স্বরচিত কবিতাঃ- " নতুন বছরে "
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। ভালো থাকাটাই হচ্ছে প্রথম কথা। দেখতে দেখতে একটা বছর চলে গেল! নতুন বছরে পদার্পন করলাম। জানুয়ারী মাস হচ্ছে সবচেয়ে শীতল মাস। এই মাসেই শীতের প্রকোপ বেড়ে যায়। যার ফল এখন লক্ষ্য করছি। দুদিন ধরেই সূর্যের দেখা পাচ্ছি না। কুয়াশার সাথে মৃদু বাতাস! এমন অবস্থা কাথার নিচ থেকেই বের হতে ইচ্ছে করে না। যারা গ্রামে থাকেন তাদের অবস্থা বেশ করুণ! আমি যেহেতু গ্রামে আছি শীতের তীব্রতা আসলে বুঝতে পারছি অনেক। ইউটিউব এ নিউজ দেখলাম। এমন ওয়েদার নাকি আরও বেশ কিছুদিন থাকতে পারে। এমন অবস্থা থাকলে জনজীবন অনেকটাই দূর্বিষহ হয়ে যাবে। এই অবস্থায় ছোট থেকে বৃদ্ধ সকলেরই সাবধানে থাকা উচিত! তো এই ঠান্ডার মাঝে চলে আসলাম আপনাদের সাথে কবিতা শেয়ার করার জন্য।
নতুন বছরের আগমনী বার্তা এখনও চলছে। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছি। নতুন বছরে প্রিয় মানুষটা কিন্তু আগের মতোই রয়ে গেছে। তাকে নিয়ে অনুভূতিগুলো পরিবর্তন হয়নি। নতুন বছরে তাকে নিয়ে প্রেমিকের এখনও অনেক আশা। নতুন বছরে প্রেমিক হৃদয় নতুন করেই ভালোবাসতে চাই।
নতুন বছরে
নতুন বছরে তোমাকে দিলাম,
কিছু স্বপ্ন, কিছু আশা।
নতুন বছরে তোমাকে দিলাম,
এক আকাশ ভালোবাসা।
নতুন বছরে তোমাকে দিলাম,
কুয়াশায় মোড়ানো মিষ্টি সকাল।
নতুন বছরে তোমাকে দিলাম,
রঙধনুর সাতরঙ।
নতুন বছরে তোমাকে দিলাম,
সকালের মিষ্টি রোদের উষ্ণতা।
নতুন বছরে তোমাকে দিলাম,
প্রেমময় একগুচ্ছ কবিতা।
নতুন বছরে তোমাকে দিলাম,
সমুদ্রের গভীর নিশীথ।
নতুন বছরে তোমাকে দিলাম,
এক সাথে বাচাঁর অঙ্গীকার।
নতুন বছরে তোমাকে দিলাম,
আমার হৃদয়ে জমানো সব ভালোবাসা।
আশা করছি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে। কবিতাটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌸।
10% beneficary for @shyfox ❤️
ধন্যবাদ সবাইকে
আমি কে?
আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
twitter share
Puss tweet
আমাদের এখানেও বেশি পড়েছে। আজ সারাদিন ঠান্ডা বাতাস হচ্ছে। এই শীতে সবাইকে সাবধানে থাকতে হবে। খুব সুন্দর একটি কবিতা লিখেছেন দেখছি। কবিতাটি দারুন হয়েছে ভাইয়া। কবিতার প্রতিটি লাইন বেশ সুন্দর হয়েছে। নতুন বছরের সবার ভালো হোক সবার মনস্কামনা পূর্ণ হোক এই কামনাই করি। সুন্দর কবিতাটি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।
হুমম, কয়েকদিন ধরেই ঠান্ডা বেশি চারিদিকে। আপনাকে ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য 🌸
ভাইয়া আপনি তো দেখছি নতুন বছরকে সবকিছুই দিয়ে দিয়েছেন। খুবই সুন্দরভাবে ছন্দের সাথে ছন্দ মিলিয়ে কবিতাটি সম্পূর্ণ করেছেন। আমার কাছে ভীষণ ভালো লাগলো কবিতাটি পড়ে। এরকম সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
কবিতাটি পড়ে আপনার কাছে বেশ ভালো লাগলো জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
নতুন বছরে প্রিয় মানুষকে নিয়ে খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতা অনেক দিন পর চোখে পড়ল। প্রত্যেকটা লাইন চমৎকার লিখেছেন। খুবই সুন্দর হয়েছে কবিতা টা। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য 🌸
ভালো লাগার মত একটি কবিতা লিখেছেন।নতুন বছরে কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে পুরাতন বছরকে পেলে সবাই নতুন বছর গ্রহণ করেছে। তবে এটি ঠিক বলেছেন ভালোবাসার মানুষটি আগের মত রয়ে গেল। সুন্দর অনুভূতি এবং চমৎকার ভাষা দিয়ে কবিতাটি লিখে শেয়ার করেছেন আমাদের মাঝে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু চমৎকার মন্তব্য করার জন্য।
খুব সুন্দর একটি কবিতা তৈরি করে শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের অসাধারণ কবিতা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ যেভাবে আপনি আজকের এই সুন্দর কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম আপনার কবি প্রতিভাকে ফুটিয়ে তুলেছে তেমনি এখানে আপনার কাছ থেকে এত সুন্দর একটি কবিতা পড়েও খুবই ভালো লাগছে৷ ধন্যবাদ আপনাকে৷
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে।