ভূমিকাঃ
“আমার বাংলা ব্লগ”- এখন শুধু একটি কমিউনিটির নাম না বরং সকলের নিকট জনপ্রিয় মাধ্যম, নিজের ভাষায় আবেগ, অনুভূতি ও ভালোবাসা প্রকাশের। দিন দিন যার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং শীর্ষে উঠে আসছে র্যাংকিং এ। আসলে আমার বাংলা ব্লগ এর যাত্রা শুরু হয় মাতৃভাষায় মনের ভাব প্রকাশে স্টিম ব্লকচেইন এ সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে। পুরো পৃথিবীতে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কমিউনিটিকে এক প্লাটফর্মে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক সৃষ্টির মাধ্যমে ভাষার প্রতি ভালাবাসা সৃষ্টি করা এবং নিজেদের বন্ধনকে আরো মজবুত করা। আমাদের বিশ্বাস আমরা খুব দ্রুততম সময়ের মাঝে আমাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হবো। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে এখন পর্যন্ত ১৩৩৮ জন সদস্য হয়েছেন এবং বর্তমান এ্যাকটিভ পোষ্টের সংখ্যা ২০৯।
আমরা পুরো বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালীদের নিজের মাতৃভাষায় আবেগ, অনুভূতি ও জীবনের গল্পগুলোকে ভাগ নেয়ার সুযোগ করে দিতে চাই। কারন তথ্য প্রযুক্তির এই যুগে ব্লকচেইন সবার মাঝে একটি সেতু বন্ধন তৈরী করতে সক্ষম হয়েছে। আমরা এই সুযোগটির পূর্ণ ব্যবহার এবং বাঙালি কমিউনিটির একটি নির্দিষ্ট অবস্থান নিশ্চিত করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময় সহজসাধ্য করতে চাই।
হ্যাংআউট-২২
কমিউনিটির এ্যাডমিন
@shuvo35 ভাই সঠিক সময়ে চমৎকার উৎসাহপূর্ণ আমেজ নিয়ে হ্যাংআউট শুরু করেন তবে শুরুতে আরিফ একটু বাড়তি বিনোদন দেয়ার চেষ্টা করেন মিউজিক চালানোর মাধ্যমে। তারপর সবাইকে স্বাগতম জানিয়ে শুভ নিজের অনুভূতি প্রকাশ করেন এবং আমার বাংলা ব্লগ সৃষ্টির জন্য দাদাকে আন্তরিক ধন্যবাদ জানান।
শুরুতেই শুভ ভাই কমিউনিটি এবং সকল সদস্যদের উদ্দেশ্যে কিছু কথা বলেন, যারা কমিউনিটিতে আছে তাদের সকলের অন্যতম প্রধান কাজ হলো কমিউনিটির নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ করা এবং নিজের সঠিক অবস্থান তৈরীর চেষ্টা চালানো। তবে সব কিছু পজিটিভভাবে নিতে হবে এবং সকলের সাথে মিলেমিশে কাজ করার চেষ্টা করতে হবে। আর একটা বিষয় মনে রাখতে হবে আমার বাংলা ব্লগের মূল থিম হলো এন্টারটেইনমেন্ট।
