স্বরচিত কবিতাঃ " হৃদয়ে তুমি "

in আমার বাংলা ব্লগ3 days ago
আসসালামুআলাইকুম সবাইকে 🌸

White and Blue Smartphone Review Youtube Thumbnail_20241226_180753_0000.png

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো ও সুস্থ্য আছেন। তো ভালো থাকতে পারাটাই হচ্ছে বড় কথা। মাঝে মাঝে ভালো না থাকার কারণ হয়ে দাড়ায়ঁ আমাদের আশেপাশের পারিপার্শ্বিক অবস্থা দেখে। গতকাল রাতে আমাদের দেশের সচিবালয়ে আগুন লেগেছে! সকালে ইউটিউব এ প্রবেশ করতেই চোখে পড়লো এমন নিউজ! আগুন কিভাবে লেগেছে সেটার সুস্পষ্ট ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি। তবে একটা চক্র প্রতিনিয়ত দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। আশা করছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সবকিছু বেরিয়ে আসবে। তবে আগুন লাগার পাশাপাশি আরেকটা নিউজ দেখে খুবই খারাপ লাগলো। আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের এক কর্মীকে ট্রাক চাপা দেয়া হয়। আর ব্যক্তিটি সেখানেই স্পট ডেড! ফায়ার সার্ভিস টিম আসছিল আগুন নেভাতে আর সেখানে একজনকে এভাবে মেরে ফেলা সত্যি বলতে কষ্টদায়ক ব্যাপার।

আর অন্যদিকে না যায়। আজকে আবারো চলে এলাম আপনাদের সাথে একটি কবিতা নিয়ে। কবিতা বরাবরই অনুভূতির বিষয়। আর সে অনুভূতিগুলো ছন্দ আকারে প্রকাশ করতে পারলেই হয়। আমার বাংলা ব্লগে অনেকেই ভালো কবিতা লিখে থাকেন। তাদের শব্দচয়নও যথেষ্ট ভালো। আমি সবসময় চেষ্টা করি সিম্পল শব্দচয়নের মাধ্যমে মনের অনুভূতি কবিতার মাধ্যমে প্রকাশ করার। তো আজকের কবিতায় ভালোবাসার অনুভূতি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। প্রিয়তমার প্রতি ভালোবাসা থাকে অফুরন্ত। প্রিয়তমা পাশে থাকলে জীবন যেন লাগে রঙিন। মনে হয় জীবনের সুখী ব্যক্তিদের একজন। আর প্রেমিকের চাওয়া থাকে প্রিয়তমাকে নিয়েই জীবনের প্রতিটা দিন কাটানোর।

হৃদয়ে তুমি


তুমি এলে মোর জীবনে,
অলিখিত এক শিরোনাম হয়ে।
প্রস্ফুটিত করেছো হৃদয়ের সব আলো,
দিবানিশি শুধু আমি ভেসে যায় তোমায় ভালো।

তুমি এলে মোর জীবনে,
শ্রাবণের বর্ষা হয়ে।
হৃদয়ে জাগালে ভালোবাসার স্পন্দন,
আমি স্বপ্ন বুনি শুধু তোমায় নিয়ে।

তুমি এলে মোর জীবনে,
সকালের কুয়াশাভেজা শীত হয়ে।
উষ্ণ আলিঙ্গনে বেধে রেখেছো,
মায়ার বাধঁনে আমি বাধাঁ এখন।

তুমি আছো বলেই আছে বাচাঁর মানে,
তোমার প্রেমে নিজেকে বেধেঁছি নতুন বাধঁনে।
তুমি হৃদয়ে আছো মনের গহীনে,
ভালোবাসার কবিতা সাজাই সঙ্গোপনে।

আমার ছোট্র জীবনটাকে করেছো রঙিন,
তোমার আমার ভালোবাসা হোক চির অমলিন।
আমার শুধু একটাই চাওয়া জীবনে,
তোমার সাথেই কাটুক জীবনের প্রতিটা দিন।



আশা করছি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ 🌸


10% beneficary for @shyfox ❤️

1000158488.jpg

PUSS COIN:BUY/SELL

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG_4442.JPG

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত তিন বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,কবিতা লেখা,গল্প লেখা ,রিভিউ,ডাই এবং আর্ট করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 days ago 

বাহ ভাইয়া আপনি তো দারুন কবিতা লিখেছেন। কবিতার প্রত্যেকটি লাইন তো দারুন হয়েছে। ভালবাসা কেন্দ্রিক সুন্দর কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। দারুন কবিতাটি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 days ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ কবিতাটি পড়ে মন্তব্য করার জন্য 🌸

 3 days ago 

সাবলীল ভাষায় বেশ দারুন কবিতা লিখেছেন আপনি। কবিতা লেখার অনুভূতিটা অসাধারণ হয়েছে। অনেক সুন্দর ভাবে আপনি গুছিয়ে লিখেছেন প্রত্যেকটা লাইন।

 2 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ

 2 days ago 

অনেক সুন্দর একটা টপিক নিয়ে আপনি এই কবিতাটা লিখেছেন। যেটা পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার লেখা কবিতার প্রতিটা লাইন অনেক সুন্দর ছিল। ভালোবাসার অনুভূতি অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন কবিতার সবগুলো লাইনের মাধ্যমে।

 2 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু কবিতাটি পড়ার জন্য 🌸

 2 days ago 

আপনি তো দেখছি খুব সুন্দর সুন্দর কবিতা লিখেন প্রিয় মানুষকে কেন্দ্র করে। প্রিয় মানুষ থাকলে সুন্দর কবিতা লেখা খুব সহজ হয়। অনেক ভালো লাগলো অনেক কিছু লিখলেন তাকে নিয়ে। এমন সুন্দর অনুভূতি কবিতার মাধ্যমে প্রকাশ করলেন অনেক ধন্যবাদ আপনাকে।

 2 days ago 

লেখার চেষ্টা করলাম আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু 🌸

 2 days ago 

বাহ্ আপনি তো আজকে অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন। আমার তো আপনার লেখা আজকের কবিতাটা অনেক বেশি পছন্দ হয়েছে। অনেক সুন্দর টপিক নিয়ে লিখেছেন কবিতাটি। কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর হয়েছে। আশা করি এরকম কবিতা সবসময় শেয়ার করবেন আমাদের মাঝে।

 2 days ago 

ভালো লাগার মত চমৎকার একটি কবিতা লিখেছেন।হৃদয়ে তুমি কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। তবে সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখেছেন এই কারণে পড়তে অনেক ভালো লাগলো। আসলে প্রত্যেক মানুষের প্রিয়তমা কে নিয়ে আলাদা একটা অনুভূতি থাকে। ধন্যবাদ এত সুন্দর করে কবিতাটি লিখে শেয়ার করার জন্য আমাদের মাঝে।

 2 days ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো আপু 🌸

 2 days ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। এই কবিতার ভাষা আমার কাছে অসাধারণ লেগেছে। কবিতাটি পড়ে ভালো লাগলো।