এবারে বান্দরবান। ||০৪-০১-২০২৫|| by @kazi-raihan

in আমার বাংলা ব্লগ2 days ago

আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আমি কাজী রায়হান। আমার ইউজার নেম @kazi-raihan বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে আমার একটি ভ্রমণ কাহিনী শেয়ার করব।



গত দুই মাস ধরে প্রতি সপ্তাহে বান্দরবান নিয়ে একটি পর্ব শেয়ার করে আসছি। মূলত ২০২৪ সালের জানুয়ারি মাসের শেষের দিকে আমরা বান্দরবান ঘুরতে গিয়েছিলাম সেই বিষয়টা নিয়ে অনেক দেরিতে হলেও পোস্ট শেয়ার করা শুরু করেছি। যেহেতু বান্দরবানের অনেকগুলো পর্ব ছিল তাই সেগুলো পর্যায়ক্রমে শেয়ার করতে অনেকগুলো পর্ব তৈরি করতে হয়েছে। প্রতি সপ্তাহে একটি পর্ব করে শেয়ার করে আসছি সেই ধারাবাহিকতায় আজকেও বান্দরবান ভ্রমণের একটি পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকের পর্বটি বান্দরবান ভ্রমণের দশম পর্ব। গত সপ্তাহে নবম পর্ব শেয়ার করেছিলাম। সেখানে বান্দরবানের সাঙ্গু নদী হয়ে আমরা রেমাক্রির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। বান্দরবানের গহীনে প্রবেশ করার পাশাপাশি ধীরে ধীরে যেন আমরা সবাই নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছিলাম। সাঙ্গু নদীর ঘাট থেকে যখন নৌকা রেমাক্রির উদ্দেশ্যে রওনা হল তার বিশ মিনিট পর থেকেই ধীরে ধীরে ফোনের নেটওয়ার্ক উধাও হয়ে যেতে লাগলো। মূলত বান্দরবানের গহীনে ফোনের নেটওয়ার্ক থাকে না।



1000105657.png

Canva দিয়ে তৈরি



তবে আমরা সবাই ফোনের নেটওয়ার্ক চলে যাওয়ায় চিন্তিত নয় আমরা ব্যস্ত ছিলাম বান্দরবানের এই অপরূপ সৌন্দর্যের রহস্য খুঁজতে। জীবনে প্রথম এরকম সৌন্দর্য উপভোগ করছিলাম তাই আমরা সবাই ফোন নিয়ে সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এই স্মৃতিটা ধরে রাখার জন্য ছবি তোলায়ও ব্যস্ত ছিলাম। আমার মনে আগে থেকেই চিন্তা ভাবনা ছিল এই বান্দরবান নিয়ে অনেকগুলো পর্ব আপনাদের সাথে শেয়ার করব বান্দরবানের এই অপরূপ সৌন্দর্যটা নিজে উপভোগ করার পাশাপাশি আপনাদের সাথেও শেয়ার করব যেন প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য কিছুটা হলেও উপভোগ করতে পারেন। সরাসরি কোন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার যে মজা আর অন্য কোথাও হয় না তবে কৃত্রিমভাবে ভিডিও বা ছবি দেখে সেই অঞ্চলের বা সেই জায়গার সৌন্দর্যটা কিছুটা হলেও আন্দাজ করা যায়। আমি নিচে অনেকগুলো ছবি শেয়ার করেছি যে সাঙ্গু নদীর কথা উল্লেখ করেছি সেই নদীর দুই পাশ দিয়ে অনেক বড় বড় পাহাড় আর নদীর মধ্যে দিয়ে ছোট ছোট পাথর আর সামান্য একটু পানি সেই পানির উপর দিয়েই এই নৌকাগুলো বলা চলে রকেট গতিতে ছুটতে থাকে।

20240120_145816.jpg

20240120_145822.jpg

20240120_145825.jpg

20240120_145836.jpg

20240120_145850.jpg

20240120_145857.jpg

20240120_150018.jpg

20240120_150022.jpg

সাঙ্গু নদী, বান্দরবান।

what3words address.
https://w3w.co/outsize.enhancement.amaze

20240120_150052.jpg

20240120_150216.jpg

20240120_150255.jpg

20240120_150515.jpg

20240120_150651.jpg

20240120_150701.jpg

20240120_150940.jpg

20240120_150944.jpg

বড় পাথর, বান্দরবান।

what3words address.
https://w3w.co/outsize.enhancement.amaze

বান্দরবানের পুরোপুরি গহীনে চলে যাওয়ার পরে আমাদের সবার ফোনে নেটওয়ার্ক শূন্য হয়ে গেল। অর্থাৎ কারো ফোনেই নেটওয়ার্ক ছিল না তখন আমরা বুঝতে পারলাম এখন পুরোপুরি নেটওয়ার্কের বাইরে চলে এসেছি। যত সামনে যাচ্ছিলাম ততোই বড় বড় পাহাড় লক্ষ্য করেছিলাম জানতে পারলাম এই এলাকাটার নাম বড় পাথর। মূলত সেখানকার স্থানীয় জনগোষ্ঠী অর্থাৎ উপজাতিরা এই পাথরের পূজা করে সেখানে একটি বড় পাথর আছে যেটাকে রাজা পাথর বলে আখ্যায়িত করা হয় এবং সেই রাজা পাথরকে বিভিন্ন সময়ে পূজা করা হয় তারা বিশ্বাস করে এই রাজা পাথর তাদের দেবতা। মূলত কোনো কারণবশত পাহাড়ের উপর থেকে পাথরগুলো ভেঙে নিচের অংশে পড়েছে আর যেটা নদীর বিভিন্ন অংশে সেটা জমে আছে। যদি আমার শেয়ার করা ছবিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন নদীর চারপাশে ছোট বড় অনেক পাথর রয়েছে তবে যখন এই নদীতে অনেক পানি থাকে অর্থাৎ পুরোপুরি বর্ষার মৌসুমে স্রোতের কারণে পাথরগুলো কিছুটা হলেও এক পাশে গিয়ে জমা হয়েছে। নদীপথ ধরে এগিয়ে যাওয়ার সময় এখানে নৌকার ইঞ্জিন বন্ধ করে দিয়ে বড় একটি লাঠি দিয়ে ধীরে ধীরে নৌকা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়।