এরপর আমি হাফিজ উল্লাহ যথারীতি সকলের উদ্দেশ্যে কিছু কথা শেয়ার করার চেষ্টা করি। আমাদের মানসিকতার পরিবর্তন সবচেয়ে বেশী জরুরী কারন যদি মানসিকতা ঠিক রাখতে না পারি তাহলে ভালো কিছু কখনো অর্জন করতে পারবো না। আমার বাংলা ব্লগ সকল ধরনের প্রচেষ্টা ঠিকই চলমান রাখবে এবং চেষ্টা করবে আপনাদের যথাযথভাবে গাইড করার কিন্তু সেই ক্ষেত্রে আপনাদেরকেও এগিয়ে আসতে হবে এবং এবিবি স্কুলের পাঠগুলো যথাযথভাবে সম্পন্ন করার চেষ্টা করতে হবে। এখন আপনি যদি আপনার অবস্থান হতে কিছু গ্রহণ করতে না পারেন তাহলে সেই ব্যর্থতা আমাদের না বরং আপনাদের। যদি নিজের মানসিকতার পরিবর্তন আনতে না পারেন তাহলে নিজের বৃত্ত হতে কখনো বেরিয়ে আসতে পারবেন না। গত সপ্তাহের এনগেজমেন্টর ভিত্তিতে এই সপ্তাহে আমার পক্ষ হতে পুরস্কার পাচ্ছেন
@tauhida এবং
@jibon47 দুইজনই পাবেন পাঁচ স্টিম করে।
কমিউনিটির এ্যাডমিন এবং কোয়ালিটি কন্ট্রোলার
@rex-sumon সুমন ভাই কথা বলেন তারপর, নতুন সদস্যদের যেভাবে গাইড করা হয় তারা যদি সেগুলো মেনে চলেন তাহলে কাংখিত অবস্থানে যেতে পারবেন। এবিবি-স্কুল কাংখিতভাবে সবাইকে গাইড করার চেষ্টা করছেন, ক্লাসগুলোতে লেকচার শেষে কেউ প্রশ্ন করতে চান, কিছু না বুঝলেও প্রশ্ন করেন না এটা দুঃখজনক। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি কিন্তু আপনারা সেভাবে শেখার চেষ্টা করছেন না। আমাদের চেষ্টার কোন কমতি নেই কিন্তু আপনারা যদি নিতে না পারেন সেটা আপনাদের ব্যর্থতা। তবুও আমরা আশা করবো আপনাদের জড়তা কাটিয়ে আমাদের সাথে কথা বলবেন, যেখানে না বুঝবেন সাথে সাথে প্রশ্ন করবেন। এখনতো আমাদের মেয়ে মডারেটর রয়েছে, আমাদের সাথে সব কিছু শেয়ার করতে না পারলেও আপুদের সাথে শেয়ার করতে পারবেন, আর আপনাদের উচিত এই সুযোগটির সৎ ব্যবহার নিশ্চিত করা।
এরপর তিনি পুরাতন ইউজারদের উদ্দেশ্যে কিছু বলেন, এটা কখনো মনে করবেন না যে সুপার এ্যাকটিভ তালিকায় থাকা মানেই আপনি খুব ভালো ইউজার আপনাদের মাঝেও অনেক বিষয়ে দুর্বলতা আছে কিন্তু যারা এবিবি-স্কুলের মাধ্যমে পাঠ শেষে এ্যাকটিভ তালিকায় আসবেন তাদের সাথে টিকে থাকাটা আপনাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। তাই নিজের গুনগত মান এবং কাজের কোয়ালিটি আরো উন্নত করার চেষ্টা করুন।
এরপর সুমন ভাই আমার বাংলা ব্লগের কনটেষ্ট-৯ অথাৎ শীতের পিঠার প্রতিযোগিতা সম্পর্কে বলেন। সময় বৃদ্ধি করার পর বেশ ভালো অংশগ্রহণ হয়েছে, শীতের পিঠায় মোট অংশগ্রহন ছিলো ৪০ জন যাদের মাঝে ১০ জনের অবস্থান ছিলো খুবই দারুণ। তবে সবদিক বিবেচনা করে বিজয়ী নির্বাচন করা চেষ্টা করা হয়েছে, যারা বিজয়ীর তালিকায় আছেন তাদের জন্য শুভেচ্ছা এবং যারা বিজয়ী হতে পারেন নাই তাদের আরো ভালোভাবে চেষ্টা করার আহবান জানাচ্ছি।
