কয়েকটি রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ4 months ago

হ্যালো আসসালামু আলাইকুম আমার সকল স্টিমিট বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি তবে বাবা অসুস্থ তাই পরিবারের দায়িত্ব সামলাতে বেশ কষ্টের মধ্যে আছি। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করি।

1000061926.jpg

ছবিগুলো গ্যালারী থেকে একসাথে ক্লোজ করা হয়েছে


আমি আজকে আপনাদের মাঝে ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। পরিবারের দায়িত্ব সামলাতে আমি নিজে বেশ হিমশিম খাচ্ছি তাও চেষ্টা করছি আপনাদের মাঝে পোস্ট লিখে শেয়ার করার জন্য। কখনো আশা করিনি এত ছোট বয়সে পরিবারের দায়িত্ব সামলাতে হবে। বেশ কিছুদিন আগে আমি কলেজে গিয়েছিলাম আমার বন্ধুদের সাথে। কলেজে যাওয়ার পথে বেশ কিছু ফটোগ্রাফি সংগ্রহ করেছিলাম এবং আমাদের গ্রাম থেকে বাড়ির আশপাশ থেকে বেশ কিছু ফটোগ্রাফি সংগ্রহ করেছিলাম। চেষ্টা করি বাইরে ঘোরাঘুরি করলে যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসের ফটোগ্রাফি সংগ্রহ করে রাখার জন্য। তাই আজকে আপনাদের মাঝে আমি চলে আসলাম বিভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

1000061908.jpg

1000061906.jpg

1000061904.jpg

Device name // vivo v27e
What3words

ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার প্রথমেই আমি অনেক সুন্দর ভাবে বেশ কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করছি। এই ফটোগ্রাফি গুলো আমি সংগ্রহ করেছিলাম আমাদের বাড়ির পাশ থেকে। বেশ কিছুদিন আগে সন্ধ্যার সময় ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল আমাদের এলাকায়। তখন আমি বাইরে বের হয়ে দেখি আমাদের বাড়ির পাশে অনেক সুন্দর কিছু ফুল ফুটেছে সেখান থেকেই ফটোগ্রাফি গুলো সংগ্রহ করেছিলাম। আসলে এই ফুলের নাম হয়তো বোতাম ফুল তবে আমার ঠিক জানা নেই। যদি আপনারা এই ফুলের নাম জেনে থাকেন অবশ্যই আমাকে নিচে জানাবেন। বৃষ্টির পানিতে যখন ফুল গাছগুলো ভিজেছিল তখন দেখতে বেশ চমৎকার লেগেছিল। এমনিতেই কোন কিছুর উপরে বৃষ্টির পানি পড়লে দেখতে বেশ ভালো লাগে। যেকোনো গাছপালার উপরে আকাশের পানি পড়লে গাছপালার সতেজতা বৃদ্ধি পায়। ফুলগুলো মনে হচ্ছে আবারো নতুন ভাবে সতেজ হয়ে উঠেছে পানি পাওয়ার পরে। সন্ধ্যায় ফুলের ফটোগ্রাফি আরো চমৎকার ছিল।

1000061900.jpg

1000061902.jpg

Device name // vivo v27e
What3words

আমি অনেক সুন্দর ভাবে লেবু গাছের ফটোগ্রাফি শেয়ার করেছি। পানির দিন আসলে যেকোনো জিনিসের ফটোগ্রাফি করলে দেখতে বেশ ভালো লাগে। কয়েকদিন আগে দিনের বেলায় পানি হচ্ছিল তখন আমি ছাতা নিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছিলাম। হঠাৎ দেখতে পেলাম পাশে একটি লেবু গাছ। সেখানে দেখি বেশ কয়েকটি লেবু পড়ে আছে আমি লেবুগুলো তুলে নিয়ে এনেছিলাম এবং সেখান থেকে বেশ কিছু ফটোগ্রাফি সংগ্রহ করেছিলাম। লেবুর পাতার উপর যখন আকাশের পানি পড়েছিল ছবিগুলো তোলার পরে ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার লাগছিল দেখতে। আমাদের এলাকায় কিছুদিন আগে লেবুর মৌসুম শেষ হয়েছে লেবু গাছে আবারো নতুন জালি পাতা এসেছে কয়েকটি লেবু আছে সেগুলো গাছের মধ্যে কাটাযুক্ত তাই ফটোগ্রাফি করতে পারিনি। এই দেশি লেবু ভাতের সাথে খেতে সত্যি বেশ ভালো লাগে। প্রায় দিন আমি এবং আমার আপু লেবুর শরবত খেয়ে থাকি আমার কাছে বেশ ভালো লাগে।

1000061894.jpg

1000061896.jpg

Device name // vivo v27e
What3words

আমি যখন বাসের উপরে বন্ধুদের সাথে কলেজে যেতে ছিলাম তখন বেশ কিছু ফটোগ্রাফি সংগ্রহ করেছিলাম। সেখান থেকে আজকে দুটি ছবি আপনাদের মাঝে শেয়ার করছি। আসলে আমরা কলেজে গেলে অনেক বন্ধু এক জায়গা থেকে যায় তাই বেশিরভাগ সময় বাসের ছাদে যেয়ে থাকে। আসলে আমার আমাদের এলাকায় থেকে কলেজে যাওয়ার সময় বাসের মধ্যে সিট পাওয়া যায় না তাই বাসের উপরে যেতে হয়। বাসের ছাদের উপরে যেতে বেশ ভালো লাগে কিন্তু পড়ে যাওয়া বলে একটা ভয় থাকে। আমার তো খুব ভয় লাগে বন্ধুদের আমি বলি আমার বাসের মাঝখানে বসায় নিতে। সেদিন আমরা বেশ আনন্দ উল্লাস করতে করতে বাসের উপরে চড়ে গিয়েছিলাম। হঠাৎ মাঝপথে যাওয়ার পরেই আকাশ থেকে বৃষ্টি শুরু হয়েছিল। তখন বাস থামাতে বলে আমরা বাসের মধ্যে নেমে এসেছিলাম। তখন বাসের মধ্যে অনেক মানুষের ভিড় শুরু হয়ে গিয়েছিল।

