এক শ্রেণীর মানুষ রয়েছে যারা অন্যের ঘাড়ের বোঝা হয়ে থাকতে পছন্দ করে কিন্তু বুঝতে পারেনা তাদের বোকামিটা। হয়তো আপনজন বুঝতে দেয় না কষ্ট লাগা খারাপ লাগার অনুভূতি। তবে দিনশেষে তারা এক প্রকার বোঝা স্বরূপ। প্রিয়জনরা সামনে থেকে যতই ভালোবাসা দেখা মন থেকে বা পিছন থেকে কখনোই তাদেরকে পছন্দ করে না তাদের অলসতা জন্য। আপনার লেখা আমার কাছে অনেক ভালো লাগলো। বেশি জ্ঞান সমৃদ্ধ বিষয় আলোচনা করেছেন।