তারপর কথা বলেন আমার বাংলা ব্লগের চমলাম কনটেষ্ট পাওয়ার আপ নিয়ে, এটা ধারাবাহিকভাবে চলতেই থাকবে এবং যারা সঠিকভাবে অংশগ্রহণ করবে তাদের পুরস্কার দেয়া হবে নিয়মিত। গত সপ্তাহে পাওয়ার আপ কনটেষ্টে অংশগ্রহণ করেছেন ২০ জন যদিও আগের সপ্তাহের তুলনায় সংখ্যায় কিছুটা কম। হয়তো দাদার অংশগ্রহণ দেখে আগের সপ্তাহে সবার মাঝে একটা বাড়তি আগ্রহ তৈরী হয়েছিলো। আমরা আশা করবো সকলের সেই আগ্রহটা ধরে রাখবেন এবং আগামী সপ্তাহে ভালো অংশগ্রহণ করবেন। গত সপ্তাহে মোট পাওয়ার আপ করা হয় ২,৪৯২ স্টিম, আর বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয় ৮ জনকে।
এরপর শুভ ভাই কথা বলেন, পাওয়ার আপ কনটেষ্টের নিয়মগুলো ঠিকঠাক অনুসরণ করার আহবান জানান। কারন নিয়ম ভঙ্গ করে অশংগ্রহন করে বিজয়ী হতে পারবেন না কেউ। এরপর এই সপ্তাহের পাওয়ার আপের পোষ্টটি সবাইকে রিস্টিম করার আহবান জানান। তারপর সকলের উদ্দেশ্যে বলেন, আমরা সবার এনগেজমেন্ট দেখার চেষ্টা করি এবং যোগ্যদের মূল্যয়নের সর্বোচ্চ চেষ্টা করি। যদি নিজের অবস্থঅন ধরে রাখতে চান তাহলে আপনাদের ঠিকঠাক এনগেজমেন্ট করতে হবে এবং পোষ্টের কোয়ালিটি ধরে রাখতে হবে।
কমিউনিটির এ্যাডমিন
@winkles ভাই কথা বলেন এরপর, তার অধীনে থাকা ইউজারদের নিয়ে তার কোন অভিযোগ নেই কারন সবাই ঠিকঠাক মতো কাজ করছেন। তথাপিও সবাইকে কাজের কোয়ালিটির প্রতি আরো বেশী মনোযোগী হওয়ার আহবান জানান এবং যাদের দুর্বলতা রয়েছে তাদের এবিবি স্কুলের ক্লাসগুলোতে জয়েন হওয়ার আহবান জানান।
এরপর কমিউনিটির এ্যাডমিন
@moh.arif আরিফ ভাই কথা বলেন, শুরুতেই কমিউনিটি নিয়ে কথা বলেন কিছু সহজ বিষয়ে বার বার সবাইকে সতর্ক করার চেষ্টা করা হচ্ছে কিন্তু তবুও সবাই সে বিষয়গুলোর প্রতি যত্নশীল হচ্ছেন না ভুলগুলো করেই যাচ্ছেন। তাই আমাদেরকেও বিষয়গুলো নিয়ে বার বার কথা বলতে হচ্ছে। বিশেষ করে কমেন্ট করার ব্যাপারে এখনো সবাই যথেষ্ট যত্নশীল না। যদিও কমিউনিটিতে মেয়ে সদস্যরা বেশ ভালো এনগেজমেন্ট করছেন এবং পোষ্টগুলো পড়ে যথাযথভাবে মন্তব্য শেয়ার করছেন। কিন্তু ছেলে সদস্যরা দায়সারা ভাবে একই রকম মন্তব্য করে যাচ্ছেন, যদি এই রকম চলতে থাকে তাহলে ভবিষ্যতে সাপোর্ট আরো বেশী কমে যেতে পারে।
এরপর তার অধীনে থাকা এ্যাকটিভ ইউজারদের নিয়ে কথা বলেন, আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহে এনগেজমেন্টের অবস্থা ছিলো খুবই খারাপ আর এই অবস্থা দেখে তিনি খুবই হতাশ হয়েছেন। তবে আশা প্রকাশ করেছেন চলতি সপ্তাহে সবাই ঠিকঠাক এনগেজমেন্ট করবেন। তারপর তার অধীনে থাকা এ্যকাটিভ ইউজারদের তথ্য উপস্থাপন করেন এবং পরামর্শ শেয়ার করেন।
