ফসলের মাঠ থেকে ধারণ করা বেশ কিছু রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ21 days ago


আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। বিভিন্ন প্রকার রেনডম ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব। মনে করি, আমার এই ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।

GridArt_20240710_234017873.jpg

photo editing by college maker gridArt app


এখন বর্ষার সময়, ফাঁকা মাঠগুলোতে লক্ষ্য করা যায় এমন বনফুল ফুটে থাকতে। ছোট থেকে লক্ষ্য করে আসছি বাড়ির আশেপাশের ফসলের জমিতে বর্ষার সময় এমন বিভিন্ন প্রকারে আগাছা জন্মায়। তবে এগুলো ফসলের জমিতে বেশ উপকারে আসে যদি চাষ করে নষ্ট করে দেওয়া হয়। এক সময় জৈব সার হিসেবে কাজ করে। তবে যাই হোক পুকুর পাড়ে যেতে একদিন লক্ষ্য করে দেখলাম পাশের ধানের জমিতে বেশি এমন অনেক আগাছা জন্মেছে। তবে দূর থেকে তাকিয়ে দেখলাম অনেক হলুদ ফুল ফুটেছে সেখানে। আর সে হলুদ ফুলে হলুদ প্রজাপতি বারবার আসছে যাচ্ছে বসছে উড়ছে। এমন সুন্দর চিত্র দেখে বেশ মন মুগ্ধ হলো, আমিও একটু এগিয়ে গেলাম সেই দিকে। যেন অনেকদিন পর ফসলের মাঠে বন জঙ্গলের মধ্যে অন্যরকম ভালোলাগা খুঁজে পেলাম। ফটো ধারণ করার মুহূর্তে মনে পড়ল অতীতের সেই সুন্দর দিনগুলোর কথা। যখন আমরা আমাদের ছোট ছোট বান্ধবীদের সাথে এই বন গাছ থেকে ফল সংরক্ষণ করতাম। ফটো ধারনের মুহূর্তে কত কথা মনে আসলো অতীত জীবনের। আর সে সমস্ত স্মৃতি স্মরণ করতে করতে ফটো ধারণ করে ফেললাম।

IMG_20240707_090319.jpg

IMG_20240707_090325.jpg

IMG_20240707_090339.jpg

IMG_20240707_090328.jpg


আমাদের পুকুর পাড়ে অনেক প্রকার কলা গাছ রয়েছে। তবে তার মধ্যে তরকারি খাওয়া কলা গাছ রয়েছে অনেক। কলা সারা বছর কম বেশি আমাদের পুকুরপাড়ের গাছে থেকে থাকে। আর সেই কলা তরকারি রান্না করে খাওয়া হয়। কিছুদিন আগে আমরা পুকুরপাড়ায় সবজি তুলতে গিয়ে কলা সংরক্ষণ করলাম। একটা গাছ থেকে কলা সংরক্ষণ করলে বেশ অনেকদিনের তরকারি হয়। এ কলা মাছ দিয়ে বা অন্যান্য সবজি দিয়ে রান্না করা হয়। এখন বাজারে কাঁচা কলার দাম অনেক বেশি। তবে সেই দিক থেকে আমরা নিশ্চিন্তে নিজেদের পুকুরপাড়ের কলা গাছ থেকে সংরক্ষণ করে টাটকা রান্না করে খেতে পারি।

IMG_20240707_183835.jpg

IMG_20240707_183838.jpg

IMG_20240707_183859.jpg


এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবজি বাগানের মধ্যে ঢেঁড়স গাছে বেশ ফল ও ফুল ফুটেছে। মূলত আমাদের সবজি বাগানে এই সমস্ত সবজিগুলো উত্তোলন করার জন্য এসেছিলাম আমরা। গত বছর আমাদের সবজি বাগানে বিভিন্ন প্রকার শাকসবজি ছিল কিন্তু এবার তত বেশি একটা উৎপাদন করতে সক্ষম হয়নি। দীর্ঘদিন ছোট ভাইয়া ঢাকাতে থাকায় এবার সবজি নষ্ট হয়ে গেছে। তারপরেও যা রয়েছে আলহামদুলিল্লাহ সিতাই উঠিয়ে নিয়ে আসা হয় এবং রান্না করে খাওয়া হয়। পুকুর পাড়ে এমন সবজি বাগান থাকলে সত্যি আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা। যে কোন মুহূর্তে পুকুরপাড় থেকে তুলে আনতে পারি এবং রান্না করতে পারি।

