রঙিন কাগজ দিয়ে চেয়ারের অরিগামি তৈরি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
অরিগামীটির সর্বশেষ ফটোগ্রাফি
- রঙিন কাগজ
- কাঁচি
প্রথমে আমি একটা রঙিন কাগজ কিছুটা লম্বা করে কেটে নিলাম। কাগজটা দৈর্ঘ্য বরাবর কিছুটা বড় রেখেছি। এরপর আমি এই কাগজটাকে সমান চারটি ভাগে ভাগ করে নিয়েছি। প্রত্যেকটা ভাগ অনুযায়ী ভাঁজ করে নিয়েছি কাগজটা। এরপর আমি একটা পাশ একটু উল্টো করে ভাজ করে নিলাম।
উল্টো করে ভাঁজ করা কাগজটা আবারো মাঝখান বরাবর কিছুটা ভাজ করে নিয়েছি। তারপর নিচে দেখানো ছবির মত করে দুইপাশ থেকে দুটো ভাজ দিয়ে দিলাম।
তারপর আবারও দুই পাশ থেকে সমানভাবে দুটো ভাজ দিয়ে দিয়েছি। এভাবে ভাজ দেওয়ার পর নিচে কিছুটা ভাঁজ খুলে ত্রিভুজাকৃতির কাগজ তৈরি করে নেব দুই পাশে।
দুই পাশে ভাঁজ করার পর মাঝখানের দিকের অংশটুকু আমি আলাদাভাবে বের করে নিলাম। তারপর মাঝখানে এই ভাজটুকু উপরে উঠিয়ে নিয়েছি।
মাঝখানের অংশের ভাজ টুকু উপরে উঠিয়ে নিলে আর দুই পাশে কিছুটা ভাঁজ খুলে দিলেই এটা চেয়ারের মতো হয়ে যাবে।
আমি শেষে দু'পাশের বাড়তি অংশটুকু কেটে নিচের দিকে অনেকটা চেয়ারের শেপ দিয়ে দিলাম। এভাবেই তৈরি করে নিলাম আজকের অরিগামী।
ধন্যবাদান্তে
@isratmim
আমি কাগজের অরিগ্যামি ভীষণ পছন্দ করি।
আপনার আজকের অরিগ্যামি ভীষণ কিউট দেখাচ্ছে। চেয়ার গুলো ছোট্ট এবং সুন্দর হয়েছে। বেশ যত্ন নিয়ে তৈরি করেছেন, বোঝাই যাচ্ছে।
রঙিন কাগজের তৈরি অরিগ্যামি গুলো আমার কাছেও দেখতে বেশ ভালো লাগে। তবে তৈরি করতে সময় লাগে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
Share on - X
ঠিক বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। আপনি রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর ভাবে দুইটি চেয়ার তৈরি করেছেন। আপনার তৈরি করা চেয়ার দুইটি দেখে আমার তো ভীষণ ভালো লাগছে। ছোটবেলায় পুতুল খেলতাম তখন এই চেয়ার গুলো খুবই দরকার ছিল। তখন যদি আপনি চেয়ার গুলো বানাতেন আমি নিয়ে এসে আমার পুতুলদের বসাতাম হি হি।
যদি সম্ভব হতো তাহলে আপনার পুতুল খেলার সময় এই চেয়ারগুলো তৈরি করে দিতাম। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
ইউনিক অরিগামি তৈরি করেছেন আপনি। অরিগামি গুলিতে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাপ এবং ভাজগুলো সঠিকভাবে দেওয়া। তবেই এটি সুন্দর দেখায়। যেমনটা আপনার পোস্টে দেখতে পেলাম। অত্যন্ত দারুন দক্ষতার পরিচয় দিয়েছেন আপনার অরিগামি তৈরির প্রসেস গুলি উপস্থাপনের মধ্য দিয়ে। রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা চেয়ার দুটি দেখে আমি ভীষণ মুগ্ধ হয়ে গেলাম। আপনার পরবর্তী অরিগামী তৈরি করার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা রইল আপু।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে আরো উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।
অনেক ভালো লাগলো আপনার তৈরি করা এত সুন্দর শেয়ার দেখে। দারুন দুইটা চেয়ার তৈরি করেছেন আপনি। দারুন আইডিয়া বিকশিত হয়েছে এই পোস্টে। অনেক অনেক ধন্যবাদ।
আপনার মূল্যবান মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার এত সুন্দর চেয়ারের অরিগামি দেখে খুব ভালো লাগলো আমার। অসাধারণ হয়েছে আপনার চেয়ারের অরিগামী তৈরি করা। আসলে রঙিন কাগজ দিয়ে এমন সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারলে খুবই ভালো লাগে।
আপনাদের ভাল লাগাই আমার এই কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
ওয়াও রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি চেয়ারের অরিগ্যামি তৈরি করছেন আপু।এইরকম অরিগ্যামি গুলো দেখতে খুবই ভালো লাগে।আপনি সুন্দর ভাবে ধাপে ধাপে পোস্ট টি উপস্থাপন করছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে পোস্ট টি শেয়ার করার জন্য।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
রঙিন কাগজ দিয়ে চেয়ারের তৈরি অসাধারণ হয়েছে । আপনি খুবই দক্ষতার সাথে সৌন্দর্যময় এইডাই পোস্টটি তৈরি করলেন। কাগজ দিয়ে এত সুন্দর ভাবে তৈরি করেছেন তার গুলো দেখে শিখে নিলাম।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।