কমিউনিটির এ্যাডমিন
@shuvo35 ভাই এরপর কথা বলেন, তার অধীনে থাকা ইউজারদের নিয়ে নিজের অনুভূতি ও রিপোর্ট উপস্থাপন করেন। নিজের অবস্থান হতে তিনি প্রতিনিয়ত ইউজারদেরে গুনগত মান যাচাই করার চেষ্টা করেন। যদিও সবাই মোটামোটি ভালো কাজ করছেন কিন্তু তবুও একটা জায়গায় আটকে যাচ্ছেন, বিশেষ করে এনগেজমেন্ট এর ক্ষেত্রে। সবাই কাজ করছেন, এনগেজমেন্ট করছেন কিন্তু সেটা কাংখিত মানের হচ্ছের হচ্ছে না। শুধুমাত্র ভালো পোষ্ট করলেই হবে না বরং অন্য বিষয়গুলোর প্রতিও যত্নশীল থাকতে হবে। তারপর সার্বিক বিবেচনায় দুইজনকে পুরস্কৃত করেন, তারা হলেন
@abidatasnimora ও
@robiull.
এরপর কমিউনিটির মডারেটরগণ কথা বলেন, প্রথমে
@kingporos ভাই বলেন, শীত চলে আসছে ঠান্ডা বাড়ছে তবুও ভালো আছেন। কমিউনিটিতে ইউজারদের কাজের গুনগতমান কিছুটা হ্রাস পেয়েছে, নতুন যারা আসছেন তারা বেশ ভালো করছেন এবং কাজের ক্ষেত্রে নিজের কোয়ালিটি প্রকাশ করার চেষ্টা করছেন কিন্তু সে অনুযায়ী পুরাতনরা পিছিয়ে যাচ্ছেন। অনেকেই কাংখিত মন্তব্য শেয়ার করছেন না, মন্তব্য পড়লেই সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সবাইকে বিষয়গুলোর প্রতি যত্নশীল হওয়ার আহবান জানান।
এরপর
@rupok ভাই কথা বলেন, তিনি পুরাতন ইউজারদের উদ্দেশ্যে বলেন সবাই যত কনটেন্ট প্রকাশ করছেন তার প্রায় ৭০ ভাগই একই ধরনের কনটেন্ট, নির্দিষ্ট কিছু বিষয়ের উপর বার বার কনটেন্ট তৈরী করছেন যেখানে সৃজনশীলতার চিহ্ন পাওয়া যাচ্ছে না। কমন রেসিপি বার বার উপস্থাপন করছেন ইউনিক কিছু করার চেষ্টা করছেন না কেউ। তার মানে হলো সবাই কমিউনিটি হতে সুবিধা নেয়ার চেষ্টা করছেন কিন্তু কনটেন্ট তৈরীর ক্ষেত্রে একটু বাড়তি পরিশ্রম করতে চাচ্ছেন না। সবাইকে এই বৃত্ত হতে বেরিয়ে আসার আহবান জানান।
তারপর
@alsarzilsiam ভাই বলেন, মোটামোটি সবাই ভালো কাজ করছেন বিশেষ করে নতুনরা এটা যেমন ঠিক তেমনি এটাও ঠিক যে কিছু কিছু বিষয়ে দুর্বলতা রেয়ে গেছে। পোষ্ট ঠিকঠাক করছেন কিন্তু প্রশ্ন করলে আটকে যাচ্ছেন তারমানে ক্লাসগুলো ভালো বুঝছেন না, হয়তো কপি পেষ্ট কিংবা শীট দেখে পোষ্ট করার চেষ্টা করছেন। তাই সবাইকে ক্লাসগুলোতে আরো বেশী মনোযোগ দেয়ার আহবান জানান।
