নিরাপদ সড়ক হয়তো শুধু একটা চিন্তা ভাবনাই আমাদের। কারণ চারপাশে যেসব সড়ক দেখতে পাই সেগুলো কোনটাই নিরাপদ নয়। আপনি সেই দিকটি দারুন সুন্দর করে তুলে ব্যাখ্যা করলেন। কুয়াশায় গাড়ি চালাতে তো আরো অসুবিধা হয়। কয়েক বছর আগে দিল্লিতে কুয়াশায় একটা ভয়াবহ দুর্ঘটনার কথা শুনেছিলাম। আর জাতীয় সড়কগুলোতে দুর্ঘটনার তো শেষ নেই। তাই নিরাপদ সড়ক কবে হবে তা আমরা তা আমরা কেউ জানিনা।
আমাদের এখানকার অবস্থা আরো অনেক করুণ।