স্বরচিত কবিতাঃ " ভালোবাসা "

in আমার বাংলা ব্লগ2 days ago

28-11-2024

১৩ অগ্রহায়ণ , ১৪৩১ বঙ্গাব্দ


🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼


স্বরচিত কবিতা_20241128_185858_0000.png

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য থাকার চেষ্টা করছেন। আসলে মাঝে মাঝে পারিপার্শ্বিক অবস্থা ভালো না থাকার কারণ হয়ে দাড়ায়ঁ। দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে সবাই আশা করি অবগত আছেন। ব্যারিস্টার আলিফ হত্যার পর দেশের অবস্থা বলতে গেলে গরম! সাধারণ পাবলিক ইসকন নেতা ও তার অনুসারীদের উপরে ক্ষীপ্ত। আসলে ধর্ম কখনো বলে না মানুষ হত্যা করো। তবে তারাই এ কাজটি করে যারা উগ্রপন্থী ও জঙ্গী। আশা করছি দেশের চলমান পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে ফিরবে।

অনেকদিন পর কবিতার লেখার চেষ্টা করলাম। কবিতা লেখাটা সম্পূর্ণ অনুভূতির বিষয়। বিকাল থেকেই ভাবছিলাম কি লেখা যায়। আমি সবসময় চেষ্টা করি সহজ সরল ভাষায় কবিতা লেখার। মনের অনুভূতি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি। তো আজকের কবিতাটি আসলে ভালোবাসাকে নিয়ে। আসলে ভালোবাসা হৃদয়ে এমন এক অনুভূতির তৈরি করে আমরা সহজেই প্রিয় মানুষটাকে উপলব্ধি করতে পারি। ভালোবাসা বলতে আবার প্রকৃতিকেও বুঝি। আমরা প্রকৃতিকেও ভালোবেসে থাকি।

ভালোবাসা

ভালোবাসা তুমি বৃষ্টিভেজা
সন্ধ্যার ফুটন্ত নীলপদ্ম।
ভালোবাসা তুমি শরৎ এর
সদ্য ফোটাঁ কাশফুল।
ভালোবাসা তুমি রোজ সকালে
অদৃশ্য স্পর্শে উদ্ভাসিত করো সত্য।

ভালোবাসা তুমি নীলিমার সাতরঙ
হৃদয়ে হৃদয়ে তুলো প্রতিধ্বনি।
ভালোবাসা তুমি শীতের সকালে
সোনালী রোদ্দুর।
ভালোবাসা তুমি ফুটন্ত তাজা
গোলাপের সুঘ্রাণ।

ভালোবাসা তুমি কুয়াশার ভোরে
রোদ্র ছায়ার খুনসুটি।
ভালোবাসা তুমি শেষ বিকেলে
চায়ের পেয়ালায় আদরমাখা আলাপ।
ভালোবাসা তুমি চিরদিন আমার
ভালোবাসা তুমি ভালোবাসো আমায়
এ কথা শুধু জানি।

ভালোবাসা তুমি জ্যোৎস্না রাতের
মিটমিটি তারার সম্ভার।
ভালোবাসা তুমি কবিতার শিরোনাম
ছন্দে ছন্দে অনুভূতির প্রকাশ।


আশা করছি আজকের কবিতাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ ☘️



10% beneficary for @shyfox ❤️

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ধন্যবাদ সবাইকে



WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg

আমি কে?

IMG_4442.JPG

আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। বর্তমানে ডুয়েটে অধ্যয়নরত আছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক,
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

আপনি তো দেখছি দারুন ভালোবাসার কবিতা লিখেছেন। যেন ভালোবাসার ফুল ফুটে গেছে মনের অনুভূতিতে। কবিতার লাইনগুলো জাস্ট অসাধারণ। একদম মন ছুঁয়ে যাওয়ার মতো ছিল কবিতাটা।

 2 days ago 

বাহ দারুন একটি কবিতা লিখলেন আপনি। অনেকদিন পর আপনার কবিতাটি পড়তে পেরে খুবই ভালো লেগেছে। কবিতার মধ্যে সুন্দর সুন্দর অনুভূতি শেয়ার করলেন। অসাধারণ ছিল কবিতাটি।

 2 days ago 

ভালোবাসা নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। কবিতার ভাষাগুলো অসাধারণ ছিল। এই কবিতাটি পড়ে তাই ভালো লেগেছে আমার।

 15 hours ago 

বিভিন্ন রকম টপিক নিয়ে কবিতা লেখা হলে খুব ভালো লাগে পড়তে। আর যদি ভালোবাসার কবিতা হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে। আমি কবিতা লিখতে অসম্ভব পছন্দ করি, আর কবিতা পড়তেও আমার কাছে খুব ভালো লাগে। আপনার কবিতার প্রত্যেকটা লাইন ছন্দের সাথে ছন্দ মিলিয়ে অনেক বেশি সুন্দর করে লিখেছেন। কবিতাটা যতই পড়ছিলাম, ততই খুব ভালো লাগছিল। আপনার লেখা আজকের এই কবিতা পড়ার সময় আমি তো কবিতার মাঝেই হারিয়ে গিয়েছিলাম।

 14 hours ago 

বাহ আপনি তো ভালবাসা নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।ভালোবাসা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে কবিতার মাধ্যমে নিজের সুন্দর অনুভূতি প্রকাশ করা যায়। আপনার কবিতার প্রতিটি লাইন পড়ে সত্যি অনেক ভালো লেগেছে আমার কাছে। সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।