🇩🏁
@curators MOD Community Curator ♝
@photoman MOD Community Curator ♝
@hafizullah MOD Community Moderator 🇧🇩🏁
@shuvo35 MOD Community Moderator 🇧🇩🏁
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
100 SP | 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP |
বিভিন্ন পোস্টসহ hangout রিপোর্ট তৈরিতে অতুলনীয় এবং চমৎকার উপস্থাপনার ব্যক্তিত্বকে আমার নমস্কার ও আন্তরিকভাবে ধন্যবাদ ।তিনি হলেন আমাদের প্রিয় মডারেটর @hafizullah ভাইয়া।অবশ্য এইবারের hangout এ আমি পুরোটা সময় জুড়ে ছিলাম।কিন্তু খুবই নেট সমস্যা ছিল।যদিও @hafizullah ভাইয়া শেষের দিকে থাকতে পারেন নি নেট গন্ডগোলের জন্য।তবুও তিনি সুন্দরভাবে hangout এ হওয়া প্রত্যেক বিষয় নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন সবার সামনে।
এবারের hangout এ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় দুটি মনে হয়েছে।সেটা হল সবার প্রিয় শ্রদ্ধেয় @rme দাদা ভোটিং বিষয় সম্পর্কে সবাইকে সুন্দরভাবে অবগত করে বুঝিয়ে দেন।কারণ তিনি সর্বদা নিরপেক্ষভাবে আমাদের পাশে থেকে আমাদেরকে নিজ সহযোগিতায় সর্বতোভাবে সাহায্য করে যাচ্ছেন।এইজন্য আমরা তার কাছে চিরকৃতজ্ঞ।
এছাড়া @moh.arif দাদা ছবির ক্ষেত্রে w3w ব্যবহারের বিষয়ে আলোচনা করেন এবং @rex-sumon দাদা রিভিউ ব্যাপারে।
@shovo35 দাদা সুন্দর উপস্থাপনার মাধ্যমে সবাইকে সব বিষয়ে পরিষ্কার করে বুঝিয়ে দেন এবং সবাইকে উত্তেজনাই ফেলে ফলাফল ঘোষণা করেন।কিন্তু নেট সমস্যা থাকায় কিছু কিছু সময় আমি তার কথা শুনতে পায় নি। দাদার কথা এত কেটে কেটে আসছিল কোনো কোনো সময় মনে হচ্ছিল দাদা গিটার বাজাচ্ছেন।
এবারের hangout এ বিজয়ীদের মনের ভাবের অনুভূতি প্রকাশ ছিল খুবই তাৎপর্যপূর্ণ।এছাড়া বিনোদন হয়েছিল গান ,কবিতার মাধ্যমে।অনেক নতুন কিছু শিখতে, জানতে পারলাম বরাবরের মতো।সবার ভিতরে ক্রিকেট খেলার ছক্কা মারার মতো অনুভূতি কাজ করছিল।এছাড়া প্রবাসী মানুষের সুন্দর অনুভূতি জানতে পেরেছিলাম।
এই hangout এর সুন্দর রিপোর্ট এক সপ্তাহ ধরে চোখের পাতায় স্মৃতির স্মরণী হয়ে থাকবে।কিন্তু যারা hangout এ থাকতে পারেন নি তাদের অনেক নতুন বিষয় জানার থাকবে এই রিপোর্ট থেকে।
আমাদের মডারেটর দাদারা সব সময় প্রতিযোগিতাসহ যেকোনো বিষয় নিখুঁতভাবে বিচার করে সবার মাঝে তুলে ধরার চেষ্টা করেন এবং @rme দাদাসহ ,মডারেটর দাদারা অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে সকল কাজ সম্পন্ন করেন।এবং সর্বদা সকলকে আন্তরিকতার সঙ্গে সাহায্য করেন। হয়তো তাদের সম্পর্কে এটা আমার খুবই সংক্ষিপ্ত বলা।
তাই প্রতি বৃহস্পতিবার রাতে যারা পূর্বের hangout এ থাকতে পারেন নি তারা পরবর্তী hangout এ অবশ্যই উপস্থিত থাকার চেষ্টা করুন ।
সুন্দর রিপোর্ট প্রকাশের জন্য অশেষ ধন্যবাদ @hafizullah ভাইয়া এবং সকলকে ধন্যবাদ।
ধন্যবাদ আপু, খুব সুন্দরভাবে আপনার মন্তব্য ভাগ করে নেয়ার জন্য।
বরাবরের মত হ্যাং আউট এর পুরো বিষয়টি আপনি অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার উপস্থাপন টি আমার সবচেয়ে বেশি ভালো লাগে এবং আপনি এ টু জেট সবকিছু আমাদের সাথে বুঝানোর চেষ্টা করেন যা যা হ্যাংআউটে হয়েছিল। যেমন ক্রিকেট খেলায় হাইলাইটস দেখলেই সব কিছু বুঝা যায় তেমনি আপনার এই হ্যাংআউট এর পোস্টটি পড়লে হাংআউট সম্পর্কে সম্পূর্ণ তথ্য পাওয়া যায়।
জ্বী চেষ্টা করছি যতটা সম্ভব সুন্দরভাবে উপস্থাপন করার। ধন্যবাদ
শুভ কামনা ভাই।
আপনি এতটাই সুন্দর ভাবে গুছিয়ে লিখেন, মনে হয় সব চোখের সামনে দেখছি৷ সত্যি বলতে আপনার এই পোস্ট এর অপেক্ষায় থাকি এখন৷ হ্যাংআউটের প্রতিটি ছোটো খাটো বিষয় গুলো জানতে পেরেছি উপস্থিত না থাকতে পেরেও।অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।
