অরিগামি || রঙিন কাগজ দিয়ে ছোট মাছ তৈরি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে আপনাদের সাথে একটি অরিগামি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে অনেকদিন পর একটা অরিগামী পোস্ট শেয়ার করলাম। মাঝখানে বেশ কিছুদিন বিভিন্ন ধরনের ডাই প্রজেক্ট এবং রঙিন কাগজের ওয়ালমেট তৈরি শেয়ার করেছিলাম। আজকে আপনাদের মাঝে যেই অরিগামি পোস্ট শেয়ার করছি এটি হচ্ছে রঙিন কাগজ দিয়ে মাছের অরিগামী তৈরি। আসলে কাগজ দিয়ে জিনিসগুলো তৈরি করার জন্য অনেক সময় প্রয়োজন। তবে পোস্টের ভিন্নতা আনার জন্য চেষ্টা করি অরিগামি পোস্ট শেয়ার করার। সময় বেশি লাগলেও এই কাজ গুলো করতে কিন্তু আমার কাছে বেশ দারুন লাগে। তবে অরিগামি পোস্ট এর ক্ষেত্রে এভাবে বলে ভাজগুলো আসলে বোঝানো যায় না। তবে চেষ্টা করি যতটুকু সম্ভব বুঝানোর। আশা করছি আপনাদের কাছে আমার আজকের পোস্ট টি ভালো লাগবে।
অরিগামীটির সর্বশেষ ফটোগ্রাফি
- রঙিন কাগজ
- কাঁচি
- জেল পেন
প্রথমে আমি বর্গাকৃতির একটা কাগজ কেটে নিয়েছি। এরপর আমি এই কাগজটা কোনাকুনি ভাঁজ করে নিলাম।
কোনাকুনি ভাঁজ করার পর আমি দুই পাশ থেকে দুইটা ভাঁজ দিয়ে দিলাম।
দুই পাশ থেকে ভাঁজ করা অংশগুলো আবার মাঝখান বরাবর উল্টোদিকে ভাজ করে নিলাম। তারপর সেগুলোকে আবারও দুই দিকে ভাঁজ করে নিয়েছি।
এবার আমি নিচের দিকের অংশটুকু একবার ভাজ করে নিলাম। তারপর আরো একটা ভাঁজ দিয়ে দিলাম নিচের দিকে।
তারপর আমি কাগজটা অন্য পাশ থেকে ঘুরিয়ে উল্টিয়ে নিলাম। এখানে মূলত একটা মাছের শেপ তৈরি হয়ে গিয়েছে।
সবশেষে আমি মাছের লেজ টুকু ভিতর দিক থেকে বের করে নিলাম। এবং আমি মাছের চোখটা অঙ্কন করে নিয়েছি। এভাবে আমি মাছগুলো তৈরি করে নিলাম।
ধন্যবাদান্তে
@isratmim
কাগজ দিয়ে অনেকরকম মাছ বানানো এখানেই দেখেছি। আপনারটা একেবারেই আলাদা। বেশ সুন্দর লাগছে দেখতে। কী কিউট। যেভাবে ধাপে ধাপে আপনি পদ্ধতি শেয়ার করেছেন সকলেই পারবে করতে।
ঠিক বলেছেন কাগজ দিয়ে কিছু তৈরি করলে সময়ের প্রয়োজন হয়।আপনি চমৎকার সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ছোট মাছ তৈরি করেছে। দারুণ বানিয়েছেন। ধাপে ধাপে রঙ্গিন কাগজ দিয়ে মাছ বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কাগজের তৈরি মাছ বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
অরিগ্যামি পোস্ট দেখতে আমার খুব ভালো লাগে। কারণ রঙিন কাগজ ভাঁজ করে অরিগ্যামি তৈরি করতে আমারও খুব ভালো লাগে। যাইহোক রঙিন কাগজ ভাঁজ করে দারুণভাবে ছোট ছোট মাছ তৈরি করেছেন আপু। মাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে। এতো চমৎকার একটি অরিগ্যামি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে যে কোন প্রজেক্ট তৈরি করলে দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে আপনি দুটি কালারের দুটি মাছের আঅরিগ্যামি তৈরি করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে মাছগুলো দেখতে।
আপনাদের ভালো লাগাই আমার এই কাজের সার্থকতা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
বাহ্ আপনি তো খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ছোট ছোট মাছ তৈরি করেছেন। আপনার তৈরি করা আজকের রঙিন কাগজের ছোট ছোট মাছগুলো আমার দারুন লেগেছে। সব মিলিয়ে আজকের পোস্টটি দারুন ছিল। ধন্যবাদ সুন্দর এই পোস্ট শেয়ার করার জন্য।
সুন্দরও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
রঙিন কাগজ দিয়ে অসাধারণ মাছ তৈরি করেছেন। কাগজের কালারটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এত সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করার জন্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে আপনি চমৎকার একটা মাছ তৈরি করেছেন।কালার গুলো বেশ ভালো হয়েছে। ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন। এগুলো তৈরি করতে একটু সময় লাগলেও দেখতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মাছ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এটা ঠিক কাগজের তৈরি জিনিসগুলো বানাতে সময় লাগলেও তৈরি করার পর দেখতে আমার কাছেও বেশ ভালো লাগে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর সুন্দর ডাই পোস্ট তৈরি করা যায়। আজকে আপনি মাছ তৈরি করলেন। রঙিন কাগজের এই মাছের কালার গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধাপগুলো খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।
আপনার রঙিন কাগজ দিয়ে তৈরি করা ছোট মাছের এই অরিগ্যামি গুলো দেখতে অনেক সুন্দর লেগেছে আমার কাছে। রঙিন কাগজ বিভিন্ন ভাবে ভাঁজ করে অনেক দারুন ভাবে এই অরিগ্যামি গুলো তৈরি করেছেন। দুই কালারের হওয়ার কারণে মাছ দুইটার অরিগ্যামি দেখতে খুবই সুন্দর লাগছে। আপনি কিন্তু অনেক সুন্দর অরিগ্যামি তৈরি করতে পারেন।
আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর দুটি মাছের অরিগ্যামি তৈরি করেছেন। আপনার এই অরিগ্যামি আমার কাছে অনেক ভালো লেগেছে। মাছ দুটি দেখতে বেশ কিউট দেখাচ্ছে। রঙিন কাগজ ভাঁজ করে যেই অরিগ্যামি তৈরি করা হয় তা দেখতে খুব ভালো লাগে। অরিগ্যামি হলো ভাঁজের খেলা। একটা ভাঁজ ভুল হলে অপর ভাঁজ মিলানো খুবই কঠিন। ধন্যবাদ আপু এত সুন্দর অরিগ্যামি আমাদের সাথে শেয়ার করার জন্য।