জেনারেল রাইটিং: আপন মানুষ

in আমার বাংলা ব্লগyesterday


আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম


Picsart_24-12-18_13-13-20-040.jpg

Photography device: Huawei P30 Pro-40mp

Photography device: photo editing by PicsArt app



জেনারেল রাইটিং পোস্ট


আমরা সকলে আপন মানুষ চিনতে ভুল করি। আবার অনেকে আপন ভেবে ভুল করে। অনেক সময় রয়েছে আপন মানুষকে আমরা মূল্যায়ন না করে, পরকে মূল্যায়ন করি। এর জন্য ক্ষতিগ্রস্ত হয়। আবার পরকে আপন ভেবে ক্ষতিগ্রস্ত হয়ে নিজের খারাপ আচরণের জন্য আপন কেউ পর করে ফেলি। ঠিক যেন পাথরকে মূল্যায়ন করতে গিয়ে হীরার টুকরাকে বিসর্জন দেওয়ার মত। আপন মানুষ সব সময় আপন থাকবে সেটা কিন্তু নয়। আবার আপন মানুষ সব সময় উপকারে আসবে সেটা কিন্তু নয়। তবুও আপন মানুষের সাথে ও পর মানুষের সাথে ভালো আচরণ ভালো ব্যবহার করে চলতে হবে, এটাই হতে হবে আমাদের প্রথম প্রতিজ্ঞা।

এরপর সিদ্ধান্ত নিতে হবে ব্যক্তি বুঝে তার সাথে কিভাবে আমাকে চলতে হবে। একজন মানুষকে চিনতে হলে জানতে হলে তার সম্পর্কে অনেক ধারণা নেওয়া প্রয়োজন থাকে। তবে কিছু ধারনা থাকে অতি গোপন যা মোটেও বোধগম্য নয়। এইজন্য আপন পর সবার থেকে নিজের কিছুটা দূরত্ব বজায় রাখতে হবে, যেটা লিমিট ক্রস করবে না। কথায় আছে, নিজের দুর্বলতা অন্যের মাঝে প্রকাশ করলে; অন্য ব্যক্তি সুযোগ বুঝে সেই দুর্বলতায় আঘাত করবে। তাই প্রথমত নিজের দুর্বলতা অন্যের মাঝে প্রকাশ করা যাবে না। এরপর অন্যের দুর্বলতায় আঘাত করা যাবে না। কারণ আপন মানুষ নির্বাচন করার ক্ষেত্রে নিজেরও আপন হতে হবে।

যারা বংশগতভাবে আত্মীয়তার বন্ধন নিয়ে আপন হয় তাদের মধ্যেও শত্রু থাকে পর মানুষ থাকে। তাই এমন মানুষদের সাথে বেশি মিল মহব্বত রাখতে হবে যারা প্রকৃতপক্ষে ভালো মানুষ এবং সর্বজনীন স্বীকৃত ভালো মানুষ। তবে ভালো মানুষ দ্বারা যে ক্ষতি হবে না এটা ভুলে গেলে চলবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে মাথায় রাখতে হবে এখন তো নিজের আপন মানুষেরা কঠিন ভাবে ক্ষতি করতে পারে। তাদের চিহ্নিত করতে হলে বেশ কিছু বিষয় মাথায় রাখতে। তার মধ্যে বড় কথা আপনার আপন মানুষ কখনো আপনার চোখকে ফাঁকি দিয়ে চলবে না, আপনার সাথে মিথ্যা বলবে না, আপনার কাছে কোন কিছু গোপন করবে না, আপনার সাথে ঘুরিয়ে পেচিয়ে কথা বলবে না, সামান্য কোন কিছু নিয়ে গলাবাজি করবে না, স্বার্থের অহংকার দেখাবেনা, ঠিক এমনই কিছু বিষয় থাকবে যেগুলো আপনি আপনার আপন মানুষের মধ্যে নির্ণয় করতেছে চেষ্টা করবেন। এগুলা বলি যদি আপনার সেই আপন মানুষের মধ্যে থাকে অবশ্যই বুঝবেন সে আপনার আপন নয়।

