রাগ মানুষের ষড়রিপুর এক রিপু। এই বিশেষ ধরনের মানসিক অবস্থান বিভিন্ন কারণে জন্ম হতে পারে। আপনি সেই কারণগুলো দারুণ সুন্দর করে ব্যাখ্যা করলেন। আসলে রেগে গেলে মানুষের মাথার ঠিক থাকে না। আর সেখান থেকে বিভিন্ন ধরনের ভুল কাজকর্ম হয়ে যায়। সেদিক থেকে এই রিপুটি মানুষের জন্য ক্ষতিকরই।