সন্ধ্যায় আমাদের ফুচকা পার্টি

in আমার বাংলা ব্লগ4 days ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজ সন্ধ্যায় বাসায় ফুচকা পার্টি করেছিলাম।যখন শহরে ছিলাম ফুচকা খেতে মন চাইলেই রেস্টুরেন্টে যেতাম বা বাসায় বসে অর্ডার করতাম।কিন্তু গ্রামে এমন ব্যবস্থা নাই।তাই চাইলেই ফুচকা খেতে পারিনা।বাসায় বানিয়ে খেতে হয়।আমার ছেলে ফুচকা পাগল। সে ভিষন পছন্দ করে ফুচকা খেতে তাই বাসায় মাঝেমধ্যে তাকে ফুচকা বানিয়ে খাওয়াই।আমার চাচাতো ভাইয়ের মেয়ে শহরে থেকে পড়াশোনা করে।ছুটিতে বাড়িতে আসছে।

1000017266.jpg

আজকে আমার সেই ভাইয়ের মেয়ে সন্ধ্যায় বলছিলো ফুফি আঝকে কিছু একটা খাবার বানান।বাসায় ফুচকা আছে তাই সন্ধ্যায় সবার জন্য ফুচকা বানিয়ে ফেললাম।যদিও একদমই ইচ্ছে করছিল না রান্নাঘরে যেতে কেননা শরীরটা প্রচুর খারাপ খুবই ঠান্ডা লেগেছে। গলাও ব্যাথা করছে খুব।কিন্তু কি আর করার সবাই খেতে চাইছে তাই সবকিছু উপেক্ষা করে সবার জন্য ফুচকা বানিয়েছি।

1000017265.jpg

1000017267.jpg

1000017263.jpg

বাসায় চটপটির ডাল শেষ হয়ে গেছে তাই শুধু আলু ভর্তা দিয়ে ফুচকা বানিয়েছি। অনেকগুলো ফুচকা বানিয়েছিলাম কেননা আমরা অনেকজন ছিলাম।যদিও রেস্টুরেন্টের মতো হয়নি তবে বাসায় তৈরি যে কোনো খাবারই মজার এবং স্বাস্থ্যকর হয়।আমরা সবাই খুবই মজা করে খেয়েছি।বিশেষ করে আমার ছেলে খুবই মজা করে খেয়েছে।আর সবাইকে দেখলে নিজেরও অনেক ভালো লাগে।

1000017268.jpg

1000017264.jpg

যাইহোক সবাই মিলে এমন খাওয়া দাওয়া করলে অনেক সুন্দর মুহূর্ত কাটে এবং সবার মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায়। আমরা সবাই মিলে খুবই সুন্দর মুহূর্ত কাটিয়েছি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000119.gif

1000000118.png

Sort:  
 3 days ago 

বাসায় তৈরি করা খাবার আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমি ফুচকা খেতে অনেক পছন্দ করি তবে বাইরের ফুসকা আমি খাই না।আমি যতদূর সম্ভব ঘরোয়া পদ্ধতিতে এগুলা তৈরি করে খাই। ঘরোয়া যে কোন জিনিসে আমাদের জন্য অনেক উপকার বাইরের জিনিসের চেয়ে।আপনারা সবাই আনন্দ করেছেন এটা বুঝতেই পারছি। ধন্যবাদ আপু এত সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।

 3 days ago 

আমার আবার দোকানের দই ফুচকা খেতে ভীষণ ভালো লাগে আপু। তবে ঘরে তৈরি যে কোনো খাবারই অনেক স্বাস্থ্যকর। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 days ago 

শরীর যেমনই থাকনা কেন বাড়িতে লোকজন এলে।রান্না তো করতেই হয়। আমিও করি। আপনার আমার মতো হয়তো সমস্ত বউদেরই করতে হয়। কারণ সবার খেয়াল রাখাই আমাদের কর্তব্য৷ যাইহোক আপু সবার জন্য গুছিয়ে ফুচকা রেডি করেছেন এটাই আনন্দের৷ ভালো থাকবেন আপু।

