যে পথিক চলার পথে বারবার করে
চলার পথ পরিবর্তন,
সে কখনো পায়না সঠিক পথের সন্ধান
হতাশাই জীবন হয় বিসর্জন।
এই লাইন গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি একদমই ঠিক লিখেছেন যে আসলে যে পথিক তার চলার পথে বার বার পথ পরিবর্তন করে সে কখনো সঠিক পথ খুঁজে পাবে না। এজন্যই আমাদেরকে আগেই সঠিক পথ নির্বাচন করে এরপর চলা শুরু করতে হবে। খুব সুন্দর ছিল আপনার কবিতাটি আপু ধন্যবাদ আপনাকে
অসংখ্য ধন্যবাদ ভাইয়া।