গ্রামে একটি বট গাছ মানে, একটি বাজার বসবেই।।
বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে বট গাছের নিচে গ্রাম্য বাজার নিয়ে একটি ব্লগ শেয়ার করবো।
আমরা সবাই জানি যে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। বাংলাদেশের আনাচে কানাচে সাপের মত আঁকাবাঁকা হয়ে ছড়িয়ে রয়েছে বিভিন্ন নদ নদী। আর এই নদ-নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে বিভিন্ন জনবসতি। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পায়, পৃথিবীতে যত শহর রয়েছে, যত জনবসতি রয়েছে এর বেশি অংশ কোন না কোন নদী বা সাগরকে কেন্দ্র করে ঘরে উঠেছে। কারণ আধুনিক যুগের আগে মানুষ নদীপথে বেশি যাতায়াত করতো। আর সেই ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে।
গতকাল একটি দাওয়াতে হঠাৎ আমি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া এসেছি। গতকাল রাত ৯ঃ৩০ মিনিটের মহানগর এক্সপ্রেস ট্রেনে চড়ে ১২টার সময় ব্রাহ্মণবাড়িয়া এসে পৌঁছেছি। আপনারা সবাই জানেন যে বর্তমানে বাংলাদেশে প্রচুর শীত পড়েছে। ঢাকা শহরসহ সারাদেশেই শীতের তীব্রতা বেড়েছে। হয়তো আরো এক সপ্তাহ এই শীতের তীব্রতা থাকবে। সকালবেলা ঘুম থেকে উঠে উঠতে ১১ টা বেজে গেছে। কারন শীতের কারনে উঠতে একটু দেরি হয়ছে। জুমার নামাজের আযান দেওয়ার পরে গোসল করে নামাজ পড়ে দাওয়াতে চলে গেলাম।
আমি যে আত্মীয়ের বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম। সেই গ্রামটি তিতাস নদীর পাড়ে অবস্থিত। সেই নদীকে কেন্দ্র করেই তাদের গ্রামে জনবসতি শুরু হয়েছে। আমরা খাওয়া-দাওয়া করে আসার পথে সেই গ্রামের বাজারে গিয়েছিলাম। শীতকালে দিন খুব ছোট থাকে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। বাজারের মধ্যে বিশাল একটি বটগাছ রয়েছে। আর এই বট গাছকে কেন্দ্র করে বাজারটি তৈরি হয়েছে।
আমরা অনেক ইতিহাসের মধ্যে পড়েছি যে আগেরকার দিনে বটগাছ কে কেন্দ্র করে বাজার বসতো। বটগাছটি একবারে নদীর কিনারে অবস্থিত। আর বট গাছের চারপাশে বিভিন্ন ধরনের দোকান বসেছে। সন্ধ্যার পরে গ্রামের সব মানুষ বাজারে আসে। সারাদিন বিভিন্ন ধরনের কাজ কাম করে সন্ধ্যার পরে বাজারে এসে একত্রিত হয়। একে অপরের সাথে বিভিন্ন কথাবার্তা বলে। বিভিন্ন জিনিসপত্র কেনাকাটা করে।
আমরা সন্ধ্যার পরে বাজারের মধ্যে প্রবেশ করেছিলাম। গ্রাম্য বাজার হলেও এখানে রাত্রিবেলা অনেক কিছু কেনাকাটা করা যায়। গিয়ে দেখি মাত্র নদী থেকে মাছ ধরে এনে বিক্রয় করছে। মানে দিনের বেলা যে মাছগুলো নদী থেকে ধরেছে, সেগুলো সন্ধ্যার পরে বাজারে এনে বিক্রয় করে। আবার বিভিন্ন ধরনের শাকসবজিও সন্ধ্যার পরে বিক্রয় করা হয়। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো গ্রাম্য বাজারটিতে সন্ধ্যার পরে ফুচকা, চটপটি, ভেলপুরি, ভাপা পিঠা, পুলি পিঠা, আখের রস পাওয়া যায়।
খুব সুন্দর সাজানো গোছানো একটি বাজার। শুনেছি নদীতে যখন পানি ভরপুর থাকে তখন বাজারটি আরো জমজমাট থাকে। গরমের সিজনে নদীর পানির ঠান্ডা বাতাস বাজারে আসে। সে উপলক্ষে বাজারে প্রচুর মানুষের সমাগম হয়। এই গ্রাম্য বাজারটিকে দেখে আমার বই পুস্তকের গ্রাম্য বাজারের কথা মনে পড়ে গেল। যদিও বর্তমানে বট গাছের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। তবে যেখানে আমি বটগাছ দেখেছি সে বট গাছকে কেন্দ্র করে কোন না কোন জনবসতি দেখেছি। যেখানে একেবারে মানুষ নেই, সেখানে বট গাছের নিচে দু চারটি দোকান হলেও রয়েছে। এটা যেন বট গাছের একটি জাদু। যেখানে বটগাছ থাকবে, সেটার বদৌলতে কিছু জনবসতি গড়ে উঠে।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
Device -Realme-53
Location- Brahmanbaria.
Date-03-01-2025
Photographer- @joniprins
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Task Done