স্বরচিত একগুচ্ছ অনু কবিতা
আসসালামু আলাইকুম
কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম একগুচ্ছ অনু কবিতা নিয়ে। আমার আজকের ছোট ছোট এই কবিতাগুলোর মধ্যে থাকবে বেশ বিভিন্ন রকমের ভালোলাগার অনুভূতি। সেই সমস্ত অনুভূতিকে কেন্দ্র করেই লিখেছি কবিতাগুলো। আশা করব আপনারা মনোযোগ সহকারে আমার কবিতাগুলো আবৃত্তি করে বুঝবেন। তাহলে কবিতা আবৃত্তি শুরু করা যাক।
উড়ে উড়ে যেতে মন চায়।
যেখানে থাকে প্রাণো বন্ধু
সুখের নীলিমায়।
খুঁজে ফিরব অরণ্যের মাঝে
যেখানে পাক পাখালিরা গান গায়।
সর্বখানে থাকবো আমি
থাকবো বন্ধুর কলিজায়।
ভেসে ভেসে যায় যেমন।
যত ব্যথা দাও গো বন্ধু
আমিও থাকবো তেমন।
ফিরে আসবো বারবার
জলে ভেসে আসার মত।
তোমায় অনেক ভালোবাসি
আর বুঝাবো কত।
হরিণের সাথে লাফিয়ে বেড়ায়।
যেখানে কোন বাঘ মামা নাই
দিন রাত কাটাবো নির্জনতায়।
থাকবে কি পাশে বন্ধু তখন
আমার হাত দুটি ধরে।
হরিণের বেশে রাখবে নজর বন্দী
আমায় ভাল বেসে বেসে।
আমার কপালে দিও।
তোমায় কত ভালবাসি
অন্তর দিয়ে বুঝে নিও
ভালোবাসি মন থেকে বন্ধু
তাই তো ছুটে ছুটে আসি।
কুয়াশার চাদরে জড়িয়ে রেখো
মুখে রেখো মিষ্টি মিষ্টি হাসি।
কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।
কখন মানুষের মনের মধ্যে কোন অনুভূতি এসে বাসা বাঁধে কেউ জানে না। ঠিক এই সপ্তাহে যখন আমি ছোট ছোট কবিতা লেখার জন্য উপস্থিত হয়েছিলাম মোবাইলের কিপ নোটে। তার আগেই যেন সুন্দর অনুভূতি মনের মধ্যে বাসা বেঁধে নিয়েছিল। তাই দ্রুত পেজ ওপেন করেই যেন লিখার চেষ্টা করেছিলাম তাড়াহুড়ো করে। কখনো প্রিয়জনের প্রতি ভালোলাগা ও ভালোবাসার অনুভূতি আসে। মাঝেমধ্যে কুয়াশা ও শিশির ফোটা দেখে প্রিয়জনকে ভালবাসতে সাধ জাগে। বাড়ির মানুষের কোলহল ছেড়ে মন চায় চলে যায় সুন্দর বনে কোন অচেনা জায়গায়। যেখানে কোন বাঘ মামার ভয় নেই, রয়েছে স্বাধীনভাবে হরিণের চলাচল। আবার যেন মনে হয় ভালবাসার মানুষ যতই অবহেলা করুক না কেন পানিতে ভেসে থাকা শেওলার মত বারবার ভেসে আসবো তার হৃদয়ে। আর এভাবেই যেন আমার প্রত্যেকটা ছোট ছোট অনুভূতি কবিতার লাইন আকারে রূপ দেওয়ার চেষ্টা করেছি।
আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।
অনেক সুন্দরভাবে ছোট ছোট কবিতা লিখে শেয়ার করেছেন আপনি। আপনার লেখা চমৎকার এই কবিতা পড়ে মুগ্ধ হলাম ভাবি। বেশি দারুন লিখেছেন। ভালোবাসার কবিতা যেন রং মেখে রয়েছে এখানে।
আপনি খুব সুন্দর একগুচ্ছ কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার প্রত্যেকটা অনু কবিতা দারুন ছিল। বিশেষ করে শেষের অনু কবিতা টা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। শীতের প্রকৃতি নিয়ে কবিতাটা লিখেছেন। ধন্যবাদ আপনাকে এত চমৎকার একগুচ্ছ অনু কবিতা শেয়ার করার জন্য।
খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন।আপনার অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো। প্রত্যেকটা কবিতা ভালো লেগেছে আমার।
আপনার লেখা সৌন্দর্যময় এই অনু কবিতা গুলো পড়ে ভালো লাগলো। খুবই সুন্দর ভাষায় কবিতা গুলো লিখেছেন অসাধারণ ছিল।
বাহ দারুন ছন্দ মিল রেখে বেশ কিছু ভিন্ন ভিন্ন ভাব সম্পন্ন অনু কবিতা লিখেছেন। কবিতাগুলোর মধ্যে প্রেম ভালোবাসা নামক মাহয়াময় বন্ধনের স্মৃতি কথা ফুটে উঠেছে। যা আসলেই প্রশংসনীয়।চেষ্টা চালিয়ে যান এভাবেই অনু কবিতা লিখতে লিখতে এক সময় পূর্ণাঙ্গ কবিতা লিখে ফেলতে পারবেন।
আপু আজকে আপনি চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। ছোট ছোট মনের অনুভূতি দিয়ে অনু কবিতা লিখলে পড়তে বেশ ভালো লাগে। তবে ভিন্ন ভিন্ন টপিক নিয়ে চমৎকার অনু কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। সত্যি আপু আপনি অসাধারণ অনু কবিতা লিখেন।
ছোট ছোট লাইন দিয়ে ছন্দের মিল করে অনেক সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন আপু।আপনার অনু কবিতা গুলা পড়ে অনেক ভালো লাগলো আপু। এমনিতে কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ অনেক সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বর্তমান কমিউনিটিতে সবাই বেশ সুন্দর সুন্দর অনু কবিতা পোস্ট করে থাকে। আপনিও অনেকগুলো অনু কবিতা পোস্ট করেছেন আজকে। বেশ ভালো লাগলো ধন্যবাদ।