নাটক রিভিউ || "দূরদেশ"
আসসালামু আলাইকুম
আপনাদের সাথে আরো একটি ভিন্ন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে একটি নাটকের রিভিউ শেয়ার করব। পোস্টে ভিন্নতা আনার জন্য একেক সময় একেক ধরনের পোস্ট করা হয়। আজকে যে নাটকের রিভিউ টি শেয়ার করবো সেই নাটকের নাম হচ্ছে "দূরদেশ"। নাটকটি দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। নাটক টি আজকে সকালেই দেখেছিলাম। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে রিভিউ টা শেয়ার করি। আমি চেষ্টা করেছি পুরো নাটকের গল্পটা সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার। আশা করছি রিভিউটি পড়ে আপনাদের কাছেও ভালো লাগবে।
নাটকের নাম | দূরদেশ |
---|---|
গল্প | মেজবাহ উদ্দিন সুমন |
পরিচালনা | রুবেল হাসান |
প্রযোজক | ফখরুল রেয়া এবং রাবেকা মনি পারভেজ |
অভিনয়ে | খায়রুল বাসার, তানজিম সায়েরা তটিনী সহ আরো অনেকে। |
সময়কাল | ৪১:৩৪ |
নাটকের প্রথমেই দেখা যায় নায়ক বাইরের দেশে যাওয়ার একটা প্রস্তুতি নিচ্ছে। সে তার বাবা-মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছে। তার প্রেমিকার কাছ থেকে বিদায় নিচ্ছে। এরপর এসে রওনা হয়ে গেল বাইরে দেশে যাওয়ার জন্য। সে মালয়েশিয়া গিয়েছে। সেখানে গিয়ে তার ভার্সিটির এক বড় ভাইয়ের সাথে যোগাযোগ করে তার বাসায় উঠে। সেখানে পৌঁছানোর পরে তার বাবা-মায়ের সাথে যোগাযোগ করে। সবার সাথে কথা বলে।
এরপর দিন সে বের হয়ে পরে একটা কাজের খোঁজে। সে মূলত মালয়েশিয়া গিয়েছি স্টুডেন্ট ভিসায়। পড়াশোনা করার জন্য। তবে পড়াশোনা থেকেও তার যে কোন একটা চাকরি করা অনেক বেশি জরুরি ছিল। তার বাবা অনেকগুলো টাকা ধার করে ঋণ নিয়ে তাকে মালয়েশিয়া পাঠিয়েছে। সেগুলো শোধ করতে হবে তাকে। এছাড়াও তার পরিবারের ছোট ভাই বোনের দেখাশোনা করতে হবে। এসব কিছু চিন্তা ভাবনা করে সে অনেকদিন ধরে চাকরি খোঁজার পর একটা চাকরি পেল। তবে টুকটাক এই চাকরিগুলো দিয়ে তার হচ্ছিল না। কোনমতে সে তার পড়াশোনার খরচটা চালাতে পারে তবে বাড়িতে কোন টাকা পাঠাতে পারেনা। এ কারণে সে ওভারটাইম কাজ করতে চায়। বলতে গেলে সে ২৪ ঘন্টায় কাজ করতো। নিজের শরীরের কথা একটুও ভাবতো না। এভাবে কিছুদিন কাজ করার পর সে অনেক অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার কারণে বেশ কিছুদিন কোন কাজ করতে পারিনি। বাড়িতেও কোন টাকা পাঠাতে পারেনি।
অসুস্থ্যের কয়েকটা দিন তাকে ধার করে চলতে হয়েছে। তবে হিমশিম খেয়ে যাচ্ছিল। তাই অসুস্থ শরীর নিয়ে সে আবারও কাজ করতে শুরু করে। এভাবে অতিরিক্ত কাজের প্রেসারে সে আরো বেশি অসুস্থ হয়ে যায়। ডক্টর তাকে বারবার বলছিল রেস্ট নেওয়ার জন্য। তবে সে কোনভাবেই রেস্ট নিতে পারছিল না। হঠাৎ একদিন এই অসুস্থ শরীর নিয়ে সাইকেল চালিয়ে ফুড ডেলিভারি দিতে গেল। আর তখন তার একটা এক্সিডেন্ট। তারপর অন্যান্য বন্ধুরা তাকে হসপিটালে নিয়ে আসে তবে সে মারা যায়। এভাবেই নাটকটা শেষ হয়।
সকল ছবি মোবাইলে স্ক্রিনশট নেওয়া।
নাটকটা ব্যক্তিগতভাবে আমার কাছে বেশ ভালো লেগেছে। একটু ভিন্ন ধরনের নাটক ছিল এটা। নাটকের মধ্যে বাস্তব বিষয় ফুটিয়ে তোলা হয়েছে। নাটকের গল্পটা ভীষণ ছোট। তবে এই ছোট একটা গল্পের মধ্যে অনেক বড় মেসেজ দেওয়া হয়েছে। এই নাটকের মধ্যে প্রবাসীদের গল্প গুলো ফুটিয়ে তোলা হয়েছে। আমরা কথায় কথায় বলে ফেলি যে বিদেশ থাকলে হয়তো মানুষের অনেক উন্নতি থাকে এবং বিলাসবহুল জীবন যাপন করে। তবে সত্যিটা এমন হয় না। হয়তো অনেকেরই উন্নতি হয় তবে সবার ক্ষেত্রে এমন না। সেখানে সবাই অনেক বেশি পরিশ্রম করে। আমাদের দেশে এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যারা বাইরের দেশে স্টুডেন্ট ভিসা নিয়ে যায়। তবে আসলে তারা সেখানে চাকরি করার জন্যই যায়। আমাদের দেশে সেই রকম চাকরির সুবিধা না পাওয়ার কারণে তারা বাধ্য হয় দেশ ছেড়ে যাওয়ার জন্য। সেখানে গিয়ে তারা কতটা চিন্তার মধ্যে থাকে কতটা পরিশ্রম করে এগুলো অনেকেরই অজানা। মূলত এই জিনিসগুলোই নাটকের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। আমার কাছে সব মিলিয়ে ভালোই লেগেছে।
ধন্যবাদান্তে
@isratmim
Upvoted! Thank you for supporting witness @jswit.
