কয়েকটি খাবারের ফটোগ্রাফি
"হ্যালো",
সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম।আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেশ কয়েকটি খাবারের ফটোগ্রাফি।বেঁচে থাকতে হলে খাদ্যের প্রয়োজন আর খাদ্য যদি আমাদের মন মত না হয় সুস্বাদু না হয় তাহলে সেটাকে তৃপ্তি পাবো না। আমি সব সময় চেষ্টা করি আমার পছন্দের মানুষদের পছন্দ অনুযায়ী রান্না করার। আর আমার পরিবার থেকে শুরু করে আমার আত্মীয়-স্বজন সবাই আমার হাতে রান্না বেশ মজা করে খায়।সত্যি কথা বলতে রান্না করতে যেমন ভালবাসি আমি খেতেও তেমন ভালোবাসি রান্না করে খাওয়াতে সবাইকে খুবই ভালো লাগে। আজকের খাবার বেশিরভাগই আমার রান্না করা। আশা করছি খবরের ফটোগ্রাফি গুলো ভালো লাগবে।
ফটোগ্রাফি-১
প্রথমে আপনাদের ভাইয়ার পছন্দের একটি রেসিপি ফটোগ্রাফি শেয়ার করছি। সেটা হচ্ছে শুটকি মাছ দিয়ে বেগুন এবং আলুর চচ্চড়ি। যেকোনো শুটকি আপনাদের ভাইয়া খেতে খুবই পছন্দ করেন। আর এভাবে শুটকি মাছ রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। গত দুইদিন আগে আমি এই রেসিপিটি করেছি আপনাদের ভাইয়া খুবই মজা করে খেয়েছে। আমার পুরো রেসিপিটির ফটোগ্রাফি করা আছে সময় সুযোগ করে অবশ্যই রেসিপিটি শেয়ার করব।
ফটোগ্রাফি-২
এবার যে ফটোগ্রাফিটি শেয়ার করছি এটি হচ্ছে জলপাইয়ের আচার। আমি জানি এটা দেখার পর অনেকের মুখে পানি চলে আসবে। আচার দেখতে যেমন লোভনীয় খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। আমি তো সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখি। কারণ আমার বাসায় সবাই গরম গরম ভাত কিংবা খিচুড়ির সাথে আচার খেতে খুবই পছন্দ করেন। আপনারা কে কে আচার দিয়ে ভাত কিংবা খিচুড়ি খেতে পছন্দ করেন জানাবেন।
ফটোগ্রাফি-৩
এই ফটোগ্রাফিটি অনেক পুরনো। আইসক্রিম এর ফটোগ্রাফি। আমার ছেলে আইসক্রিম খেতে খুবই পছন্দ করে। অনেকদিন আগে আমরা একটি পার্কে ঘুরতে গিয়েছিলাম। সেখানে গিয়ে এই আইসক্রিম খেয়েছিলাম অনেকদিন পর ফোনের গ্যালারি ঘেটে এই ছবিটা পেলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।
ফটোগ্রাফি-৪
খিচুড়ি সে তো আমার পছন্দের তালিকায় সর্বপ্রথম আছে। খিচুড়ি খেতে আমার খুব বেশি ভালো লাগে। সেটা ল্যাটকা খিচুড়ি হোক কিংবা ঝরঝরে। কিছুদিন আগে মাঝ রাতে বাসায় খিচুড়ি এবং চিকেন রান্না করেছিলাম। যেটার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করেছি ইতিমধ্যেই। খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আমরা সবাই খুব মজা করে খেয়েছি।
ফটোগ্রাফি-৫
ভর্তা ভাত পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। গরম গরম ভাতের সাথে ভর্তার কম্বিনেশন অসাধারণ। এছাড়া পান্তা ভাতের সাথে যেখনো ভর্তা খেতেই বেশি ভালো লাগে। এই যে ভর্তার ফটোগ্রাফিটি দেখতে পারছেন এটা ছিল টাকি মাছের ভর্তা। খেতে ভীষণ মজার। আমার তো খুব খুব পছন্দের খাবার এইটা টাকি মাছের ভর্তা।
তো বন্ধুরা এই ছিল আমার কয়েকটি খাবারের ফটোগ্রাফি।খাবারগুলো দেখতে যেমন লোভনীয় খেতেও অনেক সুস্বাদু ছিল। আর বাড়িতে রান্না করা যে কোনো খাবারই অনেক স্বাস্থ্যকর এবং পুষ্টিগুনে ভরপুর থাকে। সেটা দেখতে যেমনই হোক না কেন। আপনাদের কাছে খাবারের ফটোগ্রাফি গুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন সুন্দর মন্তব্যের মাধ্যমে। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কিছু নিয়ে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