যেকোনো মুহূর্তে তার সেই স্বার্থের টানে আপনাকে আঘাত করবে। আর যদি এ জাতের গুণাবলী না থাকে তাহলে একটা নিশ্চয়তা আপনার মধ্যে থাকতে পারেন, এ ব্যক্তি দ্বারা আপনার ক্ষতির চেয়ে উপকার বেশি হবে। একান্ত আপন জনের মধ্যেও যদি এমন খারাপ গুণাবলী থাকে তাহলে সে যে কোন মুহূর্তে আপনার এবং আপনার অন্যান্য আপনজনের মধ্যে দ্বন্দ সৃষ্টি করতে পারে। কারণ আপনার ঘনিষ্ঠ ব্যক্তি যতই ভালো হোক না কেন সে যদি মিথ্যা কথা বলে চোখকে ফাঁকি দিয়ে চলে বিশেষ বিষয়ে কিছু গোপন করে চলে তাহলে জানবেন তার ভিতরে কিন্তু রয়েছে, কারণ রয়েছে, সন্দেহের কাজ রয়েছে। কারণ ভালো মানুষ কখনোই মিথ্যে থাকে প্রশ্রয় দেয় না, আপনজনের চোখে ফাঁকি দিয়ে কোন কিছু গোপন করতে চাই না। আর স্বার্থবাদী মানুষেরা কখনো আপন হয় না। মানুষ চেনার বেশ কিছু কৌশল রয়েছে। তবে তার মধ্যে তাদের চেনার বড় উপায় একটা, মন মানসিকতা অনেক ছোট হয়ে থাকে।

যেহেতু দুই দিনের এই দুনিয়াতে আমাদের সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। তাই কারো সাথে ঝগড়া বিবাদ শত্রুতা নয়। যে মানুষগুলো আপনার সাথে চলে প্রতিনিয়ত সম্পর্ক বজায় রেখে চলতে হয়। তাদেরকে মন থেকে চেনার চেষ্টা করতে হবে। যদি খারাপ গুণাবলী তাদের মধ্যে আপনি লক্ষ্য করেন। নিজ থেকে চেষ্টা করতে হবে সেগুলো শুধরে। সেগুলো তার দৈনন্দিন খারাপ অভ্যাসের দাঁড়িয়ে গেছে, তাহলে যতই আপন হোক না কেন তার কার্যকলাপ যতটা ঘৃণা করবেন তার চেয়ে তাকে বেশি দূরে রাখার চেষ্টা করবেন। কারণ মানুষকে ঘৃণা করা পাপ, বর্তমান সময়ে ঘৃণা না করতে পারলেও দূরে রাখার চেষ্টা করাটা বেটার। কারণ এখানে নিজের সেফটি, নিজের ভালো থাকার বিষয় রয়েছে। তাই আপন মানুষ যেন মনের মত হয় সে বিষয়গুলো নিজেদের খেয়াল রাখতে হবে।

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ



received_434859771523295.gif


পোস্ট এর বিবরণ


বিষয়জেনারেল রাইটিং
ফটোগ্রাফি ডিভাইসHuawei P30 Pro-40mp
ক্রেডিট@jannatul01
দেশবাংলাদেশ
ব্লগারআমার বাংলা ব্লগ কমিউনিটি


আমার পরিচয়


আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzpQii6mQVp5A4gDGCDR68W9RxwfgYXDkuSdrT6M7Y7xaaSUX484gjnbdCNf4usUnqiHpgSG4y2v9nUyHY.png

Sort:  
 yesterday 

আজকের কাজ সম্পন্ন

Screenshot_20241218_215746.jpg

Screenshot_20241218_215657.jpg

Screenshot_20241218_214858.jpg

 19 hours ago 

$PUSS এর সাথে সাথে Super Walk এর স্ক্রিনশটও শেয়ার করতে হবে, এটাও অবশ্যই পালন করতে হবে।

 yesterday 

আজ আপনি আপনার পোষ্টের মধ্যে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো একদম সঠিক কথা। কেননা আপনি যদি আপনার মনের দুর্বল এবং মনের কষ্টগুলো অন্যের কাছে শেয়ার করেন তখন কিন্তু তারা আপনার সেই দুর্বল জায়গা গুলোতে আঘাত দেওয়ার চেষ্টা করবে।