নাটক রিভিউ "আলতা সুন্দরী" ৩৬ তম পর্ব
কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি বাংলা নাটক রিভিউ নিয়ে। বৃন্দাবন দাস রচিত জনপ্রিয় এই নাটকের নাম আলতা সুন্দরী। এই নাটকে মোট ৬২ পর্ব। আজকে আমি উপস্থিত হলাম ৩৬ তম পর্ব রিভিউ করে শেয়ার করতে। চলুন তাহলে শুরু করি।
নাটকের নাম | আলতা সুন্দরী |
---|---|
রচনা | বৃন্দাবন দাস |
পরিচালক | সালাহউদ্দিন লাভলু |
অভিনয়ে | চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, শামীম জামান, রহমত আলী, ম ম মোরশেদ, জয় রাজ, রাশেদা চৌধুরী, মনিরা মিঠু, সাইকা আহমেদ, লারা লোটাস, পুতুল, ডায়না সহ আরো অনেকে। |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
ধরণ | হাস্যরসাত্মক এবং সামাজিক |
মোট পর্ব | ৬২ |
রিভিউ | ৩৬ তম পর্ব |
দৈর্ঘ্য | ১৪ মিনিট |
প্ল্যাটফর্ম | ইউটিউব @cdchoicedrama চ্যানেল |
চরিত্রেঃ
- শামীম জামান (আলতা সুন্দরী/নছের)
- আর খ ম হাসান (নায়ক মেসের)
- চঞ্চল চৌধুরী (রহিম বাদশা) সহ আরো অনেকে
গানের দলকে কেন্দ্র করে বেশ কিছুদিন হাসেম জোয়ারী আর গানের দলের ওস্তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। সকল কিছু কাটিয়ে আবারো সবাই একত্রিত হয়েছে। এখন সবার অপেক্ষার বিষয় রয়েছে আলতা সুন্দরী গানের দলে রিহার্সাল করতে আসবে কিনা। যেহেতু আলতা সুন্দরী অর্থাৎ নছের পারুলকে বিয়ে করেছে। পারুল তার স্বামীকে মেয়ে মানুষ সেজে নাচ গান করতে দিতে চায় না। বিষয়টা এখানে বেশ ঝামেলা সৃষ্টি করেছে গানের দলের জন্য। গানের দলের পুরাতন নায়ক মেসের যখন জানালো বিষয়টা, তখন গানের দলের ওস্তাদ সম্মতি না দিলেও নতুন নায়িকা মিস রানিকে গানের দলে ডাকার জন্য হাশেম জুয়ারী ও নসুভিলেন প্রস্তুত হলো। কিন্তু দেখা গেল মিস রানী মাসুমার সাথে প্রেম পিরিতি নিয়ে আলোচনা করছে। নসুভিলনকে পাত্তা দিল না। নসু ভিলেন ফিরে গেল। এদিকে রহিম বাদশা হঠাৎ মিস রানী ও মাসুমার গল্পের মধ্যে এসে উপস্থিত। রানী তাকে হিরো হিসেবে আখ্যায়িত করল। সে কিছুটা ইঙ্গিতে রহিমকে বোঝালো মাসুমাকে সে প্রেম করে কি। কোনমতে রহিম স্বীকার করলো না। সে আরো রানীকে খারাপ মেয়ে ভেবে সেখান থেকে সরে গেল।
এদিকে গানের দলের নতুন নায়ক বুলেট, গানের দলে উপস্থিত হয়েছে ঠিক কিন্তু তাকে দিয়ে কোন নায়ক পাঠ করানো হয় না। সে মাসুমার ঢাকা শহরে বিবাহ দেয়ার জন্য সম্বন্ধ জানাই তার মায়ের কাছে। কিন্তু মাসুমার মায়ের একটাই কথা, একটি মাত্র মেয়ে সে নিজের এলাকার মধ্যে বিয়ে দেবে। বিষয়টা মাসুমার বাবার কাছেও মাসুমার মা বলতে থাকে। মেয়ে বড় হয়েছে, তার মতিগতি ভালো না। বাবা যেন মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভাবে। কিন্তু মাসুমার বাবা যেন সেভাবে কেয়ার করল না। তাই মাসুমার আম্মা নিজেই মেয়েকে শাসন করতে থাকে। সে কেন রহিম এর মত একটি ছেলেকে গোপন কোন কথা দিয়ে আটকে রাখবে। এমন একটা বিষয়ে মাসুমা মায়ের মুখে উপর কথা বলতে পারল না। মাসুমার মা তাকে সাবধান করে দিল।
বিউটি তার ভাবিকে আনতে গিয়েছিল। তবে তার ভাবি তার সাথে বাড়িতে আসেনি। সেই আনন্দে আনন্দিত হয়ে বিউটির ভাই গুলজার বেশ হাসাহাসি করছে। ইচ্ছে মত বিউটি কে এটা সেটা বলতে থাকে। বিউটি তার ভাইয়ের অনেক কথা শোনার পর একটা কথা ক্লিয়ার করে বলে দেয়। তার ভাবি থানায় জিডি করেছে। ভাই গানের দলে যোগ দিক আর মিস রানীকে নিয়ে নাচ গান করুক, এটা যেন মাথায় রাখে সামনে তার বিপদ। বোনের মুখে এমন কথা শুনে গোলজার যেন ভয় পেয়ে গেল।