এরপর শুভ ভাই কথা বলেন, দিনশেষ তারা কিছু শেখার চেস্টা করছেন, এটা ভালো দিক কিন্তু যখন প্রশ্ন করা হয় তখন কিছু বলতে চান না, স্টেজ এ আসার কথা বললে পালিয়ে যান, এটা সত্যি বিব্রতকর পরিস্থিতি আমাদের জন্য। আমরা প্রত্যাশা করবো সবাই একটু ভালো চেস্টা করবে এবং ভালো কিছু শেয়ার করার ধারাবাহিকতা বজায় রাখবেন। অনেক ইউজার হয়তো আমাদের এড়িয়ে যাওয়ার চেষ্ট করেন কিন্তু এখন আমাদের মেয়ে মডারেটর রয়েছে ফলশ্রুতি তাদের কাছে যাওয়ার সুযোগ তৈরী হয়েছে, এটাও ব্যবহার করার আহবান জানান।
কমিউনিটির শিক্ষানবিশ মডারেটরগণ কথা বলেন এরপর, প্রথমে
@nusuranur আপু বলেন, অনেক নতুন ইউজার ডিএম করে প্রশ্ন করছেন তাদের কাছে পর্যাপ্ত স্টিম পাওয়ার নেই তাই তারা হিরোইজমকে ডেলিগেশন করতে পারছেন না। বিষয়টি নিয়ে তিনি কথা বলেন এবং সকলের উদ্দেশ্যে বলেন আমরা কাউকে ডেলিগেশন করার জন্য বাধ্য করছি না বরং যাদের মাঝে পর্যাপ্ত স্টিম পাওয়ার রয়েছে তাদের ডেলিগেশন করার জন্য উৎসাহিত করার চেষ্টা করছি। বানানা ভুলের বিষয়টি নিয়েও কথা বলেন এবং একটি উদাহরণ উপস্থাপন করার মাধ্যমে সবাইকে বিষয়টি সম্পর্কে পরিস্কার ধারণা দেয়ার চেষ্টা করেন। তিনি সবাইকে পরামর্শ দেন এবিবি-স্কুলের ক্লাসের সময় প্রয়োজনীয় বিষয়গুলোকে নোট করে রাখার জন্য যাতে পরবর্তীতে আর ভুল না হয়। এছাড়া যাদের ব্যাপারে আমাদের সন্দেহ তৈরী হবে তাদেরকে ভিডিও কলের মাধ্যমে ভেরিফিকেশন করা হবে, এটা শুধুমাত্র কমিউনিটিকে ফেইক ইউজারমুক্ত করার জন্য।
তারপর কথা বলেন
@ayrinbd আপু, সকলের সাথে কাজ করার সুযোগ পেয়ে নিজের সন্তুষ্টির কথা প্রকাশ করেন তিনি এবং
@nusuranur আপুর পরামর্শগুলোর সাথে তার সহমত প্রকাশ করেন। কমিউনিটিতে সবাই বেশ আন্তরিক, যে কোন বিষয়ে সবাই খুবই সুন্দর সহযোগিতার মনোভাব প্রকাশ করেন, কারো বিষয়ে তার কোন অভিযোগ নেই।
@brishti আপু অসুস্থতাজনিত কারনে কিছু বলতে পারেন নাই, সবাই তার সুস্থতা কামনা করেন।
এরপর কমিউনিটির এ্যাডমিন
@moh.arif আরিফ ভাই সবচেয়ে আকর্ষণীয় সেগমেন্টে কুইজ পর্ব পরিচালন করেন এবং যারা কুইজগুলোর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন তাদের পুরস্কৃত করেন। কুইজ এর শুভ ভাই আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-০৯ এর বিজয়ীদের নাম ঘোষণা করেন।
