You are viewing a single comment's thread from:
RE: হ্যাপি নিউ ইয়ার ২০২৫ (Happy New Year 2025)
সত্যিই দাদা চমৎকার কথা গুলো উপস্থাপন করেছেন। আসলেই নতুন বছর আসলে মানুষ কত রকমের ফালতু কাজ শুরু করে দেয়। তার কোন ঠিক নেই।কত মানুষ কত কষ্টে দিন কাটাচ্ছে, ঘর -বাড়ি নাই থাকার জায়গা নাই ভালো পোশাক নাই,ঘরে খাবার নাই। আরো কত সমস্যা রয়েছে মানুষের। নতুন বছরে এসব মানুষের উপকার করা তাদেরকে সহযোগিতা করার দরকার ছিল। কিন্তু এগুলোর প্রতি কোন খেয়ালও নেই মানুষের। নতুন বছর আইছে আর শুরু করে দিয়েছে উদ্ভট সব কাজ।
যাইহোক আল্লাহ পাক রব্বুল আলামীন সকল মানুষকে মাফ করে দিক, এবং সকলের জন্য দোয়া করি। যেন, সকলেই সুন্দর ভাবে জীবন যাপন পরিচালনা করতে পারে।