You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন- ৩৪৭| লাভ ম্যারেজ করার ক্ষতিকর দিকগুলো কি কি?

in আমার বাংলা ব্লগ7 months ago

লাভ ম্যারেজ করার ক্ষতিকর দিকগুলো কি কি?

লাভ ম্যারেজ দুই ভাবে হয়। প্রথম- পরিবারকে মানিয়ে বিয়ে করে ফেমিলির সাথে থাকে। দ্বিতীয়- পালিয়ে বিয়ে করে আলাদা থাকা। আমি দুইটার ক্ষতিকর দিক গুলো তুলে ধরছি।

০১/ পাড়ার কিছু কুটনি মহিলাদের কুনজরে পড়তে হবে।
০২/ বিয়ের পরের দিন সকাল থেকেই রান্না করতে হবে।
০৩/ রুটি পুড়ে গেলো বলবে আটা দুই নাম্বার।
০৪/ আপনাকে মনে মনে পছন্দ করে এমন কিছু কাজিন আপনার সাথে কথা বলা বন্ধ করে দিবে।
০৫/ বিয়ের পরে সংসারে কোন জামেলা হলে সব দুষ পড়বে সেই লাভ ম্যারেজের উপর।
০৬/ বাচ্ছা কাচ্ছা হলে একা একা লালন পালন করতে হবে।
০৭/ বিয়ের পরে চকলেটের দাম বেড়ে যাবে।
০৮/ লাভ ম্যারেজ করলে দুই তিন মাস পরে কেয়ারিং,প্রেম-ভালোবাসা কমে যায়।
০৯/ স্বামী স্ত্রী জগড়া লাগলে থামানোর মত মানুষ থাকে না।
১০/ স্বামীর সাথে রাগ করে বাপের বাড়ি যেতে লজ্জা করে,হা হা হা।😂

এছাড়া আরো অনেক আছে। বললে কয়েক রিম খাতা লাগবে,হে হে হে।😛

Sort:  
 7 months ago 

ভাই আপনি দেখছি অনেকগুলো পয়েন্ট তুলে ধরেছেন। লাভ ম্যারেজ করলে আসলেই কি ২-৩ মাস পরে ভালোবাসা কমে যায়! আপনার পয়েন্ট গুলো পড়ে মানুষ তো ভয়ে লাভ ম্যারেজ করবেই না।