ভিন্ন ধরনের একটা কাপের ম্যান্ডেলা আর্ট
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আপনাদের সাথে একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করব। এটি হচ্ছে একটি কাপের ভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের আর্ট গুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি একেক সময় এক এক ধরনের আর্ট শেয়ার করার। কখনো কখনো এরকম কালারফুল আর্ট, কখনো ম্যান্ডেলা আর্ট আবার মাঝে মাঝে পেইন্টিং গুলো শেয়ার করি। গত সপ্তাহে একটা কালারফুল আর্ট শেয়ার করেছিলাম। আজকে আপনাদের সাথে একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে এটি ভালো লাগবে।
ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি
- ড্রয়িং খাতা
- পেন্সিল
- পেন্সিল ক্যাম্পাস
- জেল পেন
প্রথমে আমি একটা কাপ অংকন করে নিয়েছি। এরপর কাপের নিচে একটা পিরিচ আর্ট করে নিয়েছি। কাপের উপরের কিছুটা অংশ মুছে নিলাম।
এবার আমি কাপের উপরে কয়েকটা বৃত্ত অঙ্কন করে নিয়েছি। প্রথমে দুটো বড় বৃত্ত অঙ্কন করেছি। এরপর এগুলোর আশেপাশে ছোট ছোট কিছু বৃত্ত অঙ্কন করে নিয়েছি।
এবার আমি পুরো ড্রইং টা জেল পেন দিয়ে অঙ্কন করে নিয়েছি। বিভিন্ন শেপের বৃত্ত গুলো একটু ডিজাইন করে নিয়েছি। এবং পিরিচ টুকু কালো রং করে নিলাম। কাপের হ্যান্ডেল টা আর্ট করে নিয়েছি।
এবার আমি কাপের কিছু ফ্লোরাল ডিজাইন করে নিলাম।কাপের একটা পাশে আমি ফ্লোরাল ডিজাইন টা আর্ট করে নিয়েছি।
এবার আমি বড় বৃত্ত টার মধ্যে ম্যান্ডেলা আর্ট করে নিয়েছি।
এরপর ছোট ছোট বৃত্তের মাঝে বিভিন্ন ধরনের আর্ট করে নিলাম।
ধন্যবাদান্তে
@isratmim
কাপের ম্যান্ডেলা আর্ট অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর ভাবে তৈরি করেছেন দেখতে অনেক ভালো লাগছে।
আপনাদের ভাল লাগাই আমার এই কাজের সার্থকতা। সুন্দর ও মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু আপনার আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আজ ও তার ব্যতিক্রম হয়নি। বেশ ভালো লেগেছে আপনার আর্টটি।তবে এগুলো ধৈর্য্য ও সময় নিয়ে করলে অনেক ভালো লাগে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
ঠিক বলেছেন সব সময় একই রকম আর্ট করতে ভালো লাগে। আর্ট এ ভিন্নতা আনলে নিজের কাছে যেমন ভালো লাগে তেমনই যারা দেখে তাদের কাছেও ভালো লাগে । তবে আপনার আজকের আর্টটি দেখতে বেশ ভালো লাগছে। এর ধরনের জন্য।
আমার আর্ট আপনার ভালো লেগেছে যেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দরও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।
কাপের ম্যান্ডেলা আর্ট জাস্ট দেখতে অসাধারন লাগতেছে। এর আগে আপনার তৈরি বিভিন্ন ধরণের ম্যান্ডেলা আর্ট দেখেছি। সব সময়ই চমৎকার সব পোস্ট উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
অনেক সুন্দর একটি মেন্ডেল আর্ট করেছেন আপনি। আপনার ভিন্ন ধরনের এ কাপের আর্ট দেখে খুবই ভালো লেগেছে। একটু ভিন্ন আঙ্গিতেই আপনি অঙ্কন করার চেষ্টা করেছেন। এর জন্য সৌন্দর্য আরো বেশি হয়েছে আপনার এই মেন্ডেলা আর্টের।
সুন্দরও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।
দূর্দান্ত একটি অংকন নিয়ে হাজির হয়েছেন আজ।
আসলে মেন্ডেলা আর্ট আমার কাছে বেশ কঠিন লাগে, কিন্তু আপনি কি চমৎকারভাবে অংকনটি উপহার দিয়েছেন। ফিনিশিং টাচ দেয়ার পর বেশ লেগেছে আমার কাছে।
ধন্যবাদ আপু চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
অতিরিক্ত সার্কেল করেছেন এজন্য সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পেয়েছে আপনার আজকের এই আর্টে। বেশ দেখার মত ছিল আপনার দক্ষতাটা। যেন নতুন মাত্রা যুক্ত হয়েছে কাপের আর্ট এর সাথে। এত সুন্দর একটি আর্ট করে দেখানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
Share on X