আজ কবিতার পাতায় ভালোবাসার কবিতা - শালিক রঙের ডানা।
আজ কবিতার দিন
আজ একটি কবিতা লিখলাম। কবিতা যদিও রোজ লিখি, অথবা লেখবার চেষ্টা করি, কিন্তু তাও কোন কোন কবিতা যেন হৃদয়ের খুব কাছাকাছি অবস্থান করে। সেক্ষেত্রে এই কবিতাটি লিখে বড় ভালো লাগলো। আসলে আমি মনে করি কবিতা যদি কবির নিজেরই পছন্দ না হয়, তবে কি করে তা প্রকাশিত হতে পারে। সেক্ষেত্রে কিছু কিছু কবিতা বা সৃষ্টি হৃদয়ের খুব কাছাকাছি থাকে। এই কবিতাটি একটি প্রত্যুত্তর কবিতা। অর্থাৎ কবিতা দিয়ে কথোপকথন। আগে তো তাই হতো। তাই না? কাব্য কবিতায় কথোপকথন আজ নতুন নয়। কবিতার মাধ্যমে অনেক কথা বলা যায়। আসলে আমি মনে করি কবিতা এমন এক মাধ্যম যেখানে অনেক না বলা কথা প্রকাশিত হতে পারে। রূপকের জাল বুনে সুন্দর একটি মোড়ক পরানো ছন্দবদ্ধ কাব্যের নাম কবিতা। এই কবিতাটির মাধ্যমে আমি অন্তরের একটি বিশেষ অনুভূতির প্রকাশ ঘটিয়েছি। কবিতা না লিখলে যেন দিন কাটে না, কবিতা না লিখলে যেন রাত কাটে না। তাই আজ এখনই এই কবিতাটা লিখে ইচ্ছে করলো আপনাদের পড়াই। ভালোবাসা এমন এক অনুভূতি যেখানে অনেক ধরনের মানসিক স্থিতির জন্ম হয়। আর সেখান থেকে তৈরি হয় কাব্য। কাব্যের একটি বিশেষ উদ্দেশ্য আছে। মনের একটি বিশেষ অনুভূতিকে কেন্দ্রীয় স্তরে ফুটিয়ে তোলার সব থেকে ভালো মাধ্যম হলো এই কাব্য। কবিতা তারই একটি ভাগ।।
আসুন কবিতা পড়ি৷ যদি আমার কবিতার মাধ্যমে কোন একজন পাঠকেরও মনের গভীর তরঙ্গ মিলে যায়, তবে নিজেকে সার্থক মনে করব। আসলে কবির কবিতার কাছে সবথেকে সাবলীল যে বসতে পারে তার নাম পাঠক। আর পাঠকের কাছে কবিতা হল নিতান্ত এক খোলা পাতা। কবিতাটি পড়ে কেমন লাগলো তা নিশ্চয় মন্তব্যের মাধ্যমে জানাবেন।
💐💐কবিতা💐💐
শালিক রঙের ডানা
কৌশিক চক্রবর্ত্তী
দামাল হবার আগে তোমার
গালে বেছে নেব চারাগাছের ফলন...
ওম যতটা ফেরাতে পারি
তার জন্য বরাদ্দ করব অণুলিখন-
উপনদী বয়ে যাচ্ছে আরও
আমি কুয়াশায় মেঘ আঁকছি সহজে
যে রোদে পিছনে দেখায় নিষেধাজ্ঞা
তার দুপাশে শুইয়ে দিচ্ছি আমাদের ভবিষ্যৎ-
মনে পড়ে সেই কামড়ের কথা?
যেখানে পড়ন্ত বিকেলের আলোয়
বুকে জড়িয়েছিলে সোনালি ধান...
রাত জাগা চোখের বয়স কত?
নাকি পাহাড়প্রমাণ কবিতা সাম্রাজ্যের ছায়া?
হাত বাড়াতে দেরি করছো বলে
অনায়াসে তুলে নিচ্ছি শালিক রঙের ডানা।
🙏 ধন্যবাদ 🙏
(১০% বেনিফিশিয়ারি প্রিয় লাজুক খ্যাঁককে)
--লেখক পরিচিতি--
কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যবন্ধুদের৷ ভালো থাকুন, ভালো রাখুন।
https://x.com/KausikChak1234/status/1862538362122641926?t=ySmXmC4HZ3paqDoop0bhFA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
আজকের টাস্ক -
আপনি কবিতাটা বেশ দারুণ লিখেছেন দাদা। আপনার কবিতাটা আবৃত্তি করতেও খুব ভালো লেগেছে আমার কাছে। অনেক সুন্দর ভাবে লিখেছেন কবিতার লাইনগুলো। আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে কবিতা আবৃত্তি করে।
আমার কবিতা আপনার ভালো লেগেছে এবং তা আবৃত্তি করেছেন শুনে খুব ভালো লাগলো। কিন্তু আবৃত্তিটা তো শুনতে পেলাম না। এমন ভাবে পাশে থাকলেন বলে ধন্যবাদ।
শালিক রঙের ডানা কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো ভাষাগুলো অনেক দক্ষতা এবং সুন্দরভাবে আপনি লিখেছেন। তাই পড়ে ভালো লেগেছে আমার।
আপনার সুচিন্তিত মন্তব্য আমার খুব ভালো লেগেছে ভাই।। এমন ভাবেই পাশে থাকবেন ভবিষ্যতে।
বেশ দারুণ একটি কবিতা লিখেছেন দাদা। আপনার লেখা কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। কবিতা পড়তে মোটামুটি আমার কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ অনেক সুন্দর একটি কবিতা আমাদের মধ্যে শেয়ার করে নেওয়ার জন্য।
আমার কবিতাটি পড়ে আপনার এমন সুচিন্তিত মন্তব্য আমার খুব ভালো লাগলো। এমন ভাবে পাশে থাকলেন বলে ধন্যবাদ।
অনেক ভালো লাগলো দাদা, শুকরিয়া জানাচ্ছি ভালো থাকবেন।
বাহ চমৎকার ভাই। দারুণ লিখেছেন কবিতা টা। যদিও প্রথমে আমি পুরোপুরি বুঝতে পারিনি। ঐজন্য পূণরায় আবার পড়েছি। বেশ ভালো লেগেছে আপনার কবিতা টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।