নসু ভিলেন আর গানের দলের ওস্তাদ এক নির্জন নিরালায় বসে গানের দল নিয়ে ভাবছে। ওস্তাদ যদি জানতো পারুলের সাথে আলতা সুন্দরীর বিয়ে হয়ে গেলে সে আর নাচ গানে আসবে না তাহলে ওস্তাদ দেরি করে বিয়ে দিত। কারণ ওস্তাদের সম্মতি যেন তাদের বিয়েতে আরো সহায়তা হয়েছে। নসু ভিলেন সেই সুযোগে বারবার মিস রানীর কথা উল্লেখ করতে থাকে। গানের দলের ওস্তাদ যেন মিস রানী আর নায়ক বুলেটকে সেভাবে পছন্দ করতে পারেনা। কারণ ওস্তাদ জানে যাকে দিয়ে যেই কাজ হবে তাকে দিয়েই সেই কাজ করাতে হবে। আলতা সুন্দরী পার্ট একমাত্র নছের এর কাছেই ভালো মানায়। এখানে মিস রানী সেভাবে কখনোই অভিনয় করতে পারবে না।
আলতা সুন্দরী নাটকের ৩৬ তম পর্বে আমরা বেশ কয়েকটা সমস্যা লক্ষ্য করেছি। একদিকে গুলজারের বউ বাড়িতে না এসে থানায় জিডি করেছে। মাসুমার আম্মা বুঝে গেছে তার মেয়ে গোপনে গোপনে প্রেম করে বেড়াচ্ছে বিষয়টা একটা সমস্যা। আরেক দিকে গানের দলের নায়িকা পাটকারি নছের গানের দলে আসছে না। তাহলে আলতা সুন্দরী পাটকে করবে এটাই বড় সমস্যার ব্যাপার। একাধিক সমস্যা এই পর্বে আমরা লক্ষ্য করেছি। যে সমস্যাগুলো সমাধান হতে হয়তো বেশ কিছু সময় লেগে যেতে পারে। তবে এই সমস্যা কেন্দ্রিক সুন্দর অভিনয় আমরা খুজে পেয়েছি মিস রানীর মধ্যে। মাসুমা গোপনে রহিম কে ভালবাসলেও রহিম বাদশা বুঝতে পারে না। কিন্তু মিস রানী সেটা প্রকাশ করে দেয় রহিমের কাছে। এদিকে গানের দলের ওস্তাদের অভিনয়টা বেশ নিখুত। যেন বাস্তব একটা কথোপকথন তার অভিনয়ের মধ্যে। সব মিলিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে গুলজারের চোখে ভয় দেখে। যে নিজের ক্ষমতা বংশের গৌরব নিয়ে ব্যতিব্যস্ত থাকতো। এখন তার দৃষ্টিতে যেন পুলিশ থানার ভয় বিরাজমান। এই পর্বের অভিনয়গুলো আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে।
রিভিউটি পড়ার জন্য ধন্যবাদ।
আমি মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের bidyut01 এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। এক পরিবার থেকে "আমার বাংলা ব্লগ কমিউনিটিতে" চারজন সদস্য রয়েছি। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ভালোলাগা রেসিপি তৈরি, নাটক রিভিউ, ভিডিও ও ফটোগ্রাফি করা সহ ভ্রমণ করতে পছন্দ করি। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে সদস্য হয়ে পোস্ট শেয়ার করার।
X--promotion
আজকের কাজ সম্পন্ন
চঞ্চল চৌধুরীর নাটক গুলো আমার খুব ভালো লাগে। যদি ওই নাটকটা অনেক পুরনো তাও আমার দেখা হয়নি। তবে আজকের পোষ্টের মাধ্যমে আমি এই নাটক দেখার প্রতি আগ্রহ বেড়ে গেল এবং আপনার পোষ্টের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। সময় পেলে নাটকটা একবার দেখব। ধন্যবাদ আপু আমাদের মাঝে নাটকের রিভিউ দেওয়ার জন্য।
ওর অভিনয় এখানে অনেক ভালো লাগার
অনেক ভালো লাগলো আপনার সুন্দর এই নাটক রিভিউ করতে দেখে। চমৎকারভাবে আজকে আপনি আমাদের মাঝে অসাধারণ একটি নাটক রিভিউ করে দেখিয়েছেন। আলতা সুন্দরী নাটকটা আমি এর আগে বেশ দেখেছি কিন্তু এখন বেশি একটা দেখা হয় না। তবে আপনার জন্য কিছুটা দেখার সুযোগ পেলাম।
আমার অনেক ভালো লাগে
অনেক সুন্দর করে আপনি আজকে আলতা সুন্দরী নাটকের ৩৬ তম পর্বের রিভিউ আমাদের সবার মাঝে শেয়ার করেছেন। এই নাটকের বেশ কয়েকটা পর্বের রিভিউ আমার পড়া হয়েছে। আপনি অনেক সুন্দর করে নাটকের পর্বগুলো সবার মাঝে শেয়ার করছেন। আশা করছি এভাবে সবগুলো পর্বের রিভিউ শেয়ার করবেন।
সম্পূর্ণ নাটকটা দেখবেন আপু