কলেজ লাইফের প্রথম দিনের অনুভূতি
আমি আজকে আপনাদের মাঝে যেই পোস্ট নিয়ে হাজির হয়েছি এটি হচ্ছে আমার কলেজ লাইফের প্রথম দিনের অনুভূতি। আসলে প্রত্যেকটা মানুষের জীবনে স্বপ্ন থাকে কলেজে পড়বে। দীর্ঘ ১০ বছর স্কুলে লেখাপড়া শেষ করে কিছুদিন আগে কলেজ লাইফে পদার্পণ করেছি সত্যি নিজের কাছেই বেশ ভালো লেগেছিল। এসএসসি পরীক্ষার রেজাল্টের পর থেকেই প্রথমে নিজের মধ্যে একটা কনফিউজ কাজ করে কোথায় ভর্তি হওয়া যায়। আমি বেশ কিছু জায়গায় ফর্ম তুলেছিলাম অবশেষে আমার ভর্তি কনফার্ম হয়েছিল গাংনী সরকারি ডিগ্রী কলেজ। আসলে নিজের উপজেলাতে সবথেকে ভালো মানের কলেজ হচ্ছে এটি। এই কলেজে ভর্তি হতে পেরে সত্যি আমি নিজেও বেশ গর্বিত। ভর্তি কনফার্ম করার জন্য প্রথমে আমাকে কলেজে ভর্তি ফরম নিয়ে বেশ কিছু ফর্ম পূরণ করতে হয়েছিল। কিন্তু প্রথম থেকেই আমাদের কলেজে নির্ধারিত সময়ে ক্লাস শুরু হয়েছিল না দেশের পরিস্থিতি খারাপ এই কারণে। অনেকদিন পর কলেজে প্রথম ক্লাস শুরু হয়েছে আমাদের প্রত্যেকের মোবাইল নাম্বারে কলেজ থেকে এসএমএস দেওয়া হয়েছিল আজকে কলেজের প্রথম দিন সবাইকে আমন্ত্রণ জানাতে ছিল। তাই আমরা সকল বন্ধু-বান্ধব একসাথেই প্রথম দিন কলেজে গিয়েছিলাম।
আমি কলেজে যাওয়ার প্রথম দিন অনেক সুন্দর ভাবে আমাদের কলেজের ছাদের উপর থেকে পুরা কলেজের একটি ছবি তুলেছিলাম আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে সম্পূর্ণ কলেজের ছবিটি আমার কাছে দেখতে বেশ ভালো লেগেছিল। কলেজের প্রথম দিন আমাদের প্রত্যেক ছাত্র-ছাত্রীকে একটি করে রজনীগন্ধা ফুল দিয়ে আমন্ত্রণ জানিয়েছিল। সত্যি আমাদের বড় ভাই বোন দের ব্যবহার আমাদের সকলকে বেশ মুগ্ধ করেছিল। সত্যি বলতে আমারও সকালে একটি করে যখন রজনীগন্ধা ফুল হাতে পেয়েছিলাম তখন বেশ ভালো লাগছিল। কলেজের প্রথম দিন এত সুন্দর ভাবে কলেজ কর্তৃপক্ষ আমাদের গ্রহণ করে নিয়েছিল সেটা বেশ ভালো লাগার মত। কলেজের প্রথম দিন আমাদের স্যার ম্যাডাম আমাদের সকল বড় ভাইবোনদের সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছিল।
সবার শেষে কলেজের নির্ধারিত সময় শেষ হওয়ার পরে আমরা কলেজ থেকে বের হওয়ার সময় বেশ কয়েকটি সেলফি তুলে ছিলাম। কলেজ শেষ করে বাড়িতে ফেরার সময় আমাদের সকলের বেশ খুদা লেগে গিয়েছিল। আমরা এসে আমাদের গাংনী বাজারের একটি রেস্টুরেন্টের মধ্যে খাওয়া-দাওয়া করেছিলাম। খাওয়া-দাওয়া শেষ করে আমাদের বাড়ি ফেরার পথে নির্ধারিত একটি বাস ধরে আমরা বাড়ি চলে এসেছিলাম। এভাবেই কলেজ দিনের পুরো সময় অতিবাহিত করেছিলাম। রাতে দেখি আমার কলেজের বন্ধু আমাকে ফোন দিয়ে অনেক সময় আমার সাথে কথা বলেছিল। আসলে প্রথম কলেজ দিনের অনুভূতি সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছিল। আজকের পোস্ট লেখা এখানে শেষ করছি সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।
আমার নাম মোঃ জুবায়ের হোসেন। আমি বাংলাদেশের গাংনী থানার,মেহেরপুর জেলার,খুলনা বিভাগের মটমড়া ইউনিয়নের কামারখালী গ্রামে বসবাস করি। ছোটবেলা থেকেই গ্রামে বেড়ে উঠেছি। আমি বর্তমানে একাদশ শ্রেণীর একজন ছাত্র। আমি বর্তমানে গাংনী সরকারি ডিগ্রী কলেজে অধ্যায়নরত রয়েছি। আমি বিভিন্ন সময়ে ঘুরে বেড়াতে পছন্দ করি ফটোগ্রাফি করতে পছন্দ করি। ছোটবেলা থেকেই আমার স্বপ্ন রয়েছে আমি বড় হয়ে কোন একদিন ফ্রিল্যান্সার হব। সংক্ষিপ্ত আকারে আমি আমার পরিচয় শেষ করলাম সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
কলেজ লাইফের অনুভূতিটা একটু অন্যরকম হয়ে থাকে। কারণ কলেজের প্রথম দিনটা বেশ আনন্দদায়ক হয়। নতুন একটি স্থানে গেলে পারে মনের ভেতর অন্যরকম ভালো লাগা আর ভয় ভীতি কাজ করে থাকে। যাইহোক খুবই ভালো লাগলো আপনার সুন্দর এই পোস্ট দেখে।
আমার নিজেরও কলেজ লাইফের প্রথম দিনটা বেশ আনন্দ ছিল। বাবার অসুস্থ তাই মন খারাপ ছিল খুবই।
স্কুল কলেজ কিংবা ভার্সিটি যেকোনো ক্ষেত্রেই আমাদের প্রথম দিনগুলো একটু অন্যরকম অনুভূতি থাকে। এছাড়াও একটু ভয় থাকে মনের মধ্যে। আপনি কলেজের প্রথম দিন এর অভিজ্ঞতা শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। খুব সুন্দর ভাবে দিনটা কাটিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল।
আসলে আমার নিজের কাছেও কলেজের প্রথম দিনটা বেশ ভয় ভয় লাগছিল। ধন্যবাদ আপু মূল্যবান গঠনমূলক মতামত জানানোর জন্য।