ছাদে গাছ লাগানোর অনূভুতি🪴
"হ্যালো",
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। ছোটবেলা থেকেই গাছের প্রতি একটা আলাদা ভালোলাগা কাজ করে।ছোট থেকেই বাসাতে বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগাতাম।একটা সময় আমার বাড়িতে এত পরিমানের ফুলের গাছ ছিল যে পুরো গ্রামের মানুষ আমার কাছ থেকে বিভিন্ন অনুষ্ঠানে ফুল নিয়ে যেত।গ্রামের অনুষ্ঠানগুলোতে খুব বেশি ফুলের প্রয়োজন পড়তো না তবে যেটুকু প্রয়োজন পড়তো আমার বাড়িতে আসলেই পেয়ে যেত। আমার বাবা ছিল খুবই সৌখিন যেখানে ফুলের গাছ দেখত আমার জন্য নিয়ে আসতো। বাবার উদ্যোগে আমি খুবই খুশি হতাম।
একবার আমার খুব ভালোভাবে মনে আছে আমার ছোট তখন কেবলমাত্র হামাগুড়ি দিতে শিখেছে। আমার অনেক সুন্দর একটি খয়রি রঙের গাঁদা ফুলের গাছ ছিল। আমি তখন স্কুলে চলে গেছি। এসে দেখি পুরো গাছের ফুল ছিড়ে ও খেলেছে। বাসায় এসে গাছ দেখার পর আমি এত পরিমানে কান্না করেছিলাম যেটা বলে বোঝাতে পারবো না। বিয়ের পরও শ্বশুরবাড়িতে গিয়ে নতুন করে কোনো গাছ লাগাতে হয় নাই কেননা আমার শ্বশুর ভীষণ সৌখিন একজন মানুষ। উনি পুরো বাড়ি বিভিন্ন গাছ দিয়ে ভরে রাখতেন।
এরপর আমি যখন নতুন বাসায় উঠলাম তখন আমার ছোট বেলকনিটাকেও অনেক সুন্দর করে ফুল গাছ দিয়ে এবং মরিচের চারা, বেগুনের চারা ইত্যাদি দিয়ে সাজিয়ে ফেলেছিলাম। নতুন বাড়ি করেছি এটাতো আপনারা সবাই জানেন। বাড়ির সামনের অংশটুকু পুরোটাই ছাদ দেওয়া হয়েছে আর পিছনে দেওয়া হয়েছে টিন। ছাদটা মোটামুটি অনেক বড়। ভাবলাম ছাদটাকে অযথা ফেলে না রেখে কাজে লাগাই। তাই একদিন বাজারে গিয়ে বেশ কিছু মরিচার চারা,বেগুনের চারা, টমেটোর চারা, এছাড়া বেশ কয়েকটি ফুলের গাছ এবং পালং শাকের বীজ।
যদিও এখন যে ফটোগ্রাফি গুলো শেয়ার করছি সেগুলো অনেকটা আগের। এখন আমার ছাদের গাছগুলো অনেক সুন্দরভাবে বেড়ে উঠেছে। খুব তাড়াতাড়ি শেয়ার করব পুরো ছাদের ফটোগ্রাফি শেয়ার করার। ইচ্ছা আছে পুরো ছাদটাকে আমি অনেক সুন্দর ভাবে সাজাবো। ছোট হয়েছে তো কি হয়েছে ইচ্ছে বা শখ থাকলে ছোট কোনো জিনিসকেও সুন্দর করে সাজানো যায়।যাইহোক বাগান করতে আমার খুব ভালো লাগে। আপনারা কে কে আমার মতো বাগান করতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/HiraHabiba67428/status/1869821044716122310?t=EEk0INomALcCRfTfWYBJfg&s=19