ভার্সিটির আর্ট এক্সিবিশনে কাটানো কিছু মুহূর্ত
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
আজকে আমি আপনাদের মাঝে আর্ট এক্সিবিশনে কাটানো কিছু মুহূর্ত শেয়ার করেছি। গত ২১ ডিসেম্বর শনিবার আমাদের ভার্সিটি তে আর্ট এক্সিবিশন ছিলো। চারুকলা অনুষদের স্টুডেন্টদের বিভিন্ন ধরনের আর্ট সেদিন ক্যাম্পাসের গ্রাউন্ড ফ্লোরে সাজানো ছিল। আর্ট গুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। আগে থেকে এই প্রোগ্রাম সম্পর্কে কিছু জানতাম না। সেদিন আমাদের ক্লাস ছিল। ক্লাসে যাওয়ার সময় দেখলাম আর্ট গুলো খুব সুন্দর ভাবে সাজানো। তবে সময় কম ছিলো। যার কারণে ভালো ভাবে দেখতেও পারিনি।
একটা ক্লাস শেষ করে একটু ব্রেক পেলাম। এরপর চলে গেলাম নিচে। আর্ট গুলো ঘুরে ঘুরে দেখলাম। তবে ভিড় একটু বেশি ছিলো। যার কারণে ফটোগ্রাফি ক্যাপচার করতে পারিনি। তবে নিচে যেই আর্টের ফটোগ্রাফি শেয়ার করেছি এগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এত নিখুঁত ভাবে এগুলো আর্ট করা হয়েছে। প্রত্যেকটা আর্ট এর বিষয়বস্তু এবং কালার কম্বিনেশন সবকিছুই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। একটা সাইডে এরকম মেয়ের কয়েকটা ছবি ছিল।
অন্য আরেকটা সাইডে বেশ কয়েকটা বাচ্চার ছবি ছিল। তবে ভিড় বেশি থাকার কারণে আমি আমি ফটোগ্রাফি ক্যাপচার করতে পারিনি। বাচ্চাদের এই একটা ফটোগ্রাফি ক্যাপচার করেছি। এই আর্ট টাও অনেক বেশি সুন্দর ছিল। আসলে প্রত্যেকটা পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। যারা আর্ট নিয়ে পড়াশোনা করে তাদের দক্ষতা সত্যি আলাদা। আমারও পেইন্টিং অনেক পছন্দ তবে এত ভালো পেইন্টিং কখনোই করতে পারবো না।
সেদিন টা আমার জন্য অনেক সুন্দর ছিল। পুরো দিনটা একদম কুয়াশাচ্ছন্ন ছিল। একটুও রোদের দেখা পাওয়া যায়নি। আর ওপর থেকে কুয়াশাচ্ছন্ন প্রাকৃতিক পরিবেশটা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তারপরে ফটোগ্রাফি টা করেছি। এরপর আমার আরও একটা ক্লাস ছিল। ক্লাস শেষ করে আবারও নিচে গেলাম খাওয়া-দাওয়া করার জন্য। আমরা নিচে গিয়ে ভেলপুরি খেলাম। এক প্লেট ভেল পুরির দাম ৩০ টাকা ছিল। এটা অনেক সুস্বাদু ছিল। আমরা ভার্সিটি তে গেলে সব সময় এই মামার দোকান থেকে ঝালমুড়ি, ফুচকা এবং ভেলপুরি খাই। উনি খুব মজা করে এসব বানায়। ক্লাসে যাওয়ার সময় দেখলাম এক মামা ফুলগুলো বেশ কম দামে বিক্রি করে দিচ্ছিলো। ফুল গুলো দেখে হঠাৎ করে কিনতে ইচ্ছে করলো। তারপর দুইটা ফুল কিনলাম। আসলে মাঝে মাঝে আমাদের নিজেদের উচিত নিজেদের কিছু গিফট করা।
এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕
ধন্যবাদান্তে
@isratmim
Share on X
বাহ! আর্টগুলোবেশ চমৎকার। ভার্সিটির এ প্রদর্শনীটা কিন্তু ভালো। নানান ধরনের চিত্রকর্ দেখতে পাওয়া যায়। অনেকদিন পর ভেলপুরী দেখলাম। এ জিনিসটা আমার এতো ভালো লাগে না কেন জানি
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
আপনার নিজের ভার্সিটির আর্ট এক্সিবিশনে কাটানো মুহূর্ত গুলো দারুন ছিল। সবগুলো চিত্রকর্ম ইউনিক ছিল। ভার্সিটিতে ঘুরে বেলপুরি খেয়ে দারুণ কিছু সময় অতিবাহিত করেছে। অনুভূতি দারুণ ছিল।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
ভার্সিটির আর্ট এক্সিবিসনে কাটানো খুব সুন্দর মুহূর্ত সবার মাঝে ভাগ করে নিলেন আপু। আপনার কাটানো মুহূর্তটা আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। বেশ কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফিও করেছেন। ভেলপুরি খেয়ে ছিলেন শুনে অনেক ভালো লাগলো। ভেলপুরি দেখে তো আর লোভ সামলাতে পারছিনা। দেখেই বুঝতে পারছি কতটা সুস্বাদু ছিল।
আমার কাটানো মুহূর্তটা আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
ভার্সিটির আর্ট এক্সিবিসনে কাটানো খুব সুন্দর মুহূর্ত সবার মাঝে ভাগ করে নিলেন আপু। আপনার কাটানো মুহূর্তটা আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। বেশ কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফিও করেছেন। ভেলপুরি খেয়ে ছিলেন শুনে অনেক ভালো লাগলো। ভেলপুরি দেখে তো আর লোভ সামলাতে পারছিনা। দেখেই বুঝতে পারছি কতটা সুস্বাদু ছিল।
সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
এর আগে একদিন আপনার ইউনিভার্সিটির ফটোগ্রাফি এক্সিভিশন দেখেছিলাম। কিন্তু আজকে আবার আর্ট এক্সিভিশন। সত্যি অসাধারণ বলতেই হয়। প্রতিভা গুলো কী অসাধারণ ফুটিয়ে তোলা হয়েছে। চমৎকার লাগল আর্ট গুলো। সময় টা বেশ দারুণ কাটিয়েছেন আপনি।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।