এরপর শুভ ভাই এবিবি-স্কুল নিয়ে কথা বলেন সবাইকে ক্লাসগুলোতে উপস্থিত থাকার এবং লেভেলগুলো পার করার ব্যাপারে আরো বেশী আগ্রহী হওয়ার জন্য অনুরোধ করেন। সকলের কাংখিত উন্নয়নের জন্য এবিবি-স্কুল এর উদ্যোগটি গ্রহণ করা হয়েছে তাই সকলের উচিত সুযোগটির যথার্থ ব্যবহার নিশ্চিত করা। তারপর কথা বলেন হিরোইজম নিয়ে, হিরোইজম আপনাদের প্রজেক্ট এবং আপনাদের সুবিধা দেয়ার জন্যই এই প্রজেক্টটি গ্রহণ করা হয়েছে। তারপর কথা বলেন এবিবি-চ্যারিটি নিয়ে, আমাদের অনাকাংখিত পরিস্থিতিতে পাশে থাকবে এবিবি-চ্যারিটি তাই সবাইকে অনুপ্রাণীত করেন যতটা সম্ভব প্রতি সপ্তাহে এবিবি-চ্যারিটিতে ডোনেশন করার।
এরপর আরিফ ভাই প্রসঙ্গক্রমে একটি বিষয় উল্লেখ করেন যে, অনেকেই কমিউনিটির বাহিরের ইউজারদের সাথে লেনদেন করতে গিয়ে অনাকাংখিত পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন, এই ব্যাপারে কমিউনিটি কোন দায়ভার দিবেন না এবং কোন ধরনের সহযোগিতা করবে না।
এ বিষয়ে ‘আমার বাংলা ব্লগ’ কমিউনিটির প্রতিষ্ঠাতা এ্যাডমিন
@rme দাদা বলেন, আমার বাংলা ব্লগ কোন ইউজারকে আর্থিক লেনদেনের বিষয়ে কোনরূপ পরামর্শ প্রদান করে না এবং করবেও না। আর্থিক লেনদেনের ব্যাপারে আমরা জড়িত নই, এটা পুরোটাই আপনাদের বিষয়। আমরা কমিউনিটি হতে ফ্রি সাপোর্ট দিচ্ছি এবং এটা আমরা আইন মেনেই দিচ্ছি কিন্তু আর্থিক লেনদেন কিংবা ক্যাশ আউটের বিষয়ে আমাদের কোন পরামর্শ নেই এবং দিবোও না। আমাদের কোন কথায় আমরা এই বিষয়গুলোকে যুক্ত করি নাই কারন এটা স্পর্শকাতর বিষয়। তবে যারা এলিট ব্লগার তাদেরকে আইনসিদ্ধ কিছু পরামর্শ আমরা দিয়েছি, তারা যদি আপনাদেরকে সে বিষয়ে কোন পরামর্শ দিয়ে থাকেন তাহলে সেটা তাদের বিষয়। তাই আর্থিক লেনদেনের কোন বিষয়ে অনাকাংখিত পরিস্থিতির দায়ভার আমরা নিবো না।
এরপর শুরু হয় আনন্দময় সেগমেন্ট মানে এন্টারটেইনমেন্ট পর্ব, প্রথমে গান শুনান
@ayrinbd আপু, এরপর
@santa14 এবং সবশেষে
@raju47। তারপর শুরু করা হয় ইউজারদের নিয়ে প্রশ্ন-উত্তর পর্ব, একে একে
@litonali,
@saifulraju,
@jihadhasan1,
@shuvo2030,
@shuvo2021,
@razuahmed,
@ranarahman,
@santa14,
@alomgirkabir50 এবং
@saymaakter।
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
Community TEAM
@rme ADMIN ✠ Founder 🔯
@blacks ADMIN Executive Admin ♛
@winkles ADMIN Admin India Region 🇮🇳 ✨
@rex-sumon ADMIN Admin Quality Controller ✨
@hafizullah ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@shuvo35 ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@moh.arif ADMIN Admin Bangladesh Region 🇧🇩 ✨
@rupok MOD Community Moderator 🇧🇩 ✨
@alsarzilsiam MOD Community Moderator 🇧🇩 ✨
@kingporos MOD Community Moderator 🇮🇳 ✨
@nusuranur MOD Community Apprentice Mod♀ 🇧🇩
