স্বরচিত একগুচ্ছ সচেতন মূলক অনু কবিতা
আসসালামু আলাইকুম
কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম একগুচ্ছ অনু কবিতা নিয়ে। কিছু বাস্তবতার অনুভূতি থেকে ছোট ছোট কবিতা লেখার চেষ্টা করেছি। আশা করব আমার এই চারটা কবিতা আপনাদের আবৃত্তি করতে ভালো লাগবে। তাহলে আর দেরি না করে কবিতাগুলো আবৃত্তি করার চেষ্টা করি।
তার কাছে করবো না মাথা নত।
সুযোগ সন্ধানে আপন সেজে
হৃদয়টাকে করবে ক্ষত।
যতই সে কাছে আসুক ভালোবাসুক অবিরত
সবকিছু ভুলে নিজেই চলবো নিজের মত।
কারন আমিই আমার আপন জনা
একথাই সত্য একশতে একশতো।
খুজিনা সৃষ্টিকর্তা তোমায়।
অলসতায় পার করে দেই
আমার মূল্যবান সময়।
মনে করি না পরকালের কথা
অবহেলায় দিন চলে যায়।
ভেবে দেখি দিনশেষে
তুমি ছাড়া,আপন কেহ নাই।
সুন্দর একটি জীবন।
প্রশান্তি খোঁজে ভালবেসে
রঙিন স্বপ্নের সাজাতে চাই ভুবন।
সব স্বার্থ যদি নিজেরই জন্য
অন্যকে দিলা কি?
অপরের মন বোঝা প্রয়োজন
এটাই দুনিয়ার রীতি।
করিও না ভিক্ষা
করিও না কভু তুমি চুরি।
অন্যের হক মেরে খেয়ে
মুচকি মুচকি হাসি দিয়ে
ভেবো না হয়েছে আমার সেঞ্চুরি।
ভোগে নায় সুখ
যতই লাগে ভুক
ভাগ দিও পাওনাদারের।
বাঁচার সুযোগ দিও
ভালোবেসে হাসি নিও
কোন এক পথিক অনাহারের।
কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমাদের সুস্থভাবে জীবন যাপন করতে হলে অনেক কিছুর সম্মুখীন হতে হয়। জীবন চলার পথে অনেকে আপন হয় আবার পর হয়ে যায়। তবে সবকিছুর মাঝে নিজের মান সম্মান নিজের মর্যাদা ধরে রাখতে হবে সঠিক পথে চলে। তবে এই সঠিক পথে চলার মাঝে মহান সৃষ্টিকর্তার ভুলে থাকলে চলবে না। তার দেওয়া নেয়ামত যেমন আমরা উপভোগ করব তেমনি তার নিয়ম নীতি মেনে চলতে হবে। জীবন চলার পথে নিজের স্বার্থ বুঝলেই হবে না অন্যের ভালো-মন্দ টাও বোঝার চেষ্টা করতে হবে। যেখানে নিজের মানবতা ঠিক থাকবে। নিজের সামান্য সহযোগিতার মধ্য দিয়ে আরেকজনের বেঁচে থাকার সুযোগ এনে দেওয়া যাবে। ঠিক এমনই চারটা বিষয় একত্রিত করে আমার চিন্তা ভাবনা এবং চারটা ছোট ছোট কবিতা। জানিনা কবিতার মধ্য দিয়ে কতটা মেসেজ দিতে পেরেছি। তবে মেসেজ থাকবে নিজেকে টিকিয়ে রাখতে হবে সঠিক পথে এবং অন্যকে সঠিক পথ দেখিয়ে সহযোগিতা করতে হবে।
আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।
গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে খুব সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন আপু। আপনার অনু কবিতাগুলো পড়ে বেশ ভালো লাগলো।এটা থেকে আমাদের অনেক কিছুর শেখার আছে।
সচেতন মূলক অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভীষণ ভালো লাগলো। আপনার কবিতার টপিক আমার কাছে অনেক ভালো লেগেছে। আর কবিতার গুলোও বেশ চমৎকার হয়েছে। খুব সুন্দর ছন্দ সাজিয়ে লিখেছেন কবিতা গুলো। ধন্যবাদ আপু।
আজকে আপনি ভিন্ন ভিন্ন টপিক নিয়ে সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো পড়ে আমার কাছে খুব ভালো লাগলো। আসলে ছোট ছোট মনের অনুভূতি দিয়ে অনু কবিতা লিখলে পড়তে অসাধারণ লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
X-promotion
আজকের কাজ সম্পন্ন
আপনার লেখা অনুভূতিগুলো পড়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।