নতুন বছরের শুভেচ্ছা রইলো দাদা। ২০২১ সালটা যা গেল তা বলার বাইরে। কত মানুষ যে তার প্রিয়জনকে হারিয়েছে। কত মানুষ কর্ম হারিয়েছে। তবু জীবন থেমে নেই। প্রকৃতি চলছে তার আপন নিয়মে। হয়তো এই বছর টাও এভাবে লড়াই করে বাঁচতে হবে। ঈশ্বরের কাছে প্রার্থনা তারপরও সুস্থ্ স্বাভাবিক করে দিক আমাদের এই ধরণী। প্রকৃতি ফিরে পাক তার চিরচেনা রূপ।