কিছু ফলের ফটোগ্রাফি।।
বাংলা ভাষার কমিউনিটি-
হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন।
আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে বেশ কিছু ফলের ফটোগ্রাফি শেয়ার করবো। আজকের ফলের ফটোগ্রাফি গুলো অনেকদিন আগে ক্যাপচার করেছিলাম। এখনো আপনাদের সাথে সেগুলো শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজকে আপনাদের সাথে কিছু ফলের ফটোগ্রাফি শেয়ার করা যাক।
আমার স্টোক ফোল্ডারে অনেক ধরনের ফটোগ্রাফিই রয়েছে। সেগুলোর মধ্যে থেকে অনেকগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আরো অনেক ফটোগ্রাফি এখানে রয়েছে। কত জায়গায় গিয়েছি, কত ধরনের ফটোগ্রাফি করেছি। সবগুলো তো এখনো শেয়ার করা হয়নি। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে এক একটা মুহূর্তের স্মৃতি। এ ফটোগ্রাফি গুলো দেখলেই সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। আমার স্টোক ফোল্ডারে ফটোগ্রাফিগুলো থাকলে হয়তো কোন এক সময় হারিয়ে যেতে পারে। ল্যাপটপ কম্পিউটার, মোবাইল কোন সময় চুরি হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তখন হয়তো ফটোগ্রাফি গুলো আর পাবে না। কিন্তু এই প্লাটফর্মে যদি ফটোগ্রাফি গুলো একবার শেয়ার করতে পারি, তাহলে সেগুলো আজীবন থেকে যাবে। দুই বছর বা পাঁচ বছর পরে হলেও ফটোগ্রাফি গুলো দেখা যাবে। সেজন্য আপনার আপনাদের সাথে শেয়ার করা।
Date-19-06-2024 Location-Kasba,Brahmanbaria.
আপনারা প্রথমেই কিছু ফলের ফটোগ্রাফি দেখতে পেলেন। আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। যেগুলো তখনও গাছে ঝুলতে ছিল। কাঁঠালের মৌসুমে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছিলাম। তাহলে চিন্তা করে দেখেন কত মাস হয়ে গেল। একদিন বৃষ্টির পরে রাস্তা দিয়ে হাঁটতে বের হয়েছিলাম। কাঁঠাল গুলো দেখে নজর পড়ে গেল। সেজন্য ফটোগ্রাফি করে রেখে দিলাম। এ ফটোগ্রাফি গুলো করার সময় আমার সাথে এক ভাগিনা ছিল। সে আজ কোথায় আমি জানিনা, কিন্তু ফটোগ্রাফি গুলো দেখলে তার কথা মনে পড়ে।
Date-19-06-2024 Location-Kasba,Brahmanbaria.
আর এখানে দেখতে পাচ্ছেন গাছে পেঁপে ধরে আছে। ঝড় তুফানে পেঁপে গাছটি বাঁকা হয়ে পড়ে যাচ্ছে। তারপরেও গাছটিতে অনেকগুলো পেঁপে ধরে আছে। রাস্তার পাশ থেকে ফটোগ্রাফিটা ক্যাপচার করা। এই পেঁপে গাছটি কেউ লাগিয়েছে কিনা আমি জানিনা, অনেক সময় দেখা যায় ফল খেয়ে রাস্তার পাশে ফলের বীজ ফেলে দিলে গাছ হয়ে যায়। এরকম হলেও হতে পারে। ইসলাম ধর্ম মতে কেউ যদি ফল খেয়ে রাস্তার পাশে বীজ ফেলে দিয়ে চলে যাই, আর সেই বীজ থেকে যদি গাছ হয়, ফল হয়, ছায়া দেয় তাহলে সাদকায়ে জারিয়ার স্বভাব পাওয়া যায়। খুবই সুন্দর একটি কাজ।
Date- 03-11-2024 Location-Narayangonj.
এখানে দেখতে পাচ্ছেন একটি কদবেলের ফটোগ্রাফি। কিছুদিন আগে অফিসে যাওয়ার পথে রাস্তা থেকে এই কদ বেলটি কিনে নিয়েগেছিলাম। এটি খুবই সুস্বাদু একটি ফল। আপনারা অনেকেই জানেন, এই ফলটি লবণ মরিচ দিয়ে খেতে খুবই স্বাদ লাগে। রাস্তার পাশে ফুটপাতে এই ফলটি বিক্রয় করতে দেখা যায়। গ্রামে গেলে বিভিন্ন বাড়িতে এই গাছটি দেখতে পাওয়া যায়।
Date- 09-07-2024 Location-Narayangonj.
