জেনারেল রাইটিং :-কখনো কোন বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।
আজকে আপনাদের মাঝে শিক্ষনীয় একটি জেনারেল রাইটিং শেয়ার করব। আমার পোস্ট হচ্ছে কখনো কোন বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না। বন্ধুত্ব এমন একটি শব্দ যা মুখে বলে শেষ করা যাবে না। আমাদের প্রত্যেকজনের বন্ধু আছে। কিছু কিছু বন্ধু আছে রক্তের সম্পর্ক চেয়ে ও গভীর থাকে। আর ওই বন্ধুগুলো আপদে-বিপদে সব সময় পাশে পাওয়া যায়। বলতে গেলে বন্ধুত্ব এক ধরনের রক্তের বাঁধনের চেয়ে গভীর। আর কিছু কিছু মানুষের বন্ধুত্ব আছে সময়ের কারণে নষ্ট হয়ে যায়। আর এক এক মানুষের অনেক ধরনের বন্ধু থাকে। কিছু থাকে বন্ধু আপনের চেয়ে আপন। কিছু বন্ধু আছে সময়ের কারণে দুরন্ত হয়ে যায়।
আসলে প্রকৃত মানুষ কোন বন্ধুকে আঘাত না করে। আর কিছু মানুষ আছে সামান্য কিছুর কারণে বন্ধুকে আঘাত করে। এবং কি কথা দিয়ে ঠাট্টা করে। এতে করে বন্ধুত্ব নষ্ট হয়ে যায় তার মনে অনেক কষ্ট পায়। কারণ বন্ধুত্ব যখন খারাপ সম্পর্ক হয়ে যায় প্রয়োজনে তার সাথে কথা বলার প্রয়োজন নেই। দূরত্ব বজায় চলা টাই উত্তম। তাকে আঘাত করে বা হিংসা করে কিছু বললে বন্ধুর থেকে শত্রুর রূপান্তরিত হয়। আর বন্ধুত্ব নষ্ট হওয়া মানে বড় একটা দেয়াল তৈরি হওয়া। কারণ বন্ধুত্ব যতটাই উপকার করে আঘাত বা ঠাট্টা করলে তার চেয়ে বড় ক্ষতি করে দেয়াল তৈরি হয়ে যায়। তাই আমার মতে কোন বন্ধুকে আঘাত করা হচ্ছে অজ্ঞ লোকের কাজ।
অনেক সময় দেখা যায় অনেক মানুষ বন্ধুত্ব নষ্ট হয়ে একজনকে একজন আঘাত করে। আমাদের এই জায়গা বন্ধুত্ব নষ্ট হয় তার বোনের কারণে। এবং এক বন্ধু এক বন্ধুর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। সময়ের কারণে বন্ধুত্ব নষ্ট হয়ে একজনের ক্ষতি একজন করার চেষ্টা করে। এবং মেয়েটির ভাই তার বন্ধুকে সবসময় আঘাত এবং কথা দিয়ে কষ্ট দিতেন। এক সময় ওই বন্ধু এই বন্ধুকে শারীরিকভাবে আঘাত করার চেষ্টা করেন। যদি তারা দূরত্ব বজায় কথা বলতো বা খারাপ ব্যবহার না করত তাহলে তাদের বন্ধুত্ব নষ্ট হত না। তবে বন্ধুত্ব ভালো বন্ধুকে শত্রু বানানো ক্ষতিকর। তাই আমি মনে করি কোন বন্ধুকে আঘাত করে বা ঠাট্টা করে কথা বলা কোন দরকার নেই।
তবে অনেক সময় দেখা যায় বন্ধুত্বের মাঝে ঠাট্টার কারণে অনেক বড় ঝগড়া হয়ে যায়। কিছু কিছু মানুষ আছে বন্ধুকে ঠাট্টা করে শত্রু বানাই। এবং বন্ধুটি মনে করে ঠাট্টা করে সেই মজা পেয়েছে। সেই এই কথা চিন্তা করতেছে না তার ঠাট্টার কারণে বন্দুর মনের মধ্যে শত্রু তৈরী হচ্ছে। কারণ কিছু কিছু ঠাট্টা আছে গায়ের আঘাত থেকেও কষ্ট বেশি পায়। আর বন্ধুত্ব যখন নষ্ট হয় বিষাক্ত সাপের চেয়ে ভয়ংকর হয়ে যায়। তাই আমার মতে কোন বন্ধুকে আঘাত করা বা ঠাট্টা করা কোন দরকার নেই। বন্ধুত্ব করতে হবে এক সুতা গাথা এরকম সম্পর্ক। কারণ আঘাত বা ঠাট্টা করে কাউকে ছোট করার দরকার নেই।
