You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৪১
ভালোবাসার শূন্যতায় যে চারাগাছ জন্মায়
আমি তার গায়ে জল দেব নির্বিঘ্নে
জীর্ণ চাঁদের দিকে বিক্ষিপ্ত নজর
অচেনা শহর দেখে আমাদের বারোমাস্যা...
ঘন আদুরে মেঘে
জল ধরে আকাশ সমান-
দাহ্য দুহাত তখন
অনবরত খোঁজে বেমানান বৈধতা-
তবে আমি কাকে শূন্যতা বলি?
জীর্ণ চাঁদের মত
আমার শূন্যতায় বাড়ে শ্রেণীবদ্ধ ছাই
ঘাম দিচ্ছে বুনো শহরে...
যেকোনো দোকান থেকে
কিনে নিও মেদুর প্রকৃতি-
গুনে নিও হতাশার পরিমাণ-
এখনও রাত জেগে সমস্ত বাসি ফুলের
হলদেটে পাপটি কুড়োই আমি...
কারণ আমি জানতাম
আমার যৌবন থেকেই
জন্ম হয় সাদাকালো বিজাতীয় হতাশার...