অনলাইন থেকে থ্রিডি টেবিল ম্যাট, চেয়ারের কাভার কেনার অভিজ্ঞতা
"হ্যালো",
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম যেহেতু আমি আমার দৈনন্দিন কর্মকাণ্ড এবং নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা গুলো কিংবা আশেপাশের ঘটনাগুলো প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি। গত কয়েকদিন আগে আমি অনলাইন থেকে থ্রিডি টেবিল ম্যাট চেয়ারের কাভার এবং টেবিলে দেওয়া সুন্দর একটি পলি কিনেছিলাম। আর সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব।
এখন কেনাকাটা আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে গিয়েছে। বাজারে গিয়ে ঘোরাঘুরি করে সময় অপচয় করে কেনাকাটা করতে হয় না। এমন কোনো জিনিস নেই যে যেটা অনলাইনে পাওয়া যায় না। হ্যাঁ কিছু ফেক পেইজ আছে যারা শুধুমাত্র বিকাশ নিয়ে ব্লক করে দেয়।এক্ষেত্রে আপনাকে অবশ্যই পেইজে রিভিউ এবং তাদের ভিউ দেখতে হবে। যেহেতু আমি নতুন বাড়ি করেছি তাই একটু একটু করে বাড়িটাকে নিজের মত করে সাজানোর চেষ্টা করছি এজন্য আপনাদের সাথে এখনো বাড়ির ফটোগ্রাফি শেয়ার করা হয়নি। আমার বাড়িতে আহামরি কিছু করিনি তবে নিজের মতো করে গুছিয়ে নিয়েছি আর কি।
আমার ডাইনিং টেবিলটি কাঁচের। আর বাবু ভীষণই দুষ্ট। তাই টেবিল কে সুরক্ষিত রাখতে আমি সব সময়ই কাভার ব্যবহার করি। ইতিমধ্যে আমার সোফা এবং টেবিলের জন্য তুর্কির কাভার আছে। কিন্তু অনেকদিন ধরে দেখতে দেখতে কেমন জানি আর ভালো লাগছে না। অনেকদিন ধরে এই টেবিল ম্যাট গুলো চোখের সামনে ঘোরাঘুরি করছিল। অনেককেই দেখছি ভালো রিভিউ দিচ্ছেন। অনেকদিন ধরে নিব নিব করছিলাম কিন্তু সময় সুযোগ হয়ে উঠছিল না।
অবশেষে আমার পছন্দের সেই টেবিল কাভার অর্ডার করেই ফেলি।গতকাল সন্ধ্যায় পার্সেল টা পেয়েছি।প্রথমে একটু সমস্যায় পরেছিলাম সেটা হচ্ছে যেহেতু আমি গ্রামে নিয়েছি ডেলিভারি ম্যান একটু ঝামেলা করছিলো।পরে অবশ্য বকশিস দিতে চাওয়ায় দিয়েছে।যদিও গ্রামের ঠিকানাই দেওয়া ছিলো ওই একটু টাকা নিবে তাই। যাইহোক অবশেষে হাতে পেয়েছি।
এরপর বাসায় পার্সেলটা খুলে প্রডাক্ট দেখে নিলাম।কোয়ালিটি বেশ ভালোই আছে।আর কালারটাও খুব সুন্দর। একটি টেবিলের কাভার, ছয়টি চেয়ারের কাভার এবং একটি ট্রান্সপারেন্ট পলি।পলিটার কোয়ালিটি খুবই ভালো। সব মিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে।আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
ধন্যবাদ সবাইকে।
❤️আমার পরিচয়❤️
আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনলাইন থেকে কেনাকাটা করতে আমিও খুব পছন্দ করি। তাই মাঝেমধ্যে সুযোগ হলে আমিও অনলাইন থেকে কিনে থাকি বিভিন্ন প্রকার জিনিস। তবে বেশিরভাগ ইলেকট্রনিক্স জাতীয় জিনিস আমার কেনা হয়ে থাকে। যাইহোক আজকে টেবিলে পড়া টেবিল ম্যাট বা রেকসিন জাতীয় জিনিস কিনেছেন দেখে খুবই ভালো লাগলো। অসাধারণ ছিল কিন্তু।
থ্রিডি টেবিল ম্যাট গুলো এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে যা প্রায় মানুষের ঘরেই দেখতে পাওয়া যায়।কাঁচের টেবিল দেখতে সুন্দর লাগে কিন্তু পরিস্কার রাখা খুবই ঝামেলা তাই কাভার দিয়ে ঢেকে রাখাটাই ভালো আর যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের জন্য সবকিছু ঠিকঠাক রাখা খুব কষ্টকর।সবকিছুই অনেক সুন্দর হয়েছে।টেবিলে পাড়ার পর অবশ্যই দেখতে আরও বেশি সুন্দর লাগবে।ধন্যবাদ।