এবং বন্ধুত্ব এমন হওয়া দরকার যে আপদে বিপদে সব সময় পাশে থাকে। হয়তোবা চলার কারণে অনেক সময় বন্ধুকে অনেক শত্রু বানাই। আবার অনেক মানুষ দেখা যায় ইচ্ছা করে বন্ধুকে আঘাত করে এবং তাকে ঠাট্টা করে কথা বলে। আর এইসব কারণে বন্ধুত্ব খুব খারাপ পজিশনে চলে যায়। যখন আপনার বন্ধু আপনার কাছে ভালো লাগে না তখন তার থেকে দূরত্ব থাকুন এটাই উত্তম। আর কথা দিয়ে বা হিংসা করে শত্রুতা বাড়ানো কোন দরকার হয় না। আর বর্তমান সময় দেখা যায় অনেক মানুষ বন্ধুকে আঘাত করে এবং ঠাট্টা করে। তখন বন্ধুত্ব নষ্ট হয় একটি শত্রু তৈরি হয়ে যাই। আর বন্ধু থেকে শত্রু যখন হয়ে যায় তখন দুইজনের জন্যই বিপদ। তাই আমি বলব বন্ধুকে আঘাত বা ঠাট্টা করার কোন দরকার নেই। কারণ এগুলোর কারণে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। আশা করি আমার বন্ধুত্ব পোস্ট নিয়ে আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পোস্টটি জানাবেন।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/Jamal7183151345/status/1872134270246142177?t=W_61jyj95tBdAE5txriX9Q&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি একেবারে ঠিক কথা বলেছেন। অনেক সুন্দর একটা বিষয়ের উপর পোস্টটা লিখেছেন। আসলে আমাদের কারোরই উচিত না কখনো কোনো বন্ধুকে নিয়ে ঠাট্টা করা। আর কোনো বন্ধুকে আঘাত করাও ভালো না। বন্ধুত্বের সম্পর্কটা এমন যে সব সময় বন্ধুরা আমাদের পাশে থাকে। আর এই জন্য প্রকৃত একজন বন্ধু দরকার। বন্ধুত্ব নষ্ট না করে সম্পর্কটা ভালো করা উচিত।
হ্যাঁ আপু এজন্য প্রকৃত একজন বন্ধু দরকার। ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য শুনে।
এটা ঠিক কখনোই কোনো বন্ধুকে আঘাত করা উচিত নয় আমাদের। একটা মানুষকে আঘাত করার ফলে সেই আঘাত টা এক সময় আমরাও পেতে পারি। সবসময় মানুষের বন্ধু হয়ে থাকা উচিত। আসলে এখন বন্ধুত্বের সম্পর্ক খুবই কম টিকে থাকে। কারণ এখন আপন মানুষগুলো ই বেইমানি করে। কিন্তু আমাদের এরকম করা উচিত নয়। বরং সম্পর্ক টিকিয়ে রাখা উচিত।
আমার পোস্টটি পড়ে সত্যিই চমৎকার মন্তব্য করেছেন। আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।
বেশ দারুন একটি টপিক নিয়ে লিখেছেন আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো।আসলে শুধু বন্ধু নয় কোন মানুষকেই আঘাত করা উচিত না আমাদের। আঘাতের প্রতিদানে এমন আঘাত আমাদেরও ফিরে আসতে পারে।তাই সবার সঙ্গে ভালো সম্পর্ক ও বন্ধুসুলভ আচরণ করা আমাদের উচিত। দারুন লিখেছেন ভাই। ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন বন্ধু না কোন মানুষকে আঘাত করা উচিত না। অসাধারণ মন্তব্য করেছেন।
আপনার পোষ্টের সাথে আমি একমত। আসলে কখনো কোন বন্ধুকে আঘাত করতে নেই বা ছোট করতে নেই। বন্ধুত্বের সম্পর্ক এমন বিপদে-আপদে পাশে থাকা দরকার। আর সব বন্ধুকে হেয় করে শত্রু বানানো হচ্ছে বোকামি। আর এক একটা বন্ধু দশজন আপন লোক থেকে বিশ্বস্ত হয়। ভালো লাগলো আপনার পোষ্টটি পড়ে।
একদম খাঁটি কথা বলেছেন একজন বন্ধু দশজন আপন লোকের চেয়ে বিশ্বস্ত হয়। ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য শুনে।