বিকেল বেলায় বন্ধুদের সাথে ঘোরাঘুরি

in আমার বাংলা ব্লগ5 months ago

হ্যালো আসসালামু আলাইকুম আমার সকল স্টিমিট বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি তবে বাবা অসুস্থ তাই পরিবারের দায়িত্ব সামলাতে বেশ কষ্টের মধ্যে আছি। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করি।


1000060122.jpg

Device name// মোবাইল ফোন, ডিএসএলআর ক্যামেরা
Location


গতকাল শুক্রবার ছিল তাই সারাদিন বাড়িতে ছিলাম। বেশ কিছুদিন আগে আমার একটা স্কুল বন্ধুর সাথে দেখা করার কথা ছিল। বন্ধু অনেক ছোটবেলায় বাইরে চলে গিয়েছিল তাই বন্ধুর সাথে সেভাবে পরবর্তীতে আর কোনোভাবেই যোগাযোগ হয়েছিল না। বেশ কিছুদিন আগে বাড়িতে এসেছে তারপরেই বন্ধু আমাদের সকল বন্ধু-বান্ধবের সাথে যোগাযোগ করেছিল। সত্যি সেদিন আমি বন্ধুদের সাথে দেখা করতে যেতে পেরেছিলাম না বাড়ির কাজের কারণে। অবশেষে বন্ধু আমার গ্রামে চলে এসেছিল আমার সাথে দেখা করার জন্য। বিকেল বেলায় বন্ধুর সাথে সময় কাটানো পোস্টটি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে করছি।


IMG-20240816-WA0002.jpg

IMG-20240816-WA0001.jpg

Device name// মোবাইল ফোন, ডিএসএলআর ক্যামেরা
Location

আজকে শুক্রবার বিকেল বেলায় বন্ধু আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে বাড়ি আসো নাকি। আমি বন্ধুকে বললাম আজকে বাড়িতে আছি। তারপরে বন্ধু আমাকে বলে আমি তোমাদের গ্রামে আসছি ফ্রি আছো নাকি আমি তখন বললাম আজকে সময় আছে। তারপরে হঠাৎ বন্ধু আমার সাথে দেখা করার জন্য চলে এসেছিল। বিকেল বেলার দিকে আমাদের গ্রামের মাঠের দিকে ঘুরতে গিয়েছিলাম বন্ধুর সাথে। গ্রামের মধ্য থেকে বড়া ভাজা কিনে নিয়ে গিয়েছিলাম বিকেল বেলায় সেখানে একটি ব্রিজের উপরে বসে বড়া খেয়ে খেয়েছিলাম। সেই সময় আমি অনেক দূর থেকে বেশ কয়েকটি ছবি তুলে রেখেছিলাম। আসলে বন্ধু অনেকদিন পর বাইরে থেকে গ্রামে এসেছে। আসলে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য প্রত্যেকের কাছে বেশ ভালো লাগে। বন্ধু বিকেল বেলায় আমাদের গ্রামের সৌন্দর্য দেখে বেশ মুগ্ধ হয়েছিল।

IMG-20240816-WA0003.jpg

IMG-20240816-WA0000.jpg

Device name// মোবাইল ফোন, ডিএসএলআর ক্যামেরা
Location

ব্রিজের উপরে বসে থাকার সময় আমিও অনেক সুন্দর ভাবে প্রকৃতির সৌন্দর্যের ফটোগ্রাফি সংগ্রহ করেছিলাম। আসলে আমি নিজেও অনেকদিন পর বিকেল বেলায় প্রকৃতির সাথে সুন্দর মুহূর্ত ভাগাভাগি করে নিতে পেরে বেশ আনন্দিত। আমরা যেখানে বসে ছিলাম পাশেই ছোট্ট একটি খাল ছিল। খালের মধ্যে একটি নৌকা দেখেছিলাম আমি উপর থেকে অনেক সুন্দর ভাবে একটি ছবি তুলে রেখেছিলাম আমার ক্যামেরা দিয়ে। বন্ধু আমাকে বলেছিল বন্ধু নৌকায় চড়ে ঘুরবো। আসলে এই নৌকা দিয়ে মাঠ পারাপারের জন্য গ্রামের কয়েকটি লোক ভাড়া নিয়ে থাকে। তাই আমরা নৌকায় চড়েছিলাম না। যেহেতু এখন লেভেল ৩ আছি তাই চেষ্টা করব পোস্ট শেয়ার করার জন্য।

IMG-20240816-WA0007.jpg

IMG-20240816-WA0004.jpg

Device name// মোবাইল ফোন, ডিএসএলআর ক্যামেরা
Location

ঘুরতে যাওয়ার সময় আমি একটি সেলফি তুলে রেখেছিলাম। আসলে খালের সৌন্দর্য সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছিল। এমনিতেই আমার কাছে বিকেল বেলার সৌন্দর্য বেশ ভালো লাগে। অনেকদিন পর বন্ধুদের সাথে ঘোরাঘুরি করতে সত্যি বেশ ভালো লাগছিল। রাতে বাসায় ফিরে মোবাইল ফোনে বন্ধুর সাথে অনেক ইয়ার্কি আড্ডায় সময় কাটিয়েছিলাম। আসলে নিজের জায়গা থেকে চেষ্টা করি বন্ধু-বান্ধবের সাথে সময় কাটানো জন্য। আজকের পোস্টে লেখা এখানে শেষ করছি। পোস্টটি ভালো লাগলে সকলের মন্তব্য নিচে জানাবেন।


