অনেক সুন্দর অনুভূতিতে গড়া আপনার আজকের কবিতা। যেন অন্যরকম অনুভূতি খুঁজে পেয়েছি আপনার কবিতার মাঝে। রাতে কিন্তু বাদুর থেকে শুরু করে কিছু কিছু পাখি জেগে থাকে। বিশেষ করে আমি দুইটা জিনিস এর নাম জানি হুতুম পেঁচা বাদুর এ পাখি দুটো ডানা ঝাপটে বেড়ায়। এছাড়াও অন্যান্য রাত চরা পাখি রয়েছে। অনুভূতিটা যেন এমন ছিল মনে হচ্ছিল আমি নিজেও অনুভব করছি আকাশের শুকতারা একদিকে চাঁদ নিঝুম রাত কেউ জেগে নেই প্রিয় মানুষটা ঘুমিয়ে রয়েছে। যেন অন্যরকম এখন অনুভূতি। খুব ভালো লাগলো দাদা আপনার কবিতাটা।