ডাই :- ক্লে দিয়ে স্মার্টফোন তৈরি।

in আমার বাংলা ব্লগ3 hours ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আমি ক্লে দিয়ে খুব সুন্দর একটি স্মার্টফোন তৈরি করলাম। এখন তো সবাই ফোনের মধ্যে আসক্ত। কিন্তু বিশেষ করে ছোট বাচ্চারা এরকম ফোন গুলো দেখলে অনেক খুশি হয়। তাই আমি আজকে চেষ্টা করলাম একটি স্মার্ট ফোন তৈরি করার জন্য। ক্লে দিয়ে এই ফোন তৈরি করতে অনেক ভালো লাগলো। প্রথমে তো কার্টুন টি তৈরি করতে একটু অসুবিধা হয়েছিল।। আমি এখন চেষ্টা করি ক্লে দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করার জন্য। আপনাদের উৎসাহ পেয়ে আরও ভালো লাগে এই ধরনের জিনিস তৈরি করতে। আমি এখন সব সময় ভালো করে চেষ্টা করি তৈরি করার জন্য। আমি এটি কিভাবে তৈরি করলাম তা নিচে বর্ণনা করে শেয়ার করলাম। আশা করি আমার আজকের ডাই প্রজেক্ট আপনাদের ভালো লাগবে।

IMG_20241120_150117.jpg

প্রয়োজনীয় উপকরণ

• ক্লে
• গাম
• কাঁচি
• পেন্সিল
• স্কেল

IMG_20240624_132257.jpg

বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি হালকা হলুদ রঙের ক্লে দিয়ে মোবাইলের আকারের মতো করে ভাঁজ করে নিলাম।

IMG_20241120_144212.jpg

ধাপ - ২ :

এরপর উপরের অংশে একপাশে কালো রঙের ক্লে একই মাপে বসিয়ে নিয়ে নিলাম।

IMG_20241120_144227.jpg

ধাপ - ৩ :

তারপর ওপর আরেক পাশে একটি কার্টুনের মত করে হলুদ রঙের ক্লে বসিয়ে নিয়ে নিলাম।

IMG_20241120_144250.jpg

ধাপ - ৪ :

এরপর কার্টুনের চোখ মুখ এবং দুটি হাত অন্য কালারের কালে দিয়ে বসিয়ে নিয়ে নিলাম।

IMG_20241120_144317.jpg

ধাপ - ৫ :

এরপর কালো এবং সাদা রঙের ক্লে দিয়ে মোবাইলে ক্যামেরার মতো করে উপরের অংশে বসিয়ে নিয়ে নিলাম।

IMG_20241120_144305.jpg

ধাপ - ৬ :

এরপর মোবাইলের উপরের অংশের মতো করে একটি বৃত্ত একপাশে বসিয়ে নিয়ে নিলাম।

IMG_20241120_144343.jpg

শেষ ধাপ :

এভাবে খুব সুন্দর একটি স্মার্ট ফোন তৈরি করে নিয়ে নিলাম। আশা করি আমার তৈরি করা এই ফোন আপনাদের সবার অনেক ভালো লাগবে।

IMG_20241114_100529.jpg

IMG_20241114_100426.jpg

IMG_20241114_100506.jpg

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

IMG-20240904-WA0035.jpg

Sort:  
 3 hours ago 

Screenshot_20241120_171119_com.chrome.beta.jpg

Screenshot_20241120_170448_com.twitter.android.jpg

 3 hours ago 

আপনার তৈরি করা স্মার্টফোন অনেক সুন্দর হয়েছে। সবচেয়ে বেশি মাঝখানের কার্টুন টি দেখতে ভালো লাগলো। ক্লে দিয়ে আসলেই বেশ ভালোই জিনিস তৈরি করতে পারেন ধীরে ধীরে। শিখার কোন বয়স নেই। তাই নিজের মতো করে এভাবেই চেষ্টা করুন ভালো কিছু করে যাওয়ার জন্য।

 2 hours ago 

ক্লে দিয়ে কোন কিছু বানালে দেখতে অনেক ভালো লাগে। আর আপনি এত সুন্দর করে মোবাইল ফোন তৈরি করেছেন দেখে সত্যিই ভালো লাগলো ভাইয়া। আপনার দক্ষতা দেখে মুগ্ধ হলাম। অনেক সুন্দর হয়েছে ভাইয়া।

 2 hours ago 

ডাই ক্লে দিয়ে অসাধারণ একটি মোবাইল তৈরি করলেন ভাই। একেবারে নিখুঁত কাজ করেছেন তো। আর অভিনব ভাবনার জন্য আপনার তারিফ করতেই হয়। এমন সুন্দর মোবাইল আমি আগে কখনো দেখিনি, তাও ক্লে দিয়ে তৈরি করা। সবমিলিয়ে দারুণ একটি কাজ আমাদের সঙ্গে শেয়ার করেছেন।

 1 hour ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে ক্লে দিয়ে স্মার্টফোন তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ফোন দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। খুবই সুন্দরভাবে আপনি আপনার নিজের আইডিয়া এবং দক্ষতাকে কাজে লাগিয়ে ফোন তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 17 minutes ago 

ক্লে দিয়ে স্মার্টফোন তৈরি অনেক অনেক সুন্দর হয়েছে। আপনি খুবই দক্ষতার সাথে সৌন্দর্যময় এই আইডিয়া নিয়ে ফোনটি তৈরি করেছেন। দেখে ভালো লাগলো।