তারপরে যে ফটোগ্রাফি গুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমের সিজনের শেষের দিকের ফটোগ্রাফি। তখন আমের সিজন প্রায় শেষ হয়ে যাচ্ছিল। সিজনের শেষের দিকে ফজলি আম বাজারে আসে, এই আমগুলো বড় বড় হয়ে থাকে। অনেক সময় দেখা যায় একটি আম এক থেকে দেড় কেজি হয়। এগুলো সম্ভবত চায়নাদের আবিষ্কার। তবে আমাদের দেশি আমের মত এত স্বাদ পাওয়া যায় না। সিজনের শেষের দিকে এই আমগুলো বের হওয়ার কারণে মোটামুটি সবাই খেয়ে থাকে।
💖💖💖সবাইকে ধন্যবাদ💖💖💖
আল্লাহ হাফেজ
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
আজকে আপনি কিছু ফলের ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাই দেখে অনেক ভালো লাগলো। প্রত্যেকটা ফলই খুব পছন্দ করি আমি। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
গঠনমূলক মন্তব্য করে উৎসাহিত করার জন্য। ধন্যবাদ।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
অনেক ভালো লাগলো আপনার শেয়ার করা আজকের ফটোগ্রাফি গুলো। আপনি তো দেখছি স্টোক ফোল্ডারে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি রেখে দিছেন। আপনি ঠিক বলছেন ল্যাপটপ বা মোবাইল চুরি হয়ে গেলেও কমিউনিটিতে শেয়ার করা জিনিসগুলো কখনো হারিয়ে যাবে না। তাই আপনি ভালো কাজ করলেন। একদিকে আমরা ফটোগ্রাফি গুলো দেখতে পেরেছি। অন্যদিকে আপনার ফটোগ্রাফি গুলো সেফটি থাকবে।
জী আপু এমন বেশ কিছু ছবি রয়েছে। ধীরে ধীরে দেখতে পারবেন। ধন্যবাদ।
কাঁঠাল থেকে শুরু করে আম পর্যন্ত সুস্বাদু কিছু ফলের ফটোগ্রাফি আজ আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। ঠিক বলেছেন ভাইয়া, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে শেয়ার করা কোন কিছুই কখনো হারাবে না। অসময়ে আমের ফটোগ্রাফিটি দেখে আমি লোভ লেগে গেল। এখন আম খেতে ইচ্ছে করছে। ফটোগ্রাফি সহ বর্ণনাগুলো পড়ে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
জী সব গুলো মৌসুমি ফল। সব গুলোই আমার প্রিয়। ধন্যবাদ।
Daily Task Done...
অনেকদিন পর মনে পড়ে গেল এই সমস্ত ফলগুলোর কথা। আমার মোবাইলে ধারণ করা রয়েছে এ সমস্ত ফল। আমিও চেষ্টা করব কাঁঠাল থেকে শুরু করে যে সমস্ত ফলের ফটোগ্রাফি গ্যালারিতে রয়েছে সেগুলো একে একে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। খুব চমৎকার ফটোগ্রাফি করেছেন আপনি। ভালো লাগলো ফটোগুলো।
জী আপু আমরাও আপনার ফটোগ্রাফি গুলো দেখতে চাই। ধন্যবাদ।
আপনি বেশ কিছু চমৎকার ফলের ফটোগ্রাফি করেছেন দেখে অনেক অনেক ভালো লেগেছে আমার। বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ফল আমাদের দেশে হয়ে থাকে। সে সমস্ত ফলগুলো যদি একত্রে একটি পোষ্টের মধ্যে দেখা যায় সত্যিই অনেক অনেক ভালো লাগে।
জী ভাই আমাদের দেশে বারো মাসই ফল হয়ে থাকে।
আপনি দেখতেছি প্রিয় কিছু ফলের ফটোগ্রাফি করেছেন। আপনার ফলের ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। সত্যিই এই ফজলি আমগুলো এক কেজি এবং তার থেকেও বড় হয় খেতে মজাই নেই। তবে এটি ঠিক বলেছেন চায়নাদের আবিষ্কার হতে পারে। ফলের ফটোগ্রাফি করে সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে ফটোগ্রাফি গুলো উপস্থাপনা করেছেন।
ফজলি আম গুলো অনেক বড় হয়। খেতেও ভালোই লাগে। ধন্যবাদ।
ফলগুলোর ফটোগ্রাফি বেশ দারুণ করেছেন ভাই। কদবেল আমার বেশ পছন্দের। কয়েকদিন আগে আমি নিজেও কিনেছিলাম কয়েকটা। গাছে কাঁঠাল বেশ লাগছে দেখতে। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আপনাকে।।
কদবেল টা সত্যিই অনেক স্বাদ লাগে। ধন্যবাদ।
ফটোগ্রাফি পোস্ট মানে অন্যরকম একটা ভালো লাগা। ফুলের ফলের প্রাকৃতিক ফটোগ্রাফি গুলো দেখলে বেশ ভালো লাগে। আপনি আজকে বেশ অনেক রকমের ফলের ফটোগ্রাফি করেছেন। ফলের ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লেগেছে বিশেষ করে কাঁঠালের ফটোগ্রাফিটা অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেন জন্য।