You are viewing a single comment's thread from:
RE: এবিবি ফান প্রশ্ন- ৪৭৩ | কারো পৌষ মাস কারো সর্বনাশ, কিন্তু কেন?
কারো পৌষ মাস কারো সর্বনাশ কিন্তু কেন?
এটি একটি বাংলা প্রবাদ, যার মানে হচ্ছে একজনের আনন্দের বিষয় অন্যজনের কাছে কষ্টের কারণ হতে পারে। যেমন অগ্রহায়ণ মাসে কৃষকদের থাকে নতুন ধানের আনন্দ, আর গরিবদের থাকে শীতের কষ্ট কিংবা ছোটরা ফড়িং ধরে ধরে আনন্দ করে কিন্তু তাদের এই আনন্দ ফড়িং এর জন্য সর্বনাশের কারণ, ফড়িং মারাও যায় অনেকসময়।
চমৎকার যুক্তি দিয়েছেন তো ভালই লাগলো আপনার কথাগুলো।