কাজে ফাঁকি দিলে নিজেরই ক্ষতি

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ফাঁকি সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


exam-5893785_1280.webp



লিংক

আসলে জন্মের পর থেকে আমরা এই পৃথিবীতে এসে এই পৃথিবীটাকে আস্তে আস্তে চিনতে শুরু করি। প্রথম অবস্থায় আমরা দেখি যে সবাই দিনরাত চারিদিকে ছুটে বেড়াচ্ছে। তখন হয়তোবা এই ছুটে চলার মর্ম আমরা বুঝতাম না। কেননা আমাদের জীবনে তখন কোন ধরনের কোন রকম টেনশন ছিল না। সবাই মিলে অনেক বেশি আনন্দে দিন কাটাতে চেষ্টা করতাম। আসলে আস্তে আস্তে যখন আমরা বড় হচ্ছি তখন মনে হচ্ছে যেন আমাদের জীবনে সবকিছু পরিবর্তন হতে শুরু করেছে। অর্থাৎ আমরা যখন বড় হচ্ছি তখনই আমাদের কাজকর্ম বেড়ে যাচ্ছে এবং সংসারের প্রতি দায়িত্ব অনেক বেশি বেড়ে যাচ্ছে। আসলে আমাদের জীবনে অবশ্যই এই পৃথিবীটাকে জেনে নিয়ে পৃথিবীর সবার সাথে তাল মিলিয়ে একসাথে কাজ করতে হবে। কেননা আমরা যদি কাজ না করে অলসের মতো পড়ে থাকি তাহলে আমাদের জীবনটা কখনো উন্নতির দিকে এগোবে না।


আর এজন্য আমরা যখন আস্তে আস্তে জ্ঞান অর্জন করে বাইরে কাজকর্ম করার জন্য বের হই তখন এই পৃথিবীতে আমরা দেখতে পাই যে সবাই দিনরাত কাজের পিছনে ছুটে বেড়ায়। আসলে এই পৃথিবীতে কিন্তু সবাই মনোযোগ দিয়ে কাজ করতে পারে না। কেউ কাজ করে অর্থ উপার্জনের জন্য আবার কেউ কাজ করে কাজকে ভালোবেসে। আমার মনে হয় যে যারা বেশি কাজকে ভালোবেসে কাজ করে তারাই কিন্তু জীবনে উন্নতি লাভ করতে পারে। কেননা কাজের প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে সেই কাজে মনোযোগ কখনো আসে না এবং কোন কাজে যদি মনোযোগ না থাকে সেই কাজ যদিও সম্পূর্ণ হয় তবুও কিন্তু মনের মতো করে সেই কাজটা হয় না কখনো। আর এই কাজের ক্ষেত্রে আমরা যদি কাজ করাকে গুরুত্ব না দিয়ে কাজের ফাঁকি দিয়ে বেড়াই তাহলে এর ফল কিন্তু পরবর্তীতে আমাদের ভোগ করতে হবে।


আসলে যারা জীবনের সময়কে ফাঁকি দেয় এবং কাজ করার সময়টাকে তারা বিভিন্নভাবে সময় নষ্ট করে ঘুরে বেড়ায় তারা কিন্তু জীবনেও কখনও উন্নতি লাভ করতে পারে না। কেননা আপনি যদি একবার কাজে ফাঁকি দেন তাহলে সেই কাজের ফাঁকিতে আপনাকে নিজেকেই পড়তে হবে। কেননা আপনার জন্য কিন্তু অন্য কেউ কখনো কোনো রকমের অনুতপ্ত হবে না। আসলে প্রত্যেকটা কাজ যদি মনোযোগ দিয়ে করতে পারেন তাহলে কিন্তু জীবনে অবশ্যই আপনি উন্নতি লাভ করতে পারবেন এবং সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। এই পৃথিবীতে যারা কাজের ফাঁকি দেয় তারা কিন্তু সবসময় পিছনের দিকে পড়ে থাকে এবং লোকজন তাদেরকে সবসময় ঘৃণা করে। কেননা আপনি যদি সব সময় কাজের ফাঁকি দিতে থাকেন তাহলে লোকজন আপনাকে দিয়ে আর কোন ধরনের কোন কাজ করাতে চেষ্টা করবে না।


কেননা লোকজন আপনাকে দেখলেই মনে করবে যে আপনার দ্বারা কোন কাজ হবে না এবং আপনি সবসময় সকল ধরনের কাজে ফাঁকি দিয়ে থাকেন। আসলে এজন্য আমরা সমাজ থেকে অনেকটা বাইরে চলে আসব এবং আমাদের এই পৃথিবীতে আর কেউ কখনো কোন ধরনের কাজ দেবে না। তাইতো আমরা সবসময় চেষ্টা করব যে আমাদের জীবনটাকে কি করে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং সবসময় মনোযোগ দিয়ে কাজ করা যায়। কেননা আমরা যদি মনোযোগ দিয়ে কাজ করি এবং কাজে কোন ফাঁকি না দেই তাহলে সবাই আমাদেরকে ভালবাসবে এবং পরবর্তীতে আমাদের দিয়ে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করাতে চেষ্টা করবে। এজন্য জীবনের প্রতিটা সময়ের সদ্ব্যবহার করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং সকল ধরনের কাজ মনোযোগ দিয়ে করতে হবে।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।