You are viewing a single comment's thread from:

RE: ফ্রাইডে মানে কি ফ্রী ডে?

in আমার বাংলা ব্লগ3 months ago

ছুটির দিন সত্যিই এক ভালো লাগার দিন। সারা সপ্তাহ কাজের পর আমরা অপেক্ষা করি একটা ছুটির দিনের জন্য। আমাদের ভারতে সেই দিনটি হল রবিবার। রবিবার মানেই আনন্দের বন্যা। ছেলেবেলায় প্রতি রবিবার সারাদিন বেড়ানোর প্ল্যান হত। কোথায় যাব, কি কি খাব, কলকাতা শহর ঘুরবো এমন আরো কত প্ল্যান। আমার মনে আছে রবিবার হলেই দাদুর হাত ধরে নয় ডবল ডেকার বাসে চড়ে অথবা ট্রামে চড়ে সারা কলকাতা ঘুরতাম। আজও ছুটির দিন আসে। ঘরে বিশ্রামের মধ্যে দিয়ে কাটে সেই ছুটিগুলো। কিন্তু ছেলেবেলার হারিয়ে যাওয়া রবিবার আর ফিরে আসেনা। আপনার পোস্টটি খুব ভালো লাগলো।