বিপদে পরলেই আওয়াজ তুলুন

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

বিপদ একটা ভয়। আর ভয় এমন একটা জিনিস। যেটা আপনি যতো বেশি আপনার কাছে চাইবেন, ততো বেশি আপনার কাছে আসবে। অর্থাৎ এটা অনেকটা লম্বা সুতার মতোন। আপনি যতো টানবেন ততো আপনাকে জড়িয়ে ধরবে। আপনি যদি কেটে ফেলে দেন। তাহলে আপনাকে আর জড়িয়ে ধরতে পারবে না। কিন্তু যতো বেশি আপনি ওই জিনিসটার কাছ থেকে নিজেকে ছাড়াতে চাইবেন আলতো হাতে। ততোই আপনাকে জড়িয়ে ধরবে। অনেকটা যেমন আপনি কোনো সুতার বান্ডিল এর মধ্যে যদি নিজেকে আবিষ্কার করেন। তখন যদি আপনি হাত-পা ছোড়াছুড়ি করেন। তখন আসলে আপনি তাতে আরো বেশি জড়িয়ে পরবেন। কিন্তু আপনি যদি কোনো ধারালো অস্ত্র দিয়ে সেই সুতাটিকে কেটে ফেলেন। তাহলে কিন্তু আপনি সেখান থেকে মুক্ত হতে পারবেন।

ভয় জিনিসটাও ঠিক তাই। অর্থাৎ আমাদেরকে মানুষ ভয় দেখাতে চায় এবং আমরা ভয় পেতে চাই বলেই আমরা ভয় পাই। অর্থাৎ তারা কেনো ভয় দেখায়? কারণ তারা অযোগ্য, তাদের কোনো শক্তি নেই লড়াই করার। তাই তারা ভয় দেখায়। এটা কখনোই ভুলবেন না। অর্থাৎ যারা কাপুরুষ তারাই মূলত মানুষকে ভয় দেখায়। তার কারণ তাদের কোনো মেরুদন্ড নেই। তাদের সবসময়ই একে ওকে ভয় দেখিয়ে, তবেই তাদের কাজ হাসিল করতে হয় মেরুদণ্ডহীন।

তাই যখন ভয় পাবেন এবং আপনারা বিপদে পরবেন। তখন আপনাদের আওয়াজ তুলতে হবে কারণ ওই যে একটা কথা আছে যে, একতাই শক্তি। তাই আপনি যদি বিপদে পরেন। তাহলে সর্বপ্রথমেই আপনার গলার জোর বাড়াবেন এবং আপনার আশেপাশের সবাইকে আওয়াজ দিবেন। কারণ তারা এটাই চায় যে, আপনি যেনো ভয়ে চুপচাপ হয়ে যান। আর এটাই আপনি কোনোভাবে কোনো মূল্যই করবেন না। কারণ তারা চায় না তারা একতার সম্মুখীন হোক। কারণ তাদের একতার সম্মুখীন হওয়ার সাহস নেই বলেই আপনাকে একলা ভয় দেখাতে আসে।

তাই যখন ই বিপদে পরবেন। তখনই আপনার আশেপাশের সকলকে জড়ো করবেন, একসাথে হবেন। একতা শক্তি এটাই দেখাবেন। এতে করে দেখবেন, যে আপনাকে ভয় দেখাতে এসেছে, যে আপনাকে বিপদে ফেলতে এসেছে। তারা নিজেরাই লেজ গুটিয়ে নিজেদের প্রাণ বাঁচাতে পালাবে। কারণ ওই যে বললাম, তারা কিন্তু মেরুদণ্ডহীন। তারা একটা কাজই পারে। সেটা হচ্ছে মানুষকে বিপদে ফেলার চেষ্টা করা এবং ভয় দেখানো। আর এটাকেই আপনারা কোনোভাবেই ভয় পাবেন না। কারণ একতা অনেক বড় একটি শক্তি। তাই বিপদে পরলেই একতাই শক্তি, এটাকেই কাজে লাগাবেন।