ফটোগ্রাফি পোস্ট//কয়েকটি ফুলের রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ5 months ago

হ্যালো আসসালামু আলাইকুম আমার সকল স্টিমিট বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। তবে চলুন আজকের লেখা পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক......

1000042871.jpg

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কিছু ফুলের রেনডম ফটোগ্রাফি পোস্ট। ইন্টারনেট সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে পোস্ট করতে পারছিলাম না। তার উপরে গত দুই দিন ধরে আমাদের এই দিকে অনেক পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের কারণে বাসা থেকে বের হওয়া অনেকটা কষ্টকর হয়ে গিয়েছে। আজ সকাল থেকে বৃষ্টির প্রবণতা একটু বৃদ্ধি পেয়েছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে কিছুক্ষণ বসে ছিলাম। তখনই মনে পড়ল আজকে শুক্রবার তাই একটু তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে নামাজের জন্য তৈরি হয়ে গিয়েছিলাম। নামাজ শেষ করে বাড়িতে এসে দুপুরের খাবার খেয়ে একটু বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। যেহেতু আমাদের এই দিকে সকাল থেকেই বৃষ্টিপাত হতে ছিল। তাই ছাতা নিয়ে বাইকে করে অনেক সাবধানে বাজারের উদ্দেশ্য রওনা দিয়েছিলাম। বাজার থেকে কেনাকাটা শেষ করে বাড়িতে আসার সময় অনেকটা ভিজে গিয়েছিলাম বৃষ্টিতে। তারপর বাড়িতে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে রাতের খাবার খেয়ে আপনাদের মাঝে পোস্ট লেখার জন্য বসে গেলাম। চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক।

1000038310.jpg

1000038308.jpg

Device name// canon 700d
Location

আপনারা উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে সুন্দরভাবে দুটি পদ্ম ফুলের ছবি শেয়ার করেছি। প্রথম পদ্ম ফুলটিতে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন পদ্ম ফুলের উপরে একটি ফড়িং বসে আছে। এই দৃশ্যটি দেখতে আমার কাছে অনেক সুন্দর লেগেছে। তাছাড়া আমাদের এই দিকে পদ্মফুল অনেকটা কম দেখা যায়। এই পদ্মফুলগুলো এখনো ভালোভাবে ফুটেছিল না। এখনো এগুলো পদ্ম কোলি। পার্কের ভেতরে ছোট্ট একটি পুকুরে অনেকগুলো পদ্মফুল ছিল। সেই পুকুর থেকেই এই পদ্ম ফুলের ছবিগুলো আমি তুলেছি। যেহেতু এখনো এই পদ্মফুলগুলো কোলি তাই দেখতে ততটাও সুন্দর লাগছিল না, যদি এগুলো কোলি থেকে ফুটতো তাহলে দেখতে আরো বেশি ভালো লাগতো।

1000038323.jpg

1000038366.jpg

Device name// canon 700d
Location

আপনারা আবার ওপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে আরও দুটি ছবি শেয়ার করেছি। প্রথম ছবিটি হল একটি রঙ্গন ফুলের ছবি। এবং দ্বিতীয় ছবিটি হলো একটি রক্তকরবি ফুলের ছবি। রঙ্গল ফুল অনেক রং এর হয়ে থাকে। কিন্তু আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল সাদা রং এর রঙ্গন ফুলটি। তাই এই ফুলটির ছবি ছবি আমি তুলে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। দ্বিতীয় ছবিতে যে ফুলটি আছে তার নাম আমি প্রথমে জানতাম না। কিন্তু পরে গুগল থেকে জানতে পারলাম ফুলটির নাম রক্তকরবি। এই ফুলটি ও অনেক রং এর হয়ে থাকে। কিন্তু আমার কাছে গোলাপের রং এর রক্তকরবী ফুলটি দেখতে বেশি ভালো লেগেছিল তাই আপনাদের মাঝে শেয়ার করেছি।

1000038383.jpg

1000038363.jpg
Device name// canon 700d
Location

আপনারা আবারো উপরের দিকে লক্ষ্য করে দেখতে পারবেন আমি আপনাদের মত সুন্দরভাবে দুটি ছবি শেয়ার করেছি। প্রথম ছবিটিতে যে ফুলটি আছে সেই ফুলটির নাম আমার জানা নেই। যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ফুলটি দেখতে কিছুটা বেগুনে রঙের ছিল। আমি যখন প্রথমে পার্কে ঢুকেছিলাম সর্বপ্রথম এই ফুলটি ছবি তুলেছিলাম আপনার মাঝে শেয়ার করব বলে। ফুলটি এখনো সম্পূর্ণ ফুটেছিল না যদি ফুলটি কলি থেকে ফুটতো তবে দেখতে বেশি ভালো লাগতো আমি মনে করি। এবং দ্বিতীয় ছবিটিতে যে ফুলটি আছে এই ফুলটির নাম আমার জানা নেই। যারা জানেন তারা কমেন্ট বক্সে জানাবেন। এই দুইটি ফুলের ছবি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

