টাইটেলঃ লেভেল ৪ হতে আমার অর্জন - By @jubayer001

in আমার বাংলা ব্লগ4 months ago

স্টিমিট প্ল্যাটফর্মের আমার সকল বন্ধুগণকে আমার সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমি @jubayer001 পরম করুনাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি.......

1000062375.jpg

আমি আজকে আপনাদের মাঝে লেভেল ফোর এর লিখিত পরীক্ষা শেয়ার করতে যাচ্ছি। স্টিমিট প্ল্যাটফর্মে আসার পর থেকে আমি লেভেল ওয়ান থেকে লেভেল ফোর পর্যন্ত অনেক কিছু শিখতে পেরেছি। স্টিমিটে কাজ করার ক্ষেত্রে এ সকল বিষয়গুলো আসলে আমার জন্য খুবই কাজে দিবে। এবিবি স্কুলে লেভেল ফোরের প্রফেসর ছিলেন @rupok ভাই । রুপক ভাই অনেক সুন্দর ভাবে আমাদের ক্লাস নিয়েছিল। রুপক ভাইয়ের ক্লাস থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। লেভেল ফোর থেকে আমি যে সকল বিষয় শিখেছি আজকে সেই সকল বিষয় নিয়ে এবিবি স্কুলের গাইডলাইন অনুযায়ী একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি।

p2p কি?


একজনের স্টিমিট ওয়ালেট থেকে অন্য জনের স্টিমিট ওয়ালেটে ট্রান্সফার করাকেই p2p ট্রান্সফার বলা হয়। যেমন আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে steem,trx,sbd অন্যজনের ওয়ালেটে সেন্ড করতে পারি এক্ষেত্রে p2p ট্রান্সফার হবে। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটির নিয়ম অনুসারে p2p সম্পূর্ণ নিষেধ।

P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।


IMG-20240831-WA0021.jpg

প্রথমে আমি আমার নিজের স্টিমিট একাউন্ট Active key দিয়ে লগইন করবো। এরপর sbd এর উপরে ক্লিক করব। তারপর সেখানে অনেকগুলো অপশন আসবে সেখান থেকে আমি transfer অপশনে ক্লিক করব।

IMG-20240831-WA0016.jpg

এরপরে আমার সামনে আবারো নতুন একটি পেজ ওপেন হয়েছিল। To অপশনে আপনার দেওয়া একাউন্ট নাম দিয়েছি। তারপরে memo তে ম্যামো বসিয়ে দিয়েছি। এরপর কত sbd সেন্ড করতে চাই সেখানে লিখে দিয়েছি। এরপর নেক্সট অপশনে ক্লিক করেছি।

1000062284.jpg

সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য আমার সামনে আবারো একটি পেজ ওপেন হয়েছিল। যেহেতু সবকিছু ঠিকঠাক ছিল তারপরে ওকে বাটনে ক্লিক করার পরেই sbd ট্রান্সফার হয়ে গেছে।

P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

IMG-20240831-WA0006.jpg

প্রথমে আমি আমার নিজের স্টিমিট একাউন্ট Active key দিয়ে লগইন করবো। এরপর steem এর উপরে ক্লিক করব। তারপর সেখানে অনেকগুলো অপশন আসবে সেখান থেকে আমি transfer অপশনে ক্লিক করব।

IMG-20240831-WA0018.jpg

এরপরে আমার সামনে আবারো নতুন একটি পেজ ওপেন হয়েছিল। To অপশনে আপনার দেওয়া একাউন্ট নাম দিয়েছি। তারপরে memo তে ম্যামো বসিয়ে দিয়েছি। এরপর কত steem সেন্ড করতে চাই সেখানে লিখে দিয়েছি। এরপর নেক্সট অপশনে ক্লিক করেছি।

IMG-20240831-WA0022.jpg

সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখার জন্য আমার সামনে আবারো একটি পেজ ওপেন হয়েছিল। যেহেতু সবকিছু ঠিকঠাক ছিল তারপরে ওকে বাটনে ক্লিক করার পরেই steem ট্রান্সফার হয়ে গেছে।

P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।


যেহেতু আমাদের স্টিমিট ওয়ালেটে trx নেই তাই আপনি বলেছিলেন trx এর উত্তর গুলো বাদ দিতে।


Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

IMG-20240831-WA0041.jpg

প্রথমে আমি আমার নিজের স্টিমিট একাউন্ট Active key দিয়ে লগইন করবো। এরপর sbd এর উপরে ক্লিক করব। তারপর সেখানে অনেকগুলো অপশন আসবে সেখান থেকে আমি market অপশনে ক্লিক করব।

