আপনার সৌজন্যে বারাসাতের দারুণ দারুণ কালী পূজা একবার সুযোগ পেয়ে গেলাম বোন। আপনি দারুণ সুন্দর করে পোষ্টের মাধ্যমে বারাসাতের কালী পূজার আলো এবং মন্ডপ দর্শন করারচ্ছিলেন। এই মন্ডপ আমার দারুণ সুন্দর লাগলো। বিশেষ করে ভালো লাগলো এর আলোকসজ্জা। বারাসাতের কালী পূজা বিখ্যাত আমি শুনেছি। কিন্তু কখনো দেখবার সৌভাগ্য হয়নি। আপনার ছবি দেখে অবশ্যই পরের বছর একবার যাওয়ার ইচ্ছে হলো।