চিংড়ি মাছ দিয়ে মাটির নিচের আলু রান্নার রেসিপি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি
- আলু
- চিংড়ি মাছ
- পেয়াজকুচি
- কাঁচামরিচ কুচি
- রসুন বাটা
- লবণ
- হলুদ গুঁড়ো
- মরিচ গুঁড়ো
- জিরা গুঁড়ো
- টমেটো
- ধনিয়া পাতা
প্রথমে আমি আলু গুলোকে টুকরো টুকরো করে কেটে নিলাম। এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি।
এখানে আমি ছোট চিংড়ি মাছ গুলো কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিলাম।
এবার আমি একটা পাতিল চুলায় বসিয়ে দিলাম তারপর সেখানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এরপর সেখানে পেঁয়াজকুচি আর মরিচ কুচি ভেজে নিলাম। এবার সেখানে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো।
![]() | ![]() |
---|
চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে সবকিছু ভেজে নিয়েছি।
চিংড়ি মাছ কিছুটা লাল হয়ে এলে সেখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং জিরা গুঁড়ো। সেই সাথে দিয়ে দিলাম রসুন বাটা। এবং দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটো কুচি।
![]() | ![]() |
---|
এবার সবকিছু একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। তারপর অল্প কিছুক্ষণ সেগুলো কষিয়ে নিয়েছি।
এরপর সেখানে দিয়ে দিলাম কেটে রাখা আলু গুলো। এবার আলু এবং মসলাগুলো একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছে।
![]() | ![]() |
---|
এবার আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। সিদ্ধ হওয়া পর্যন্ত এগুলো রান্না করে নিব।
![]() | ![]() |
---|
সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামানোর আগে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এবার চুলা থেকে নামিয়ে ফেললাম।
ধন্যবাদান্তে
@isratmim
এই আলু গুলো আমিও বেশ কয়েকবার খেয়েছিলাম। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে মাটির নিচের আলু রান্নার রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।
সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
মজার মজার রেসিপি কার না পছন্দের। আমি রেসিপিগুলো এত পছন্দ করি যে কি বলবো আর। দেখলেই ইচ্ছে করে সাথে সাথে খেয়ে ফেলি। মাঝেমধ্যে কিন্তু এই ধরনের খাবারগুলো খেতে একটু বেশি ভালো লাগে। মনে তো হচ্ছে, এই রেসিপিটা বেশ জমিয়ে খেয়েছিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত লোভনীয় একটা রেসিপি সুন্দর করে সবার মাঝে শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
আপু এইগুলো কি ওল না খামআলু? দুটোই চিংড়ি মাছ দিয়ে রান্না করলে দারুণ লাগে৷ আমিও করি। একই পদ্ধতিতে আপনার মতো৷
এই আলু গুলোকে আমরা মেটে আলু বলে থাকি। আর চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করলে আমার কাছে খেতে বেশ ভালোই লাগে সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
চিংড়ি মাছ দিয়ে মাটির নিচের আলু রান্নার লোভনীয় রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। চিংড়ি মাছ দিয়ে তৈরি করার কারণে এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
চিংড়ি মাছ দিয়ে অনেক সুন্দর মেটে আলু রান্না করেছেন। আসলে মাটির নিচে সব আলো হয়ে থাকে কিন্তু গ্রামীণ ভাষায় এই আলোকে অনেকে অনেক নামে জানে তবে আমাদের এলাকায় এই নাম হচ্ছে মেটে আলু। তবে যাই হোক বেশি দারুণ রান্না করেছেন আপনি। এই আলু আমার খুবই প্রিয় এবং আমার পুকুর পাড়ে অনেক রয়েছে।
এই আলু গুলোকে আমরা ও মেটে আলু বলি। আর অনেকে মাটির নিচের আলু বলে থাকে। সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।।
আনেকদিন এই মাটির নিচের আলু খাইনি। আপনার রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে। বেশ মজা লাগে এভাবে চিংড়ি দিয়ে এই আলু রান্না করলে।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
আপু এই আলু কে আমরা মেঠে আলো এবং যে আলোটা লাল হয় তাকে লাল মেঠে আলু বলি। আপনার রেসিপিটা দেখে ভীষণ সুস্বাদু মনে হচ্ছে। এই আলু খেতে আমার ভীষণ ভালো লাগে। আপনার শেয়ার করা রেসিপিটা তৈরি কিন্তু দারুন হয়েছে। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
আপনি ঠিকই বলেছেন। আমরা ও এই আলু গুলোকে লাল মেটে আলু বলে থাকি। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
এই আলু আমাদের এলাকায় পুরা আলু বলে।পুরা আলু আজকেই খেলাম।মাছ দিয়ে এই আলু রান্না করলে খুব ভালো লাগে খেতে।আপনার রেসিপি টি দারুণ হয়েছে। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন।ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
আসলে একেক এলাকায় একেক নামে চিনি। চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
আপু খুব সুস্বাদু একটি রেসিপি আজ শেয়ার করেছেন।মাটির নীচের আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করলেন।অনেকে মুরগির মাংস দিয়ে ও রান্না করে।খেতে কিন্তু দারুন মজার হয়।আপনার শেয়ার করা রেসিপিটি খুবই লোভনীয় লাগছে। খেতে ও দারুন হয়েছে আশাকরি।ধন্যবাদ জানাচ্ছি দারুন মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।