1000038317.jpg

Device name// canon 700d
Location

আপনারা আবারো উপরের দিকে লক্ষ্য করে দেখতে পারবেন আমি আবার সুন্দরভাবে আপনাদের মাঝে দুটি ছবি শেয়ার করেছি। প্রথম ছবিটা হলো লাল রঙ্গন ফুলের ছবি। এবং দ্বিতীয় ছবিটির ফুলের নামটি আমার জানা নেই। এই ফুলটি দেখতে কিছুটা জবা ফুলের মত লেগেছিল আমার কাছে। আমি যখন এই ফুলগুলো ছবি তুলেছিলাম তখন প্রায় বিকাল ঘনিয়ে সন্ধ্যা নেমে গিয়েছিল। আমার কাছে সন্ধ্যার সময় ছবি তুলতে বেশি ভালো লাগে সব সময়। উপরে শেয়ার করা সবগুলো ছবি আমার কাছে বেশ ভালো লেগেছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যদি ভালো লাগে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

শুক্রবার আমাদের এদিকেও বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে বাহিরে যেতে খুবই সমস্যা হয়েছিল। আমিও বিকেল বেলায় বাহিরে গিয়েছিলাম। আর ভিজে গিয়েছিলাম। অসাধারণ সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। অনেক ধন্যবাদ জানাচ্ছি দারুন সব ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 5 months ago 

মূল্যবান মতামত শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 5 months ago 

শুক্রবার দিনে এমনিতেই অনেক কাজকাম জমে যায় আর বৃষ্টির দিনে কাজ কাম করা অনেক কষ্ট হয়ে যায় ।বিশেষ করে গ্রামে বাজার গুলো একটু দূরেই থাকে বাজার করতে যেতে আসলেই কষ্ট হয় । ছাতা মাথায় দিয়ে বাইকে করে কষ্ট করে বাজার করেছেন তারপরও তো গিয়ে করে আনলেন ভালো করেছেন । আপনার ফটোগ্রাফি গুলো অনেক ভালো হয়েছে ভাইয়া ভালো লাগলো ।

 5 months ago 

জাস্ট মুগ্ধ হয়ে গেছি আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে। আপনি তো বেশ ব্যস্ত ছিলেন বৃষ্টিতে ভিজে ভিজে বাজারে গেলেন সেখান থেকে এসে ঘুম দিলেন। আবার উঠে পোস্ট করলেন আহা কত সুন্দর জীবন আপনাদের। আমরা সারাদিন ব্যস্ত থাকি আর আপনারা সারাদিন ঘুমিয়ে ঘুরে ঘুরে কাটান। যাক আপনি সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন বেশ ভালো লেগেছে প্রতিটা ফটোগ্রাফি।

 5 months ago 

প্রতিটি ছবি অসাধারণ হয়েছে। যাই বলি প্রশংসা কম হয়ে যাবে। আসলে ক্যামেরায় তোলা ছবি আর মোবাইলে তোলা ছবির মধ্যে অনেক তফাৎ। আপনার ছবিগুলো ক্যামেরাতে তোলা বলেই এত সুন্দর লাগছে। আশা করি ভবিষ্যতে আরো অনেক সুন্দর সুন্দর ছবি দেখতে পাবো।

 5 months ago 

আপনি চমৎকার ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে। ‌ মুগ্ধ হয়ে গেলাম আপনার ফটোগ্রাফি দেখে। রক্তকরবী ফুল আগে কখনো দেখা হয়নি। আপনার আজকের ফটোগ্রাফিতে দেখে ভালো লাগলো। পদ্মফুলগুলো ফুটন্ত অবস্থায় দেখতে পারলে আরো বেশি ভালো লাগতো। ধন্যবাদ আপনাকে চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 5 months ago 

অসাধারণ সব ফুলের ফটোগ্রাফি নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দেখে খুবই ভালো লেগেছে আমার। যেখানে দেখার মত বেশ সুন্দর সুন্দর ফুল ছিল। আমিও ফুলের ফটোগ্রাফি অনেক পছন্দ করে থাকি। কারণ ফুলের পোস্টগুলো মনে হয় যেন ফুলের বাগান সামনে নিয়ে উপস্থিত হয়েছে। যেখানে বিভিন্ন রকমের ফুল দেখার সুযোগ মেলে, ঠিক তেমনি ছিল আপনার এই পোস্ট।

 5 months ago 

বাহ আপনি তো বেশ চমৎকার কয়েকটি ফুলের ফটোগ্রাফি করেছেন। ফুলের ফটোগ্রাফি দেখল অন্যরকম ভালো লাগে। তবে আমার কাছে সাদা রঙ্গন ফুলের ফটোগ্রাফি দেখে অনেক বেশি ভালো লাগলো। রক্তকরবি ফুলের ফটোগ্রাফিও দেখে চমৎকার লাগলো। সত্যি বেশ চমৎকার ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ধরনের ফুলের ফটোগ্রাফি দেখলে মন ভরে যায়।

 5 months ago 

ভাইয়া আপনি বেশ চমৎকার সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। ফুলের ফটোগ্রাফি দেখতে যেমন ভালো লাগে তেমনি ফুল দেখলেই ফটোগ্রাফি করতে ইচ্ছে করে। শাপলা ফুলের কলি দেখে খুব ভালো লাগলো। ফটোগ্রাফির পাশাপাশি খুব সুন্দর বর্ণনাও দিয়েছেন। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।