You are viewing a single comment's thread from:

RE: মুভি রিভিউ: 12th Fail

in আমার বাংলা ব্লগ7 months ago

সাধারনত সব দেশের পরিচালকগণই যে বিষয়ের উপর মুভি নির্মাণ করবেন, সে বিষয়ের উপর গল্পটা আগে লিখে ফেলেন। হুট করেই তারা কোন মুভি নিমার্ণ করেন না। একটা বিষয়ের উপর অনেক গভেষনা করে তারপর মুভি নিমার্ণ করেন। আজকে আপনি যে 12th Fail মুভির রিভিউ শেয়ার করেছেন,সেটা খুবই শিক্ষনীয় একটি মুভি। সাধারনত আমরা কোন কাজে এক দুইবার ফেইল হলেই হাল ছেড়ে দেয়। আমরা সর্বউচ্চ তিনবার চেষ্টা করি। আর এই মুভিতে মনোজ ছেলেটি বারো বার ফেইল করেও হাল ছাড়েনি। সে শত বাধা উপেক্ষা করে এগিয়ে গেছে। শুধু যে পড়াশোনা করেছে তা নয়। বরং হাড় ভাঙ্গা কাজ করে সংসারের খরচও চালিয়েছে। সারাদিন রাত মিলিয়ে মাত্র ৬ ঘন্টা একটা ছোট রুমের মধ্যে পড়তো আর বাকি সময় আটা ভাঙাতো। আসলে এই মুভিটার গল্পের মধ্যে একটা মোটিভেশনাল বিষয় লুকিয়ে আছে। মনোজ তার স্বপ্নকে এতো জঞ্ঝাটের মধ্যে দিয়েও নিভে যেতে দেয়নি, কারো যদি লক্ষ্য সুদৃঢ় থাকে তাহলে সে তার লক্ষ্যে অবশ্যই একদিন না একদিন পৌঁছাতে পারে আর তার একটা উদাহরণ এই মনোজ। মুভিটা যদিও আমার দেখা হয়নি,তবে মুভিটার মাধ্যমে শিক্ষা পেলাম। ধন্যবাদ দাদা।