IMG-20240831-WA0043.jpg

এরপরে আমার সামনে এরকম একটি পেজ আসবে। যেহেতু আমি sbd বিক্রি করে steem কিনতে চাচ্ছি by steem ওইখানে total এখানে আমি কত sbd দিয়ে কত steem কিনতে যাচ্ছি সেটা লিখতে হবে। তারপরে by steem এ ক্লিক করতে হবে।

IMG-20240831-WA0037.jpg

তারপরে আবারও সামনে একটি পেজ আসবে সেখানে ওকে বাটনে ক্লিক করলে কেনা হয়ে যাবে।


Poloniex Exchange site এ একটি Account Create করুন।

ভাই আপনি ক্লাস নেওয়ার পরের দিনে আমি Poloniex একাউন্ট খুলে ফেলেছিলাম তাই Poloniex একাউন্ট লগআউট করে দিয়ে আবারো নতুন করে লগইন করা দেখেছি।

1000062396.jpg

প্রথমে আমি আমার মোবাইল ফোনে Poloniex সফটওয়্যার ডাউনলোড করে নিয়েছিলাম। তারপরে সফটওয়্যার এর মধ্যে প্রবেশ করার পরে ওয়ালেটে ক্লিক করেছিলাম। সেখানে আমার এরকম পেজ এসেছিল। Login এবং Signup যেহেতু আমি লগইন করব তাই Login এর উপরে ক্লিক করেছিলাম।

1000062393.jpg

পরবর্তীতে আবারো আমার সামনে একটি পেজ এসেছিল। সেখানে আমার মোবাইল নাম্বার অথবা ইমেইল দেওয়ার কথা লেখা ছিল।

1000062390.jpg

এবার ফাঁকা সেই ঘরের মধ্যে আমি আমার ইমেইল এড্রেস বসিয়ে দিয়েছিলাম। তারপরে একটি স্ক্রিনশট নিয়েছি। তারপরে Next বাটনে ক্লিক করেছিলাম।

1000062384.jpg

1000062381.jpg

কিছু সময় অপেক্ষা করার পরে আমার জিমেইল একাউন্টে একটা ভেরিফিকেশন কোড গিয়েছিল। আমি সেই কোড নিয়ে এসে ফাঁকা ঘরের মধ্যে আবার বসিয়ে দিয়েছি। তখন একটি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম।

1000062378.jpg

কোড দেওয়ার সাথে সাথে আমার Poloniex অ্যাকাউন্ট লগইন হয়ে গিয়েছিল। তখন একটি স্ক্রিনশট নিয়েছি।


আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।

IMG-20240831-WA0032.jpg

প্রথমে আমি আমার Poloniex apps প্রবেশ করেছিলাম। হোমপেজে থাকার সময় একটি স্ক্রিনশট নিয়ে শেয়ার করেছি।

IMG-20240831-WA0034.jpg

এরপরে আমি spot অপশনে ক্লিক করেছিলাম। তারপরে ডিপোজিট অপশনে ক্লিক করেছিলাম। সেখানে সার্চ দেয়ার একটি জায়গা ছিল সেখানে আমি steem সার্চ দিয়েছিলাম।

IMG-20240831-WA0036.jpg

IMG-20240831-WA0040.jpg

এরপরে আমি আমার Poloniex একাউন্টের steem এর নেটওয়ার্ক সিলেক্ট করেছিলাম। তারপরে এড্রেস এবং ম্যামো দুইটা কপি করে নিয়েছিলাম।

1000062367.jpg

প্রথমে আমি আমার নিজের স্টিমিট একাউন্ট Active key দিয়ে লগইন করবো। এরপর steem এর উপরে ক্লিক করব। তারপর সেখানে অনেকগুলো অপশন আসবে সেখান থেকে আমি transfer অপশনে ক্লিক করব।

IMG-20240831-WA0031.jpg

এরপরে আমার সামনে আবারো নতুন একটি পেজ ওপেন হয়েছিল। To অপশনে Poloniex থেকে নিয়ে আসা অ্যাড্রেস বসিয়ে দিব । তারপরে memo তে Poloniex থেকে নিয়ে আসা মেমো দিব। এরপর কত steem সেন্ড করতে চাই সেখানে লিখে দিয়েছি। এরপর নেক্সট অপশনে ক্লিক করেছি। তারপরে আরেকটি পেজ ওপেন হবে সেখানে ওকে বাটনে ক্লিক করলেই চলে যাবে।


আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।


যেহেতু আমাদের স্টিমিট ওয়ালেটে trx নেই তাই আপনি বলেছিলেন trx এর উত্তর গুলো বাদ দিতে।


Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

1000062328.jpg

প্রথমে আমি আমার Poloniex একাউন্টে প্রবেশ করেছিলাম। তারপরে ওয়ালেটে প্রবেশ করেছিলাম। তারপরে উপরের দিকে sport অপশনে ক্লিক করেছিলাম।

1000062313.jpg

উপরের দিকে সার্চ দিওয়া একটি জায়গা ছিল সেখানে আমি steem লিখে সার্চ দিয়েছিলাম।

1000062359.jpg

এরপরে আমার সামনে এরকম একটি পেজ এসেছিল। এখানে স্টিমকে তিনটা কারেন্সিতে কনভার্ট করা যাচ্ছিল। আমি steem/usdt সিলেট করেছিলাম।

1000062364.jpg

এরপর আবারো আমার সামনে নতুন একটি পেজ এসেছিল। সেখানে আমি seel অপশনে ক্লিক করেছিলাম। তারপরে ১০০% ফুল করে দিয়েছিলাম। এরপরে আমি seel steem ক্লিক করেছিলাম।

1000062322.jpg

তারপর আমি আমার ওয়ালেটে এসে spot অপশনে ক্লিক করে দেখলাম আমার steem গুলো usdt তে কনভার্ট হয়ে গেছে।
আমার পরিচয়

1000059568.png

আমার নাম মোঃ জুবায়ের হোসেন। আমি বাংলাদেশের গাংনী থানার,মেহেরপুর জেলার,খুলনা বিভাগের মটমড়া ইউনিয়নের কামারখালী গ্রামে বসবাস করি। ছোটবেলা থেকেই গ্রামে বেড়ে উঠেছি। আমি বর্তমানে একাদশ শ্রেণীর একজন ছাত্র। আমি বর্তমানে গাংনী সরকারি ডিগ্রী কলেজে অধ্যায়নরত রয়েছি। আমি বিভিন্ন সময়ে ঘুরে বেড়াতে পছন্দ করি ফটোগ্রাফি করতে পছন্দ করি। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন রয়েছে আমি বড় হয়ে কোন একদিন ফ্রিল্যান্সার হব। সংক্ষিপ্ত আকারে আমি আমার পরিচয় শেষ করলাম সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।

1000059906.png

1000059908.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

!upvote 15


💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ Participate in the "Seven Network" Community2️⃣0️⃣2️⃣4️⃣ ⚜💯.
This post was manually selected to be voted on by "Seven Network Project". (Manual Curation of Steem Seven).

the post has been upvoted successfully! Remaining bandwidth: 85%

Your post has been rewarded by the Seven Team.

Support partner witnesses

@seven.wit
@cotina
@xpilar.witness

We are the hope!

আপনার ব্যালেন্স চেক করে আপনার একাউন্টে কোনো PUSS কয়েন দেখতে পাইনি। এই কারণে আপনার পোস্ট নমিনেশনে দেয়া সম্ভব হোলো না। আর এই পোস্টে আরো একটা সমস্যা রয়েছে। আপনি আপনার এড্রেস মেমো এগুলো ভিজিবল রেখেছেন। যেটা আপনার অ্যাকাউন্টের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। কখনোই নিজের পাসওয়ার্ড বা এড্রেস অথবা মেমো পোস্টে শেয়ার করবেন না।

 4 months ago 

ভাই আজকে আমি $puss টোকেন কিনে নিবনে। আর কখনোই আমি আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড অ্যাড্রেস কোন কিছুই কারো কাছে শেয়ার করব না।

 4 months ago 

@rupok ভাই আমার ওয়ালেটে ৩২ স্টিম ছিল সেটা বিক্রি করে ৫ হাজার puss কয়েন হচ্ছে না। তাই আমার পক্ষে কেনা সম্ভব না। আমি যদি না কিনি তাহলে কি কাজ করা হবে না ভাই।

ভালো থাকবেন! 🙏 আমার পরিচয় শুনে আশা করি তোমরা সকলেই ভালো লাগবেন। আমি এখন থেকে নিজের ফেসবুকে প্রথম অবস্থানে তোমাদের ভিডিও আপলোড শুরু করি। এখন থেকে জুবা হোসেন নামে তোমাদের চিয়ার ফেসবুক গ্রুপে এই ভিডিও অবির্ত আছে।