# ❤️আমার পরিচয়❤️আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।
বিভিন্ন রকম খাবারের ছবি দিয়ে দিয়ে তো খিদে বাড়িয়ে দিলেন। এখন তো এই খাবারগুলি খেতে ইচ্ছে করছে। তাহলে উপায় কি? তবে দুর্দান্ত সব খাবারের ছবি পোস্ট করেছেন। জলপাইয়ের আচার টা দেখতে সবথেকে ভালো লাগলো। সবকটি খাবার স্বাদেও নিশ্চয়ই অতুলনীয় হয়ে উঠেছিল।
হ্যাঁ ভাইয়া প্রত্যেকটা খাবারের স্বাদ খুবই সুস্বাদু ছিল। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলে খাবারের ফটোগ্রাফী দেখলে লোভ সামলানো মুশকিল। আপনি যে পাকা রাঁধুনি তা আপনার পোস্টগুলো দেখলে বোঝা যায়।
খাবারের ছবিগুলো দারুন ছিল, সেইসাথে বর্ননা।
কি যে বলেন ভাইয়া আমি শুধুমাত্র মন দিয়ে রান্না করার আর কিছু না। যাই হোক ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বেশ কয়েকটি লোভনীয় খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি খাবারের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা জলপাইয়ের আচারের ফটোগ্রাফি দেখে লোভ লেগে গেল আপু। আসলে যে কোন ধরনের আচার আমার খুবই প্রিয়।
খাবারের ফটোগ্রাফি গুলো ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
আসলে এইরকম লোভনীয় খাবার দেখলে লোভ সামলানো অনেক মুশকিল।আপনি খুব লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।সব গুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে আপু।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য
আপু আপনি আজকে অনেক মজার মজার এবং লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। যেগুলো দেখে আমার তো অনেক লোভ লেগে গিয়েছে। জলপাইয়ের আচার দেখে জিভে জল চলে আসলো। আর খিচুড়ির ফটোগ্রাফি দেখে তো খিদে পেয়ে গিয়েছে অনেক বেশি। সেই সাথে ভর্তার ফটোগ্রাফি দেখে তো গরম গরম ভাতের কথা মনে পড়ে গেল। কি যে ভালো লাগে গরম গরম ভাতের সাথে ভর্তা খেতে।
ঠিক বলেছেন আপু গরম গরম ভাতের সাথে ভর্তার কোনো তুলনা হয়না।ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।
মজার মজার সব খাবারগুলো দেখে সত্যিই খেতে ইচ্ছে করছে আপু। আর আপনি এত সুন্দর করে ফটোগ্রাফি গুলো করেছেন দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে আচার দেখেই খেতে ইচ্ছে করছে। প্রতিটি খাবার লোভনীয় লাগছে।
হ্যাঁ আপু প্রতিটি খাবারই খুবই সুস্বাদু ছিল। আর জলপাইয়ের আচার খেতেও খুব মজার ছিল। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
বাপরে এতগুলো খাবারের ছবি দেখে কিভাবে ডায়েট কন্ট্রোল করে বাঁচি বলুন তো! আপু ঝরঝরে খিচুড়ির রেসিপি একদিন দেবেন? না আমি কখনো খেয়েছি না কখনো বানিয়েছি কিন্তু শুনেছি। খুব ভর্তা খেতে ভালবাসি৷
অবশ্যই আপু একদিন ঝড়ঝরে খিচুড়ির রেসিপি শেয়ার করার চেষ্টা করব। সত্যি কথা বলতে এমন লোভনীয় সব খাবার চোখের সামনে থাকলে ডায়েট করা সত্যিই মুশকিল।
আপু আপনি দেখতেছি কিছু মজার খাবার ফটোগ্রাফি করেছেন। খাবারের ফটোগ্রাফি দেখলে এমনিতে বেশ ভালো লাগে। তবে ছোট মাছের চচ্চড়ি এবং আচারের ফটোগ্রাফিটি আমার কাছে বেশি ভালো লাগলো। সবগুলো ফটোগ্রাফি অসাধারণ বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।