1000061898.jpg

Device name // vivo v27e
What3words

বেশ কিছু সময় পরে আমি অনেক সুন্দর ভাবে রাস্তার একটি ছবি তুলেছিলাম। কিছুদিন আগে আমাদের এলাকায় এই রাস্তাটি নতুন হয়েছে চারিপাশের পরিবেশ দেখতে বেশ সুন্দর। বেশ কিছুদিন আগে রাস্তার চারিপাশে গাছপালা লাগানো হয়েছে হালকাই কেবল গাছপালাগুলো বৃদ্ধি পেয়েছে। প্রকৃতির সাথে এরকম মনোরম পরিবেশে সময় কাটাতে সত্যি বেশ ভালো লাগে। বাসের উপরে বাতাস খেতে খেতে আমরা কলেজ পর্যন্ত এভাবেই প্রায় প্রতিনিয়ত যাজ। এই রাস্তা করার কিছুদিন পরেই এই রাস্তায় অনেক বড় একটি দুর্ঘটনা ঘটেছিল। তাই রাস্তায় গাড়ি ঘোড়া দেখলেই সত্যি আমার বেশ ভয় পায়। আজকের লেখা পোস্ট এখানে শেষ করছি। আবারো দেখা হবে কোন একটি পোস্ট নিয়ে।


Device namevivo v27e
ফটোগ্রাফার@jubayer001
ক্যাটাগরিফটোগ্রাফি
লোকেশনকামারখালী গাংনী মেহেরপুর


আমার পরিচয়

1000059568.png

আমার নাম মোঃ জুবায়ের হোসেন। আমি বাংলাদেশের গাংনী থানার,মেহেরপুর জেলার,খুলনা বিভাগের মটমড়া ইউনিয়নের কামারখালী গ্রামে বসবাস করি। ছোটবেলা থেকেই গ্রামে বেড়ে উঠেছি। আমি বর্তমানে একাদশ শ্রেণীর একজন ছাত্র। আমি বর্তমানে গাংনী সরকারি ডিগ্রী কলেজে অধ্যায়নরত রয়েছি। আমি বিভিন্ন সময়ে ঘুরে বেড়াতে পছন্দ করি ফটোগ্রাফি করতে পছন্দ করি। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন রয়েছে আমি বড় হয়ে কোন একদিন ফ্রিল্যান্সার হব। সংক্ষিপ্ত আকারে আমি আমার পরিচয় শেষ করলাম সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।

1000059906.png

1000059908.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 4 months ago 

আপনার ধারণ করা বেশ কিছু রেনডম ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল। বেশ ভালো লাগলো দারুণভাবে আপনার ব্লকটা সাজানো দেখে। যেমন ফটোগ্রাফি তেমনি সুন্দর বর্ণনা করেছেন। এত সুন্দর একটি রেনডম ব্লগ শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 months ago 

চেষ্টা করেছি আমার জায়গা থেকে সুন্দর ভাবে বর্ণনা দেওয়ার জন্য।

 4 months ago 

বেশ কয়েকটি চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। বৃষ্টি ভেজা ফুল এবং বৃষ্টি ভেজা পাতার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিলো। ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে ফটোগ্রাফি গুলো এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 4 months ago 

অনেক ধন্যবাদ ভাই আপনার মতামত জানানোর জন্য।

 4 months ago 

সপ্তাহের শেষ দিকে সবাই ফটোগ্রাফি পোস্ট করে থাকে। আপনি বন্ধুদের সাথে কাটানো মুহূর্ত চারিপাশের সুন্দর দৃশ্য সব মিলিয়ে দারুন ফটোগ্রাফি করার চেষ্টা করেছেন। এইভাবে ফটোগ্রাফি করতে থাকলে আরো সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 4 months ago 

বন্ধুদের সাথে যেকোনো সময় কাটাতে বেশ ভালো লাগে আমার।

 4 months ago 

একেবারে উপরে থাকা সাদা ফুলটার নাম হচ্ছে জেসমিন। এই ফুলটা আমার অনেক পছন্দের। যার কারণে আপনার তোলা এই ফুলের ফটোগ্রাফি অনেক বেশি ভালো লেগেছে দেখতে। বৃষ্টি ভেজা ফুল হওয়ার কারনে আরো বেশি সুন্দর লাগছে দেখতে। বাসের উপরে আপনাদের সব বন্ধুদের তোলা ফটোগ্রাফি টাও অনেক ভালো লেগেছে। ভালো লাগলো আপনার সবগুলো ফটোগ্রাফি।

 4 months ago 

আপনার থেকে ফুলের নাম জানতে পেরে বেশ ভালো লাগলো আমার ধন্যবাদ।