খুব সুন্দরভাবে সব তুলে ধরেছেন, আগ্রহ জাগছে কিন্তু রাত্রে উপস্থিত থাকাটা আমার জন্য কষ্টকর। যারা বিজয়ী হয়েছেন মন্তব্য করে তাদের অভিনন্দন।
অন্তত্য কিছুটা সময়ের জন্য হলেও উপস্থিত থাকার চেষ্টা করা উচিত।
হ্যাং আউট এর রিপোর্ট টা খুবই সুন্দর ভাবে বর্ণনা করলেন ভাই।আপনার রিপোর্ট টা পড়ছিলাম আর হ্যাং আউট এ কি কি হয়েছিল আবার চোখের সামনে পরিস্কার ভাবে ফুটে উঠলো।হ্যাং আউটে কেউ উপস্থিত না থাকলেও আপনার রিপোর্টটা পড়ে অনায়াসে বুঝতে পারবে কি কি হয়েছিল।খুবই সুন্দর লিখেছেন ভাই।আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে রিপোর্টটি করার জন্য।
েআপনাদের দোয়া আপু, চেষ্টা করেছি মাত্র সুন্দর করে উপস্থাপন করার। ধন্যবাদ
হ্যাংআউট বিষয়ে আমার কিছু পরামর্শ ছিলো যদি কিছু মনে না করেন। তাহলে হ্যাংআউট শুরু করার আগে আপনারা মডারেটর যারা আছেন হ্যাং আউট এর যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে সেগুলোর একটা লিস্ট তৈরি করে ফেলা এবং হ্যাংআউটস কে কয়েকটা সেগমেন্টে সময় অনুযায়ী ভাগ করে ফেলা। সময় কিছুটা কমবেশি হতেই পারে। আর সময় কিছুটা কমিয়ে আনা। কারণ আমাদের অনেক সময় হ্যাংআউট দু ঘন্টা পার হয়ে যায়।ধন্যবাদ হাফিজ ভাই আপনার সুন্দর রিপোর্টের জন্য।
জ্বী ভাই আপনার পরামর্শগুলো যথার্ত, আমি নিজেও আপনার সাথে সহমত। দেখা যাক আগামীতে কতটা বাস্তবায়ন করতে পারি। ধন্যবাদ
প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাতে চায়, গত সপ্তাহের হ্যাংআউট রিপোর্টের সেরা কমেন্ট প্রতিযোগিতায় আমাকে নির্বাচন করার জন্য।
বরাবরের মতো আজকেও বলতে হয় যেন আমু গত বৃহস্পতিবারের হ্যাংআউটটা পূর্ণ প্রচার শুনছি। আপনার এই নিক্ষুদ স্মৃতি শক্তির এই দক্ষতাটা বেশ অবাক করেছে। প্রতিটা হ্যাংআউট রিপটায় আপনে চেষ্টটা করেন গুছিয়ে সব চেয়ে বেশি সুন্দর করে বলার এবং আমি মনে করি আপনে সেই কাজটা সফলভাবে করতে পারেন এবং সামনে আরও সফলতার সাথে করবেন।
এবারের হ্যাংআউটটা ছিল অনেক গুরুত্বপূর্ণ। কারণ যারা সার্পোট পাওয়া নিয়ে বিভিন্ন ধরনের কমেন্ট করেন। তাদেরকে সকল বিষয় বোঝানো হয়েছে। যেট আমাদের সবার জন্য একটা দরকারি বিষয়। মূলত আমাদের সবাইকে কমিউনিটিতে অ্যাকটিভ হতে হবে। শুধু পোষ্ট করলেই চলবে না। অন্যদের পোষ্টে গিয়ে আমাদের নিজেদের মত বিনিময় করতে হবে।
আশা করি আপনার এই হ্যাংআউট রিপোর্ট দেখে যারা হ্যাংআউটে ছিল না, তারা হ্যাংআউটে থাকার গুরুত্বটা বুঝতে পারবে এবং এরপর থেকে অবশ্যই প্রতিরা হ্যাংআউটে যুক্ত হবে।
আমি আবারও আপনাকে ধন্যবাদ জানাই প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে আমাদেরকে সাহায্য সহ শত ব্যস্ততার মাঝেও এতো সুন্দর একরা হ্যাংআউট রিপোর্ট উপহার দেওয়ার জন্য।
ভাই আপনার হ্যাং আউট উপস্থাপনগুলো অনেক সুন্দর হয়। আপনি খুব সুন্দর ভাবে হ্যাং আউট এর সারাংশ তুলে ধরেন। আপনার এই উপস্থাপন আমার কাছে অনেক ভালো লাগে।
পড়ার পরে মনে মনে বৃহস্পতিবার বৃহস্পতিবার অনুভূতি জাগ্রত হচ্ছে । ধন্যবাদ আপনাকে ভাইয়া ।শুভেচ্ছা রইল।
এই হ্যাংআউটটি আমার খুব পছন্দের ,প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দিনের জন্য ওয়েট করি ।এই হ্যাংআউটের মাধ্যমে কমিউনিটির সকল রকম ভাল মন্দ তথ্য পাওয়া যায় , যা একজন সফল মেম্বার এর জন্য জানা খুবই জরুরী ।অনেক ধন্যবাদ হাফিজ ভাই আপনাকে ,আপনি অনেক সুন্দর ভাবে হ্যাংআউটের প্রতিটি খুঁটিনাটি বিষয় এখানে তুলে ধরেছেন ,কোন কিছু মিস করেন নি, আপনার কাজের প্রশংসা না করে পারা যায় না।