পোস্টটি বর্ণনা
ভ্রমণগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য
লোকেশনগ্রাম কামারখালী
ডিভাইসমোবাইল ফোন, ডিএসএলআর ক্যামেরা


আমার পরিচয়

1000059568.png

আমার নাম মোঃ জুবায়ের হোসেন। আমি বাংলাদেশের গাংনী থানার,মেহেরপুর জেলার,খুলনা বিভাগের মটমড়া ইউনিয়নের কামারখালী গ্রামে বসবাস করি। ছোটবেলা থেকেই গ্রামে বেড়ে উঠেছি। আমি বর্তমানে একাদশ শ্রেণীর একজন ছাত্র। আমি বর্তমানে গাংনী সরকারি ডিগ্রী কলেজে অধ্যায়নরত রয়েছি। আমি বিভিন্ন সময়ে ঘুরে বেড়াতে পছন্দ করি ফটোগ্রাফি করতে পছন্দ করি। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন রয়েছে আমি বড় হয়ে কোন একদিন ফ্রিল্যান্সার হব। সংক্ষিপ্ত আকারে আমি আমার পরিচয় শেষ করলাম সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।

1000059906.png

1000059908.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 5 months ago 

বিকেলবেলা বন্ধুদের সাথে চমৎকার কিছু মুহূর্ত কাটিয়েছেন। স্কুলের বন্ধুদের সাথে দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন। অনেকদিন পর দেখা হল আপনাদের সবার। পুরনো বন্ধুদের সাথে দেখা হওয়ার অনুভূতি আলাদা। প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মুহূর্তগুলো শেয়ার করার জন্য।

 5 months ago 

মতামত দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 5 months ago 

বন্ধুদের সাথে সুন্দর একটা পরিবেশে বিকেলের দিকে ভ্রমণ করেছেন এটা জানতে পেরে খুবই ভালো লাগলো। আসলে এই ধরনের পরিবেশে সময় অতিবাহিত করতে পারলে খুবই ভালো লাগে। আর যেহেতু বিকেলে গিয়েছেন তাই পরিবেশটা আরো বেশি সুন্দর ছিল।

 5 months ago 

আসলে প্রকৃতির মাঝে সময় কাটাতে বন্ধুদের সাথে সত্যি বেশ ভালো লাগে ভাই।

 5 months ago 

বাহ বেশ দারুন একটি পোস্ট লিখে শেয়ার করেছো কাকু। ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয়ে সত্যি বিকেল বেলায় বেশ দারুন সময় উপভোগ করেছ। শুক্রবারের দিন বিকেল বেলায় গ্রামের সৌন্দর্য বন্ধুদেরকে ঘুরিয়ে দেখিয়েছো বেশ ভালো লাগলো। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 5 months ago 

ঠিক বলেছ কাকু ছোটবেলার বন্ধুর সাথে দেখা হলে সত্যি বেশ ভালো লাগে।

 5 months ago 

তিন বন্ধু মিলে অনেক সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন ভাইয়া। আসলে সব থেকে সুন্দর মুহূর্ত আমাদের কাটে বন্ধুদের সাথে। কেননা সব কথাই বন্ধুদের সাথে শেয়ার করা যায় সব রকম ভাবে চলা যায়। বিকেল বেলা পরিবেশটা দারুন ছিল। আপনার বন্ধুরা মিলে নৌকায় ওঠেনি ভাইয়া। তবে নৌকার ফটোগ্রাফি টা অনেক সুন্দর করেছেন। ভালো লাগলো ভাইয়া আপনার বিকেলের ঘোরাঘুরি পোস্ট পড়ে ধন্যবাদ।

 5 months ago 

নৌকায় চড়তাম তবে নৌকাটি গ্রামের কয়েকজন লোক নিয়ন্ত্রণ করত সেই জন্য নৌকায় চড়া হয়নি ফটোগ্রাফি শেয়ার করেছি।

 5 months ago 

ছোটবেলার এমন অনেক বন্ধু থাকে যা সমযয়ের স্রোতে হারিয়ে যায়। আপনার তো ভালো হয়েছে সেই বন্ধু অনেকদিন পরে এসে আবার আপনাদের সঙ্গে দেখা করতে চেয়েছে। বিকাল বেলায় সবাই মিলে খুব সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছেন। এরকম নদীর পাড়ে ঘুরতে এমনিতে খুব ভালো লাগে। তাছাড়া পুরনো বন্ধু হলে তো কথাই নেই। বেশ ভালো সময় কাটিয়েছেন বোঝা যাচ্ছে।

 5 months ago 

আসলে প্রত্যেকটা বন্ধু এক রকম হয় না তাই অনেকদিন পর বন্ধু এসে আমাদের সকলের খোঁজ নিয়েছে।