20240120_150953.jpg

20240120_154442.jpg

20240120_154904.jpg

20240120_154907.jpg

20240120_174051.jpg

20240120_174055.jpg

20240120_174058.jpg

20240120_174133.jpg

সাঙ্গু নদী, বান্দরবান।

what3words address.
https://w3w.co/outsize.enhancement.amaze

নৌকা নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার পর সামনে লক্ষ্য করলাম পাথরে পুরোপুরি নদীর অংশটা বন্ধ হয়ে গিয়েছে সামান্য একটু পথ আছে তবে সেখানে পানি তুলনামূলক একদম কম পাথরের কারণে সেখান দিয়ে নৌকা নিয়ে যাওয়া কষ্ট। তাই মাঝি আমাদেরকে বলল আপনারা নদীর বাম পাশে নেমে গিয়ে রাস্তা দিয়ে কিছু সময় সামনে হাঁটতে হাঁটতে এগিয়ে যান। মূলত নদীর পাশে নামার পরে পথ আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল এভাবে যেতে হবে কারণ প্রতিনিয়ত পর্যটকেরা এই পাশ দিয়ে যায় যার কারণে সুন্দর রাস্তার মতো তৈরি হয়েছে আমরা কিছুটা পথ এগিয়ে যাওয়ার পরে আবার নদীর কিছুটা গভীরতা দেখতে পেলাম। দেখলাম ঠিক একইভাবে মাঝেই একা একা নৌকা নিয়ে পার হয়ে আসছে তখন আবার আমাদেরকে নৌকায় তুলে নেওয়া হল। তবে সেখানে একটা মজার বিষয় লক্ষ্য করেছি পাহাড়ের একাংশে সূর্যের আলো পৌঁছে দিনের অংশটা পরিষ্কার বোঝা যাচ্ছে অন্য অংশে সূর্যের আলো পৌঁছাতে না পারায় যেন মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে। যদি ছবিগুলো ভালোভাবে দেখেন তাহলে এই বিষয়টা লক্ষ্য করতে পারবেন।

20240121_151244.jpg

20240121_151242.jpg

20240121_142324.jpg

20240121_142301.jpg

20240121_141617.jpg

20240121_141613.jpg

20240121_141610.jpg

20240121_141608.jpg

রাজা পাথর।

what3words address.
https://w3w.co/swatted.engraving.shall

আবার নদীপথে কিছুটা পথ এগিয়ে আসার পরে আমরা বেশ বড় বড় পাথর দেখতে পেলাম। আমাদের সাথে যে গাইড ছিল তিনি আমাদেরকে দেখিয়ে দিলেন সবচেয়ে বড় পাথরটি এবং বললেন এটাই সেই রাজা পাথর। মূলত যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন বইয়ের পাতায় এই বড় পাথর সম্পর্কে পড়েছিলাম। সেদিনে বান্দরবান গিয়ে সরাসরি বড় পাথর দেখেছিলাম। সেখানে আরো লক্ষ্য করলাম পাথরের ফাক দিয়ে ধীরে ধীরে পানি বের হচ্ছে মূলত এটা ঝর্নার একটা অংশ। সেখান থেকে আবার আমরা নৌকায় রেমাক্রির উদ্দেশ্যে রওনা হলাম। আমরা যখন রেমাক্রি গিয়ে পৌছালাম তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তখন সূর্যের আলো প্রায় নেই বললেই চলে যেহেতু শীতের সময় সেহেতু তুলনামূলক একটু দ্রুতই সূর্যের আলো বিলীন হয়ে যায়। আজকের পর্বে এখানেই শেষ করছি বাকিটা আবার পরবর্তী পর্বে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী পর্বে রেমাক্রির জলপ্রপাত নিয়ে কিছু ছবি শেয়ার করবো।



বন্ধুরা, এটিই ছিল আমার আজকের আয়োজনে, আশাকরি আপনাদের সবার কাছেই ভালো লেগেছে।এই ভ্রমণ কাহিনী পড়ে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর আমার ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন 🙏


আমার পরিচয়


20231103_120723-01.jpeg

আমি কাজী রায়হান।আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।



break .png

Banner.png

Sort:  
 2 days ago 

1000105749.jpg

1000105748.jpg

1000105747.jpg

1000105746.jpg

1000105745.jpg

1000105744.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

বান্দরবান মানেই নদী পাহাড় এবং জঙ্গলের সংমিশ্রণ। আপনি দারুন সব ছবি তুলে আমাদের সঙ্গে শেয়ার করেছেন। বান্দরবান জায়গাটার ছবি আমার খুব ভালো লাগে। আর সেখানে যে সাঙ্গু নদী আছে সেটিও ভীষণ সুন্দর তা ছবিতে দেখেই বুঝতে পারি। একটু দেরিতে হলেও এত সুন্দর ছবিগুলি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ধন্যবাদ।