IMG_20240708_090911.jpg

IMG_20240708_090920.jpg

IMG_20240708_090932.jpg


পুকুরপাড়ে সবজি উত্তোলন করতে গিয়ে লক্ষ্য করে দেখলাম একটা সুন্দর প্রজাপতির চোখের সামনে উড়ে আসলো এবং একটি বনলতার সাথে বসে পড়ল। তাই তখনই আমার খুব ইচ্ছে জাগলো এটার একটা ফটো ধারণ করব। বাড়িতে চলে আসার মুহূর্তে ফটো ধারণ করার ইচ্ছে হচ্ছিল না তারপরেও কেন জানি ইচ্ছে হলো ফটো ধারণ করে। তাই বেশ অনেকগুলো ফটো ধারণ করে ফেললাম একের পর এক। আমি মাঝেমধ্যে একটা চিন্তা ভাবনা করে দেখি আমাদের ফসলের মাঠের দিকেই তো লক্ষ্য করি অনেক প্রকার প্রজাপতি, না জানি দুনিয়ার বুকে কত প্রকার প্রজাপতি রয়েছে। এখানে আসলে অনেক প্রকার প্রজাপতির দেখা মেলে। বেশ ভালো লাগে বিকেল মুহূর্তে এই সমস্ত পোকাগুলো সামনে ওরা উড়ে করলে। শুধু যে বিকেল মুহুর্তে পুকুরে আসা হয় তা কিন্তু নয় সকালেও আসতে হয় এভাবে। এজন্য প্রাকৃতিক পরিবেশ থেকে বেশ ফটো ধারণ করার সুযোগ মিলে আমাদের।

IMG_20240707_085446.jpg

IMG_20240707_085551.jpg

IMG_20240707_085558.jpg

IMG_20240707_085628.jpg

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


ডিভাইসInfinix Hot 11s
বিষয়মাঠ থেকে ফটোগ্রাফি
লোকেশনগাংনী- মেহেরপুর
ক্রেডিট@jannatul01
দেশবাংলাদেশ ‌


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png

Sort:  

image.png
CONGRATULATIONS!!
This post has been upvoted - Steem's Angels with @steemcurator09/ Curated by: @weisser-rabe

Dreams with butterflies - from the past and in the near future ;-))

 20 days ago 

আমার কাছে রেনডম ফটোগ্রাফি গুলো সব সময় অনেক ভালো লাগে। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।বিশেষ করে ঢেঁড়স গাছ ও ফুল এবং প্রজাপতির ফটোগ্রাফি টা বেশি ভালো লেগেছে। আপনি ফটোগ্রাফির সাথে অনেক সুন্দর বর্ণনা শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

 14 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। ফসলের মাঠ থেকে ধারণ করা বেশ কিছু রেনডম ফটোগ্রাফি। প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে বেশ ভালো লেগেছে ।এর মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছে সুদর্শন প্রজাপতি এর ফটোগ্রাফি।

 14 days ago 

অনেক সুন্দর মন্তব্য করেছেন

 20 days ago 

বাহ আপনি তো দেখতেছি ফসলের মাঠ থেকে বেশ চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। এই ধরনের সবুজ শ্যামলা ফটোগ্রাফি গুলো দেখলে খুব ভালো লাগে। তবে আপনার সবগুলো ফটোগ্রাফি আমার কাছে অসম্ভব ভালো লাগলো । তবে ঢেউস ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। যদিও আমরা ঢেউসকে ভেন্ডি বলে থাকি। সুন্দর ফটোগ্রাফি করে আমাদের মাঝে অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন।

 14 days ago 

অনেক অনেক ভালো লাগলো আপনার চমৎকার মন্তব্য

 19 days ago 

আপনি দেখছি চমৎকার সুন্দর করে ফটোগ্রাফি করেছেন। আপনাদের পুকুরপাড়ে কাঁচ কলা অনেক সুন্দর হয়েছে। ঠিক বলেছেন আপনি কাঁচ কলার অনেক দাম বাজারে। আগাছার হলুদ ফুলগুলো আকর্ষণীয়। ঢেঁড়স গুলো ভীষণ লোভনীয় লাগছে দেখতে। সুন্দর করে প্রজাপতির ফটোগ্রাফি করেছেন আপু প্রজাপতিটি যেন আপনাকে ছবি তোলার জন্যই সুযোগ করে দিয়েছে। ধন্যবাদ আপনাকে চমৎকার চমৎকার সব ফটোগ্রাফি করে আমাদের সঙ্গে ভাগ করেন নেয়ার জন্য।

 14 days ago 

আশা করব এই ভাবে পাশে থাকবেন

 17 days ago 

প্রাকৃতিক ফটোগ্রাফি গুলা আমার কাছে খুব ভালো লাগে। আপনি বেশ দারুন দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। বন ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মন ভরে গেলো দেখে মনে হচ্ছে এক টুকরো সবুজের সমারহ। ধন্যবাদ আপু

 14 days ago 

ভালো লাগলো আপনার মন্তব্য

 14 days ago 

শুকরিয়া আপু দোয়া করি ভালো থাকবেন।

 16 days ago 

ফসলের মাঠ থেকে সংগ্রহ করা ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে আপু।তবে প্রজাপতির ফটোগ্রাফি টা আমার কাছে বেশি ভালো লেগেছে। বেশ কিউট লাগছে প্রজাপতিটাকে।ধন্যবাদ আপু সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 14 days ago 

আরো বেশ কিছু ফটো আছে প্রজাপতির