@tangera MOD Community Apprentice Mod♀
@brishti MOD Community Apprentice Mod♀ 🇧🇩
@shy-fox MOD Extreme Curator 🐺
@abb-school MOD Steem School ✍
@endplagiarism04 MOD Steemit Watcher 🔍
@amarbanglablog MOD Primary Curator ♛♝
@royalmacro MOD Secondary Curator ♝
@curators MOD Secondary Curator ♝
@photoman MOD Secondary Curator ♝
Support
@heroism Initiative by Delegating your Steem Power and get Amazing Support
নেটওয়ার্কের সমস্যার কারণে আমি সম্পূর্ণ বিষয়গুলো থেকে বিরত ছিলাম। তবে রিপোর্টটি পড়ার পর আংশিক তাহলে বুঝতে পারলাম।
যাইহোক ভাই পুরো বিষয়টি আমাদের সামনে আবারও তুলে ধরার জন্য খুবই ধন্যবাদ জানাই আপনাকে যেটি আমার কালকের পুরো বিষয়টাকে পুনরায় তুলে ধরলেন আমাদের সামনে।।
এবারের হ্যাংআউট অত্যন্ত সুন্দর হয়েছে। এ সপ্তাহের হ্যাংআউটে এবিবি স্কুল এবং হিরোইজম সম্পর্কে খুবই সুন্দর ভাবে আলোচনা করেছেন এডমিন মডারেটর গণ। এককথায় এসবের হ্যাংআউট আমার খুবই খুবই ভালো লেগেছে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ ভাই, আমাদের প্রচেষ্টা চলমান থাকবে আরো সুন্দর করার লক্ষ্যে।
সত্যি ভাইয়া বরাবরের মতো আপনি পুরো সপ্তাহের হাংআউট এর পুরো বিষয়গুলো স্তরে স্তরে আমাদের সাথে শেয়ার করেছেন। এবং কি আমাদের মডারেটর গং বক্তব্য গুলো পুনরায় উপস্থাপন করেছেন। আপনার পোস্ট পড়ে ষ দেখি অবশ্য আমরা বুঝতে পারবো যে বৃহস্পতিবার এ কি হয়েছিল। আপনি অনেক নিখুঁতভাবে পোস্টটি করেছেন। আমাদের সাথে এ বিষয়গুলো ভাগাভাগি করে নেওয়ার জন্য ভালোবাসা অবিরাম ভাইয়া।
চেষ্টা করেছি যতটা সম্ভব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ
ভাইয়া সত্যি বলতে হ্যাংআউট এর ভিতরে রূপক ভাইয়ের কথাগুলি খুব ভাল লেগেছিল। একদম গুরুত্বপূর্ণ কথাগুলা ছিল। অনেকেই আমরা এমন হয়ে গিয়েছি যে ঘরে যা রান্না হয় তাই দিয়ে পোস্ট করে দেই আসলে এতে নিজের প্রতিভা কিবা প্রকাশ পায়। নিজের থেকেই অনেক কিছু করে যেতে হবে তাহলেই একটা সময় ভালো কিছু করা সম্ভব বলে আমি মনে করি।
হুম এটা কিন্তু একদম সত্য কথা, কেউ পরিশ্রম করতে চায় না এবং নিজের সৃজনশীলতা প্রকাশের চেষ্টা করেন না। ধন্যবাদ
❤️❤️❤️🙏❤️❤️
