শিক্ষা প্রতিষ্ঠান

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


image.png



লিংক

আসলে প্রাচীনকালে মানুষের শিক্ষা সম্পর্কে এত ধারণা ছিল না। যত সমাজ আধুনিক হয়েছে ততো মানুষ শিক্ষার প্রয়োজনীতা বুঝতে শিখেছে। আসলে পৃথিবীর সকল ক্ষেত্রে শিক্ষার প্রয়োজন। শিক্ষা ছাড়া জাতি কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না। কারণ জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা শিক্ষার প্রয়োজনীয়তা বুঝি এবং সেই শিক্ষাকে প্রয়োগ করি। তাইতো সমাজ যত শিক্ষিত সেই সমাজ তত সামনের দিকে এগিয়ে থাকে। আর এই জন্য তৈরি হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আসলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কাজ হল মানুষের মাঝে শিক্ষা বিনামূল্যে প্রদান করা। এছাড়াও মানুষ যাতে শিক্ষার প্রয়োজনীয়তা বোঝে সেসব বিষয়ক ধ্যান ধারণা দেওয়া। আসলে জাতি যদি শিক্ষিত না হয় তাহলে সেই জাতি সব সময় পিছনে পড়ে থাকে। এছাড়াও শিক্ষিত সমাজ সব সময় উন্নত ধরনের চিন্তা ধারণার জন্য শিক্ষিত সমাজ সব সময় উন্নত ধরনের চিন্তা ভাবনা করে।



কিন্তু বর্তমান সময়ে শিক্ষা প্রতিষ্ঠান একদম ব্যবসায় রূপান্তরিত হয়েছে। আসলে শিক্ষা সবসময় বিনামূল্যে দান করা উচিত। কিন্তু বর্তমানে শিক্ষা পাওয়া যায় টাকার বিনিময়ে। যার কাছে যত বেশি টাকা আছে সে তত বেশি শিক্ষিত। অর্থাৎ যে যত বেশি টাকা খরচ করতে পারবে সে ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। আসলে এখন বর্তমানে যেসব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে নাকি ভালো শিক্ষা প্রদান করা হয় না। আর বেসরকারি যেসব বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে নাকি উন্নত ধরনের শিক্ষা প্রদান করা হয়। কিন্তু এর ফলে যারা গরীব শ্রেণীর লোক তারা কখনো সুস্থ-শিক্ষা গ্রহণ করতে পারছে না।


আসলে শুধুমাত্র ধনী শ্রেণীর লোকেদের শিক্ষা গ্রহণ করলে দেশ কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। দেশের সব লোককে শিক্ষিত হতে হবে। কেননা যে দেশের যত কম সংখ্যক শিক্ষিত মানুষ রয়েছে সেই দেশ তত পিছিয়ে থাকে। তাইতো আমরা দেখতে পাই যে বিভিন্ন উন্নয়নশীল দেশ যেখানে অশিক্ষিতর হার খুবই কম। আর এর ফলে তারা অন্যান্য দেশ অপেক্ষা অনেক সামনের দিকে এগিয়ে থাকে। আসলে শিক্ষার প্রধান কাজ হল মানুষের মনের বিকাশ ঘটানো। অর্থাৎ যারা মনের বিকাশ ঘটাতে সক্ষম হয় তারা সবসময় উন্নত ধরনের চিন্তাভাবনা করতে সক্ষম হয়। আসলে উন্নত ধরনের চিন্তাভাবনা না হলে মানুষ কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না। এছাড়াও অশিক্ষিত লোক কোনটা ভালো এবং কোনটা মন্দ এসব পার্থক্য সঠিকভাবে বের করতে পারে না।

আর এই জন্য বর্তমানে সরকারের বিভিন্ন উদ্যোগে বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুষ্ঠু শিক্ষা প্রদান করা হচ্ছে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একদম বিনামূল্যে করা হয়েছে। যার ফলে দেশের গরীব মানুষ থেকে শুরু করে ধনী মানুষ সবাই এইসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। আসলে এভাবে যদি শিক্ষিতর হার বাড়ানো যায় তাহলে আমরা কখনো অন্যান্য দেশ অপেক্ষা পিছিয়ে থাকবো না। বরং আমরা পৃথিবীর সকল দেশের মধ্যে নিজের দেশকে প্রথম দিকে নিয়ে আসতে পারবো। আসলে শিক্ষার গুরুত্ব তখনই আমরা বুঝব যখন আমরা সেই শিক্ষা গ্রহণ করে বাইরের বিভিন্ন কাজে বের হব। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে সঠিকভাবে পরিচালনা হয় সেদিকে সরকারের সুদৃষ্টি রাখতে হবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
 3 months ago 

সঠিক বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বর্তমান বাণিজ্যিক প্রতিষ্ঠানের রূপ নিয়েছে। সবাইকে সুশিক্ষিত করতে হবে, না হলে জাতি কখনো এগিয়ে যাবে না। একটা জাতি এগিয়ে যেতে হলে জনগণকে জনসম্পদে রূপ নিতে হবে। শুধু ধনির ছেলে মেয়েরা শিক্ষিত হবে আর গরীবের ছেলে মেয়েরা অশিক্ষিত থাকবে ব্যাপারটা এমন নয়। শিক্ষার দিকে সবাইকে সমহারে ঝুঁকতে হবে। আজকে খুবই চমৎকার একটি বিষয় নিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে।