লেভেল ৩ হতে আমার অর্জন - By @jubayer001

in আমার বাংলা ব্লগ5 months ago

হ্যালো আসসালামু আলাইকুম আমার সকল স্টিমিট বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি তবে বাবা অসুস্থ তাই পরিবারের দায়িত্ব সামলাতে বেশ কষ্টের মধ্যে আছি। লেভেল ৩ হতে আমি যা শিখেছি তবে চলুন আজকের পোস্ট শেয়ার করি.....

IMG_20240815_235355.jpg

আসলে লেভেল ৩ এর ভাইবা পরীক্ষা বেশ কিছুদিন আগে একবার নেওয়া হয়েছিল তবে সেই ক্লাসে আমি উত্তীর্ণ হতে পেরেছিলাম না। তারপর থেকেই পরিবারের সমস্যা শুরু হয়েছে। তাই গত কয়েকদিন আগে টিকিট কেটে ছিলাম গেস্ট ব্লগার হওয়ার জন্য। গেস্ট ব্লগার হিসেবে কাজ করতে দিয়েছে এজন্য আমি এডমিন মডারেটর সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। গত কাল রাতে @alsarzilsiam ভাই আমাকে একা একা ভাইবা নিয়েছিল আসলে আমার জন্য ভাই মূল্যবান সময় দিয়েছিল সত্যি ভাইকে অনেক ধন্যবাদ জানাই আমাকে সহযোগিতা করার জন্য। পরীক্ষা দিয়ে আমি উত্তীর্ণ হওয়ার পরে সিয়াম ভাই আমাকে বলেছিল পরীক্ষা দিয়ে দিতে। তাই আমি লিখিত পরীক্ষার পোস্ট লেখা শুরু করে দিয়েছি।

প্রশ্ন=১ মার্কডাউন কি ?


আমরা যখন একটি পোস্ট লিখে সেই পোস্টের মধ্যে যদি বিভিন্ন ধরনের মার্ক ডাউন ব্যবহার করি, তাহলে পোস্টটা দেখতে অনেক সুন্দর হবে। নিজের পোস্টের দিকে অন্যদের দৃষ্টি আকর্ষণ বাড়াতে হলে মার্কডাউন ব্যবহার করতে হবে। মার্কডাউন মূলত কোডিং। বিভিন্ন মার্কডাউন কোডিং ব্যবহার করে পোস্টটি সুন্দরভাবে আকর্ষণীয় করে তোলা যায়।

প্রশ্ন=২ মার্কডাউন কোডের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ?


মার্কডাউন কোডিং এর ব্যবহার প্রত্যেকটা স্টিমিট ইউজারের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কেননা একটি পোস্ট সুন্দরভাবে লিখে সাজাতে হলে মার্কডাউন প্রয়োজন হয়। তাই সকলকে মার্কডাউন এর দিকে বেশি খেয়াল রাখতে হবে। আমরা একটি পোস্টের মধ্যে যদি লেখাকে ছোট বড় করতে চাই তাহলে মার্কডাউন ব্যবহার করতে হবে। আবার যদি একটি ছবি ডানে বা বামে দিতে চাই তাহলে সেখানে মার্কডাউন ব্যবহার করতে হবে। আমরা কোন কিছুর সোর্স উল্লেখ করতে হলে মার্কডাউন ব্যবহার করতে হবে। টেবিল তৈরি করতে হলে মার্কডাউন ব্যবহার করতে হবে। দুটি লেখার মাঝখানে ফাঁকা স্থান তৈরি করতে হলে মার্কডাউন ব্যবহার করতে হবে। লেখাকে মাঝখানে দেওয়ার জন্য মার্কডাউন ব্যবহার করতে হবে। এককথায় পোস্টটিকে সুন্দরভাবে সাজানোর জন্য মার্কডাউন বেশ গুরুত্বপূর্ণ।

প্রশ্ন=৩ পোষ্টের মধ্যে মার্কডাউনের কোডগুলো প্রতিফলন না ঘটিয়ে কিভাবে দৃশ্যমান করে দেখানো যায় ?


মার্কডাউন কোডগুলোর শুরুতেই চারটি স্পেশ দিয়ে দিলেই কোডগুলো প্রতিফলন ঘটবে না। যেমন নিচে দেখানো হলো।

# this is an <h1> tag
## this is an <h2> tag
###### this is an <h6> tag
প্রশ্ন=৪ নিচের ছবিতে দেখানো টেবিলটি কিভাবে তৈরি করা হয়েছে? মার্কডাউন কোডগুলো উল্লেখ করুন।


userpoststeem power
user110500
user2209000
|user|post|steem power|
|--|--|--|
|user1|10|500|
|user2|20|9000|
প্রশ্ন=৫ সোর্স উল্লেখ করার নিয়ম কি?


আমি যদি কোথা থেকে কোন ছবি বা লিংক নিয়ে আসি তাহলে প্রথমত থার্ড ব্র্যাকেডের মধ্যে সোর্স লিখতে হবে তারপরে থার্ড ব্রাকেড ক্লোজ করে দিতে হবে। তারপর ফাস্ট ব্র্যাকেডের ভিতরে লিংক দিয়ে ফাস্ট ব্র্যাকেড ক্লোজ করে দিতে হবে তাহলেই সোর্স উল্লেখ করা হয়ে যাবে।

সোর্স

প্রশ্ন=৬ বৃহৎ হতে ক্ষুদ্র - ক্রমিকভাবে ১ থেকে ৬ পর্যন্ত হেডার গুলোর কোড লিখুন।


# Hearder 1
## Hearder 2
### Hearder 3
#### Hearder 4
##### Hearder 5
###### Hearder 6
প্রশ্ন=৭ টেক্সট জাস্টিফাই মার্কডাউন কোড টি লিখুন।


নিচে টেক্সট জাস্টিফায়ার মার্কডাউন কোডটি দেওয়া হল

লেখার শুরুতেই

<div class="text-justify">

মাঝখানে লেখা লিখতে হবে,

</div>

শেষ

প্রশ্ন=৮ কনটেন্টের টপিক নির্বাচনে কোন বিষয়ের উপর বেশী গুরুত্ব দেওয়া উচিত।


আমি যখন কোন কনটেন্ট টপিক নির্বাচন করব। প্রথমে আমাকে সেই কনটেন্টর উপর আমার দক্ষতা ঠিকমতো আছে কিনা নিজেকে দেখতে হবে। এবং সেই কনটেন্ট সম্পর্কে আমার ঠিক মত জ্ঞান আছে কিনা দেখতে হবে। এবং সবার শেষে আমার সৃজনশীলতাকে গুরুত্ব দিতে হবে। এই তিনটি বিষয়ের উপর অবশ্যই গুরুত্ব থাকতে হবে। তাহলে আমি সবার কাছে কোয়ালিটি সম্পন্ন কনটেন্ট তৈরি করে পৌঁছে দিতে পারব।

প্রশ্ন=৯ কোন টপিকস এর উপর ব্লগ লিখতে গেলে সেই টপিকস এর উপর যথেষ্ট জ্ঞান থাকা জরুরী কেন ?


আমি যদি কোন টপিকের উপরে ব্লগ লেখি সেই সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান থাকতে হবে। যদি সেই টপিক সম্পর্কে আমার জ্ঞান না থাকে তাহলে আমি সেই টপিকের গভীরতা অন্যদের মাঝে তুলে ধরতে পারবো না। যদি সেই টপিক সম্পর্কে আমার ধারণা না থাকে লেখা যদি একদম সিম্পুল হয় অন্যরা পোস্ট পড়তে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবে না। তাই সবাইকে যদি নিজের পোস্টের দিকে আকর্ষণ করতে হয় অনেক গভীরতা দিয়ে পোস্টটি লিখতে হবে। তাই আমি যে পোস্টটি করবো সেই পোস্টটি সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান থাকা জরুরী।
প্রশ্ন=১০ ধরুন প্রতি STEEM কয়েনের মূল্য $0.50 । আপনি একটি পোস্টে $7 এর ভোট দিলেন। তাহলে আপনি কত $ [USD] কিউরেশন রেওয়ার্ড পাবেন ?


যেহেতু আমি একটি পোস্টে ভোট দিয়েছি ৭$ রিওয়ার্ড বন্টনের নিয়ম অনুসারে আমি ভোটের অর্ধেক অংশ মানে ৫০% স্টিম পাওয়ার হিসেবে রিওয়ার্ড পাব। ৭$ এর যেহেতু ভোট দিয়েছি তাই ৩.৫$ পাবো। ডলারটি আবার স্টিমের মূল্য দ্বারা ভাগ করলে ৩.৫÷০.৫০=৭স্টিম

প্রশ্ন=১১ সর্বোচ্চ কিউরেশন রেওয়ার্ড পাওয়ার কৌশল কি?


