একদম সঠিক বলেছেন দাদা। এই ২৫ বা ৫০ পয়সা সঙ্গে আমাদের অনেক স্মৃতি জুড়ে আছে। এছাড়াও দশ পয়সা কুড়ি পয়সাও তখন ব্যবহার করতাম। কিন্তু ধীরে ধীরে এগুলি সব উঠে যেতে লাগলো। শেষ পর্যন্ত ৫০ পয়সাটাও বাজার থেকে উঠে গেল। খুব খারাপ লাগতো সেই সময়। এখন তো বলতে গেলে এক টাকাও চলে না। আপনার পোস্টটি ছেলেবেলা মনে করিয়ে দিল। কুড়ি পয়সার হজমি খাওয়ার জন্য স্কুলের দরজায় লাইন দিতাম। সব থেকে মজা লাগতো, চার আনা আর আট আনা বলতে। এই আনার ব্যবহার বর্তমান প্রজন্ম আর জানলো না। অনেক ধন্যবাদ এমন সুন্দর পোস্টটি শেয়ার করবার জন্য।