দেখতে দেখতে আমার বাংলা ব্লগের ২২ হ্যাংআউট সম্পন্ন হয়ে গেল। আমি খুবই আনন্দিত যে ২০ টাতে আমি উপস্থিত ছিলাম।প্ল্যাটফর্মটা সেই একই থাকলেও পাল্টে গেছে মানুষের চেহারা বদলে গেছে সংখ্যাটা। কালকের হ্যাংআউট টাও ছিল একেবারে জমজমাট আসর। সব মডারেটরদের উপদেশ মূলক কথা কুইজ গান প্রশ্ন উত্তর পর্ব এবং শীতের পিঠা কনটেস্টের পুরস্কার বিতরণী সব মিলিয়ে একেবারে জমজমাট ছিল।আশা করছি পরবর্তী সপ্তাহেও একই সাথে আবার সবাই মিলিত হতে পারব।এভাবে আড্ডা দেবো। সুন্দর একটা সময় কাটাবো। হাফিজ ভাইকে অসংখ্য ধন্যবাদ।এত সুন্দর ভাবে রিপোর্ট উপস্থাপন করার জন্য।
সেটাই কতটা দ্রুততার সাথে আমরা এগিয়ে যাচ্ছি সবাইকে সাথে নিয়ে।
😊😊
আসলে দাদার কথাগুলো খুবই উপকারি ছিলো।যেহেতু কমিউনিটিতে অনেক বেশি নতুন মেম্বারগণ আসছেন সেহেতু এসব লেনদেন নিয়ে সমস্যা হতেই পারে এবং তা স্বাভাবিক।আর এটাও পরিষ্কার করা খুব দরকার ছিলো যে এসবের সাথে কমিউনিটি বা দাদা বা অন্য কেও ই সম্পৃক্ত থাকবেনা, কোনোভাবেই না।তাই নিজের লেনদেন নিজের বিশ্বাস এর উপর করা উচিত, অন্য জনের উপর চাপানো যাবেনা।
হ্যা আপু, আমাদেরকেও এই ব্যাপারে সচেতন থাকতে হবে, উল্টা পাল্টা করে কেউ যেন এর সাথে কমিউনিটিকে যুক্ত করার চেষ্টা না করেন। ধন্যবাদ
এর পরের সপ্তাহে আশা করি কথা বলার সুযোগ পাবো!!❤️❤️
আশা করছি।
হ্যাংআউটে পুরোটা সময় ধরে আমি উপস্থিত ছিলাম ।আমার খুবই ভালো লেগেছে, প্রতি বৃহস্পতিবার অপেক্ষা করি হ্যাংআউটের জন্য। আমি প্রতিটা সময় অনেক আনন্দের সাথে পালন করেছি। খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দর ভাবে হ্যাংআউটি বিস্তারিত আলোচনা করেছেন। আমার খুবই ভাল লাগল। আপনার জন্য শুভেচ্ছা রইলো।
বৃহস্পতিবার মানেই বাড়তি উত্তেজনা এবং হ্যাংআউটে আনন্দময় সময় উপভোগ করা।
এবারে কমিউনিটি হ্যাংআউটে আমি উপস্থিত ছিলাম। তবে আমার এ সপ্তাহে তেমন একটা অ্যাক্টিভিটি ছিলনা। তবে এ বিষয়টি ধরিয়ে দেওয়ার জন্য হাফিজুল্লাহ ভাইকে ধন্যবাদ জানাই। তাছাড়াও কমিউনিটির হ্যাংআউটে উপস্থিত হওয়ার মাধ্যমে কমিউনিটি সম্পর্কে অনেক কিছু জানা ও বোঝা যায়। এবারের হ্যাংআউটে যারা উপস্থিত ছিলেন না তারা হাফিজুল্লাহ ভাইয়ের এই পোস্টটি পড়ে কমিটির হাংআউট সম্পর্কে কিছু ধারণা পেতে পারেন।
এটা সত্য হ্যাংআউটে উপস্থিত থাকা মানে অনেক তথ্য নতুনভাবে জানার সুযোগ পাওয়া। ধন্যবাদ
আসলেই ভাইয়া দাদা এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা আমাদের সবার উদ্দেশে বলেছেন। আর্থিক বিষয়ে আমার বাংলা ব্লগ কখনো কাউকে পরামর্শ দেয় না। লেনদেন করতে গিয়ে কেউ যদি টাকা লস খায় তার দায়ভার কখনো আমার বাংলা ব্লগ নিবেনা।
আমরাও আশা করছি সবাই এই বিষয়টির প্রতি লক্ষ্য রাখবেন এবং অনাকাংখিত পরিস্থিতি হতে নিজেকে দূরে রাখতে সক্ষম হবে। ধন্যবাদ