পোস্টের সময় পাঁচ মিনিট পার হওয়ার সাথে সাথে ভোট দিতে হবে। এবং পোস্টে প্রথমে ভোট দিতে হবে। এবং পোস্টের মেদ শেষ হওয়ার ৭ দিনের ১২ ঘন্টা আগে ভোট দিতে হবে।


পোস্টের প্রথম পাঁচ মিনিট রেড জোন এবং পোস্টের শেষ ১২ ঘণ্টা রেড জোন। এই সময় ভোট দিলে রেওয়ার্ড কম পাওয়া যাবে তাই এর বাইরে ভোট দিতে হবে।

প্রশ্ন=১২ নিজে কিউরেশন করলে বেশি আর্ন হবে, নাকি @Heroism এ ডেলিগেশন করলে বেশি আর্ন হবে…?


হিরোইজম কে ডেলিগেশন করলে বেশি আর্ন করা যাবে যেহেতু হিরোইজম পাওয়ার ফুল একটা টেলিভিশন সার্ভিস। কারণ হিরোইজম কে ডেলিগেশন করলে প্রত্যেকদিন আমার পোস্টে ভোট দিবে সেখান থেকে আমি লাভবান হব। তাই হিরোইজম কে ডেলিগেশন করলে বেশি লাভবান হওয়া যাবে।

আমার পরিচয়

1000059568.png

আমার নাম মোঃ জুবায়ের হোসেন। আমি বাংলাদেশের গাংনী থানার,মেহেরপুর জেলার,খুলনা বিভাগের মটমড়া ইউনিয়নের কামারখালী গ্রামে বসবাস করি। ছোটবেলা থেকেই গ্রামে বেড়ে উঠেছি। আমি বর্তমানে একাদশ শ্রেণীর একজন ছাত্র। আমি বর্তমানে গাংনী সরকারি ডিগ্রী কলেজে অধ্যায়নরত রয়েছি। আমি বিভিন্ন সময়ে ঘুরে বেড়াতে পছন্দ করি ফটোগ্রাফি করতে পছন্দ করি। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন রয়েছে আমি বড় হয়ে কোন একদিন ফ্রিল্যান্সার হব। সংক্ষিপ্ত আকারে আমি আমার পরিচয় শেষ করলাম সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।

1000059906.png

1000059908.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

লেভেল তিন থেকে তো দেখছি মোটামুটি ভালই শিখেছেন আপনি। তবে এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখতে হবে ভালোভাবে। আশা করব এভাবে এগিয়ে যাবেন সামনের দিকে। আপনার জন্য শুভকামনা রইল।

 5 months ago 

যে বিষয়গুলো শিখেছি এগুলো পোস্টের মধ্যে প্রত্যেকদিন ব্যবহার করলে এমনিতেই মাথায় থেকে যাবে।

 5 months ago 

আপনি প্রত্যেকটি প্রশ্নের সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল।

 5 months ago 

চেষ্টা করেছি ভাই প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্য।

 5 months ago 

লেভেল-৩ এর প্রত্যেকটা বিষয় দেখে আপনি ভালভাবেই শিখতে পেরেছেন। সেজন্য আজকে আপনি প্রত্যেকটা প্রশ্নের খুব সুন্দর সুন্দর উত্তর দিয়েছেন। আপনার পরবর্তী লেভেলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আশা করি খুব শীঘ্রই আপনি ভেরিফাইড হয়ে আমাদের মাঝে আসবেন।

 5 months ago 

শিখেছিলাম ভাই লেভেল ৩ হতে মোটামুটি বেশ ভালই। ভেরিফাইড গেস্ট হিসেবে আপনাদের মাঝে খুব দ্রুত চলে আসার জন্য চেষ্টা করব।

 5 months ago 

কাকু তুমি আজকে আমাদের মাঝে শেয়ার করেছো লেভেল ৩ হতে যা শিখেছো। প্রত্যেকটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে লেভেল ৩ অতিক্রম করেছো দেখে বেশ ভালো লাগলো। পরবর্তী ধাপের জন্য শুভকামনা রইল।

 5 months ago 

কাকু তোমার মতামত পেয়ে সত্যি বেশ ভালো লাগলো ধন্যবাদ।

 5 months ago (edited)

দেখতে দেখতে লেভেল তিন এ উঠে গেছেন। আর লেভেল তিন এর পরীক্ষাও দিয়ে দিয়েছেন দেখে খুব ভালো লাগলো। এভাবেই বাকি লেভেল গুলো কমপ্লিট করবেন এই কামনা করছি। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইলো।

 5 months ago 

দেখতে দেখতে কই অনেকদিন হয়ে গেল এখনো ভেরিফাইড হতে পারলাম না। আপু মতামত দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।