Share on - X
দূর দেশ নাটকটি আমি দেখেছি ভীষণ ভালো লেগেছিল আমার কাছে। বর্তমান সময়ে অনেক মানুষ আছে যারা শিক্ষিত হয়েও কোন চাকরি না পেয়ে দেশের বাইরে কাজ করতে যাচ্ছে। তবে নাটকটির শেষের দিকে নায়ক যখন মারা যায় তখন বেশ খারাপ লাগলো। আপনার রিভিউ দেখে ও পড়ে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপু।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
এই নাটকের অভিনয়গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে আপু। খুবই সুন্দর একটি নাটক দূর দেশ। আপনি অনেক সুন্দর ভাবে নাটকের রিভিউ কাজ সম্পন্ন করেছেন দেখলাম। এত সুন্দর ভাবে রিভিউ করতে দেখে অনেক খুশি হয়েছি আমি।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
নাটকের রিভিউটি পড়ে নাটকটি খুব সুন্দর হয়েছে বুঝতে পারলাম। দূরদেশে অনেক ছাত্ররাই যায় লেখাপড়ার পাশাপাশি কাজ করার জন্য। কিন্তু খুব সমস্যার সম্মুখীন হতে হয়।এই বিষয়টি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে নাটকের মধ্যে। তবে নায়কের শেষ পর্যন্ত মৃত্যু দেখে খুবই খারাপ লাগলো। ধন্যবাদ আপু নাটকের রিভিউ পোস্ট শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
বাস্তবিক একটা বিষয়কে তুলে ধরে এ নাটকটা করা হয়েছে। এই নাটকের পুরো কাহিনী বাস্তবের সাথে অনেকটাই মিলে যায়। প্রবাসীদের জীবন নিয়ে সুন্দর করে এই নাটকের কাহিনীটা সাজানো হয়েছে । কেউ হাসিমুখে দেশে ফিরতে পারে। আবার কেউ চিরতরে হারিয়ে যায়। শেষবারের মতো প্রিয়জনদের মুখটাও দেখতে পারে না। নাটকটা এখনো দেখিনি তাই সময় পেলে দেখব ভাবছি।
সময় পেলে নাটকটি দেখার চেষ্টা করবেন। আশা করি আপনার কাছে বেশ ভালো লাগবে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
দারুন লাগলো তো এই নাটকটার রিভিউ। এই নায়ক নায়িকাগুলো আমার অনেক বেশি পছন্দের। তাদের নাটকগুলো আমার কাছে অনেক ভালো লাগে দেখতে। তাদের অভিনয় অনেক দারুন হয়ে থাকে। এই নাটকটা অসম্ভব ভালো লেগেছে কিন্তু আমার কাছে। এই নাটকের কাহিনী একটু বেশি সুন্দর। এই নাটকটা দেখা না হলেও রিভিউ পড়ে কাহিনীটা জেনে নিতে পারলাম। আর আমি নাটকটা দেখার জন্য ও চেষ্টা করবো। খুব সুন্দর করে তুলে ধরেছেন পুরোটা।
সময় পেলে নাটকটি দেখার চেষ্টা করবেন বেশ ভালো লাগবে দেখে। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।
খুবই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত অসাধারণ একটি নাটকের রিভিউ পড়ে খুবই ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকে এই অসাধারণ নাটক এর রিভিউ এখানে শেয়ার করেছেন তা পড়ে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ একই সাথে আমি এই নাটকটি এখনো দেখিনি৷ তবে অবশ্যই আমি সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷
আপনাদের ভালো লাগাই আমার এই কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।