 3 days ago 

একদম ঠিক বলেছেন আপু বাসায় মেহমান আসলে যতই অসুস্থ থাকি না কেন তাদের আপ্যায় তো করতেই হয়। তাইতো অসুস্থ থাকলেও সবার জন্য ফুচকা বানিয়েছিলাম। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 4 days ago 

ফুচকা আমার অনেক প্রিয় একটি খাবার। আমি মাঝেমধ্যে কোন মেলা ভ্রমন করতে গেলে ফুচকা খেতে ভুলিনা। বিভিন্ন রকমের সবজি এর ভেতরে দেয় যার জন্য বেশি ভালো লাগে। আপনাদের সুন্দর একটি প্রোগ্রাম দেখে ভালো লাগলো।

 3 days ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য। ফুচকা আমারও পছন্দের খাবার।

 4 days ago 

বাসায় তৈরি যেকোন খাবার স্বাস্থ্যকর এবং পুষ্টিকর।
আপনাদের ফুসকা পার্টি দেখে সত্যিই ভালো লাগলো।
আমি নিজে তেমন ফুসকা পছন্দ করি না, কিন্তু আমার স্ত্রী ফুসকা ভীষণ পছন্দ করে। যাইহোক চমৎকার অনুভূতি এবং লোভনীয় খাবার নিয়ে পোস্ট করার জন্য ধন্যবাদ।

 3 days ago 

আপনার পছন্দ করতে হবে না ভাবি পছন্দ করে এটাই অনেক। ভাবীর সঙ্গে কখনো দেখা হলে জমিয়ে ফুচকা খাওয়া যাবে। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 4 days ago 

ফুচকা আমার কাছে বেশ ভালো লাগে। আর ঝাল ঝাল হলে তো কোন কথাই নেই। আপনি বেশ সুন্দর করে আপনাদের ফুচকা খাওয়ার সময়টুকু আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফুচকা পাটি দেখে আমার নিজেরও বেশ ফুচকা পাটি করতে মনে চাইছে। ধন্যবাদ সুন্দর এই পোস্টটি শেয়ার করার জন্য।

 3 days ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 days ago 

বাহিরের ফুচকা খাওয়ার চেয়ে বাসায় এভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে ফুচকা তৈরি করে খাওয়া অনেক ভালো। আপনি এবং আপনার ছেলে ফুচকা বেশ পছন্দ করেন জেনে ভালো লাগলো। ফুচকা কমবেশি সবারই পছন্দ। আপনার ফটোগ্রাফি তে দেখে তো আমারই খেতে ইচ্ছে করছে। ফুচকা পার্টির মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 days ago 

আমার মনে হয় আপনিও আমার ছেলের সাথে ফুচকা খেতে পারবেন না। ও এত পরিমাণে ফুচকা খেতে পছন্দ করে। যাই হোক ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 days ago 

আমার জানা মতে মেয়েদের সব থেকে পছন্দের খাবার হচ্ছে ফুচকা। ফুচকা খেতে আমার ও খুব ভালো লাগে, আমার ও পছন্দের খাবার বলতে পারেন।ওয়াজ মাহফিলে, মেলায় ঘুরতে গেলে আমি ফুচকা খাওয়া বাদ দেই না। আপনার পোস্টটি পড়ে বুঝতে পারলাম আপনারা সবাই অনেক আনন্দ করেছেন।

 3 days ago 

হ্যাঁ ভাইয়া সবাই মিলে অনেক আনন্দ করেছি এবং সেই সাথে আমাদের পছন্দের ফুচকা খেয়েছি। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 days ago 

মুখরোচক খাবারের ভিতরে ফুচকা অন্যতম একটি খাবার। সবার জন্য আপনি ফুসকর আয়োজন করেছেন দেখে অনেক ভালো লাগলো। হয়তোবা আপনার এই আয়োজন দেখে সবাই অনেক খুশি হয়েছে।

 2 days ago 

জ্বি ভাইয়া এই আয়োজনে সবাই অনেক খুশি হয়েছিল। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।