পড়ন্ত বিকেলে আমাদের ঘোরাঘুরি ❤️

in আমার বাংলা ব্লগ2 days ago (edited)

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আমরা কমবেশি সবাই ঘুরতে পছন্দ করি। তবে গ্রামে আসার পর থেকে ঘোরাঘুরি করার খুব একটা প্রয়োজন পড়ে না। শহরের যখন বদ্ধ পরিবেশে ছিলাম তখন মাঝে মধ্যে ইচ্ছে করত কোথাও খোলামেলা পরিবেশে গিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নেই। সেটা অবশ্য গ্রামে এসে একবারও ফিল করিনি। তারপরও পরিবারকে নিয়ে বাহিরের সময় কাটাতে বেশ ভালো লাগে আমার। যদিও ইচ্ছে ছিল বিজয় দিবসে ঘোরাঘুরি করব। তবে সবকিছু মিলিয়ে হয়ে উঠেছিল না। তাই গতকাল গিয়েছিলাম পরিবার নিয়ে ঘুরতে।

1000016533.jpg

1000016523.jpg

আমাদের গ্রামের আশেপাশে তেমন কোনো ঘোরার জায়গা নেই। তবে অনেক সুন্দর কিছু রাস্তা আছে যার চার চারপাশে শুধু ফসলের ক্ষেত।মাঝখান দিয়ে কাঁচা পাকা রাস্তা। এ রাস্তা গুলোয় ঘুরতে আমার বেশ ভালো লাগে।বাবুতো তো সব সময় ঘুরতে পছন্দ করে। তো আমরা আমাদের সেই পছন্দের রাস্তায় গিয়েছিলাম। আমার গ্রাম থেকে কিছুটা দূরে। আমরা সেখানে গিয়ে বেশ কিছু ফটোগ্রাফি করেছি নিজেদের। আসলে পড়ন্ত বিকেলে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আসছিল যে এত এত ফটোগ্রাফি করে আমাদের মন ভরছিল না।

1000016525.jpg

1000016529.jpg

1000016515.jpg

ফটোগ্রাফি করতে গেলে সব থেকে বড় ঝামেলা হয় সেটা হচ্ছে ছেলেকে নিয়ে কারণ সে তো কিছুতেই ফটোগ্রাফি করতে চায় না। সামনে ক্যামেরা অন হলে ওর যেন দুষ্টুমি বেড়েই চলে। আজ পর্যন্ত ওর খুব ভালো ছবি আমি তুলতে পারিনি। অনেকক্ষণ আমি আর ওর বাবা চেষ্টা করলাম ওর একটু একার ছবি তোলার। কিন্তু কিছুক্ষণ যুদ্ধ করার পরও আমরা সফল হতে পারিনি। যাইহোক ত্যারা বাঁকা যেটাই পেরেছি সেটাই তোলার চেষ্টা করেছি।আপনারা হয়তো ফটোগ্রাফি গুলোতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন ওর মুভমেন্টগুলো। এরপর কিছু ফ্যামিলি ফটোগ্রাফি করলাম। এরপর সেখান থেকে অন্য একটি রাস্তায় ঘুরতে গেলাম। প্রায় সন্ধ্যা পর্যন্ত আমরা ঘুরেছিলাম।

1000016634.jpg

1000016635.jpg

এরপর বাজারে এসে কিছু খাবার নিয়ে চলে এসেছিলাম বাসায়। সব মিলিয়ে খুবই সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছি। সত্যি পরিবারের সাথে কাটানো এই সময় গুলো খুবই মধুর।সবার পরিবারের সাথে সময় ভালো কাটুক এ প্রত্যাশাই করছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

1000000117.png

1000000119.gif

1000000116.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 18 hours ago 

খোলামেলা গ্রামীণ পরিবেশে সময় কাটাতে সত্যিই অনেক ভালো লাগে। আর আপনি এত সুন্দর করে সময়গুলো কাটিয়েছেন আর মুহূর্তগুলো তুলে ধরেছেন দেখে ভালো লাগলো আপু। আপনাদের সবাইকে দেখতে খুবই সুন্দর লাগছে। সায়ন বাবা তো অনেক বড় হয়ে গেছে আপু।